IPL 2025: দেখতে দেখতে সতেরো মরসুম আইপিএলের (IPL) আঙিনায় কাটিয়ে ফেলেছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি (DC)। কিন্তু ট্রফির দেখা পায় নি এখনও। ২০২০ সালে ফাইনাল খেলা ছাড়া নেই কোনো উল্লেখযোগ্য কৃতিত্ব’ও। শেষ তিন বছর প্লে-অফের ছাড়পত্র টুকুও আদায় করতে পারে নি তারা। শেষ করেছে যথাক্রমে পঞ্চম, নবম ও ষষ্ঠ স্থানে। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে মরিয়া কর্মকর্তারা। আসন্ন মেগা অকশনে আঁটঘাট বেধে নামতে চান তারা। কাদের ধরে রাখা হবে, কাদেরই বা দেখানো হবে বাইরের রাস্তা, তা নিয়ে আপাতত পরিকল্পনা ছকে নিচ্ছেন তাঁরা। স্কোয়াডে আসতে চলেছে বড়সড় রদবদল। ইতিমধ্যেই কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting) সরিয়ে দেওয়া হয়েছে। বদল আসতে পারে নেতৃত্বেও। ঋষভ পন্থ (Rishabh Pant) যদি দল ছাড়েন, সেক্ষেত্রে নতুন কোচের পাশাপাশি নতুন অধিনায়কের কথাও ভাবতে হবে ফ্র্যাঞ্চাইজিকে।
Read More: যুবরাজের বায়োপিকে এন্ট্রি নিচ্ছেন দীপিকা, পুরানো প্রেম উঠলো জেগে !!
দিল্লী দলে অনিশ্চিত ঋষভ পন্থ-
আগামী মরসুমে দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সিতে দেখা যাবে ঋষভ পন্থ’কে (Rishabh Pant) প্রশ্নের নির্দিষ্ট জবাব এখনও মেলে নি। ২০১৬ থেকে দিল্লীর হয়ে খেলছেন তিনি। ২০২২ থেকে সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। কিন্তু ২০২৫ আইপিএলের মেগা অকশনের আগে জোর গুঞ্জন যে দল বদলাতে পারেন তিনি। দিল্লী’র চেয়ে রিলিজ চেয়ে নিলামে নাম লেখান, নাকি ট্রেডিং পদ্ধতিতে সরাসরি কোনো দলে যোগ দেন সেদিকেই এখন তাকিয়ে সকলে। দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশস সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে ঋষভ’কে ধরে রাখতে চান তাঁরা কিন্তু গোটা বিষয়টিই নির্ভর করছে খোদ ঋষভের উপর। জানা গিয়েছে চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে একপ্রস্থ নাকি আলোচনা সেরেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি’র উত্তরসূরি হিসেবে ঋষভকে চাইছে তারা। শেষ পর্যন্ত সেই ডাকে ঋষভ সাড়া দেন নাকি রয়ে যান পুরনো দলেই, উত্তরের অপেক্ষায় সকলে।
অক্ষর’কে ট্রাম্প কার্ড করতে পারে দিল্লী-
ঋষভ পন্থ থাকবেন নাকি দল ছাড়বেন তা নিয়ে কোনো স্পষ্ট উত্তর নেই কারও কাছে। কিন্তু দিল্লী ক্যাপিটালসের (DC) ছ’টি রিটেনশন স্লটের একটি যে অক্ষর প্যাটেল (Axar Patel) পাচ্ছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেট বিশেষজ্ঞদের মনে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই দিল্লীর অন্যতম ধারাবাহিক ক্রিকেটার ছিলেন তিনি। ষোড়শ আইপিএলে (IPL) ৪৫.৫০ গড়ে করেছিলেন ২৮৩ রান। আর এই বছরের টুর্নামেন্টে ২৯ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৫। মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে নেমে দলের ভাঙন যেমন রুখেছেন ব্যাট হাতে। একইসাথে তেমনই নিয়মিত নিয়ন্ত্রিত বোলিং করতেও দেখা গিয়েছে তাঁকে। গত দুই বছরে নিয়েছেন ২২ উইকেট। ইকোনমি ৮-এর নীচে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে তাঁকে কেবল রিটেন’ই করা হবে না, সাথে সহ-অধিনায়কত্ব’ও দেওয়া হতে পারে। এমনকি ঋষভ দল ছাড়লে পেতে পারেন নেতৃত্ব’ও।
নতুন কোচের সন্ধানে ফ্র্যাঞ্চাইজি-
রিকি পন্টিং-কে সরিয়ে দিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। নতুন কোচের সন্ধানে তারা। সংবাদপত্র আজকাল’কে দেওয়া সাক্ষাৎকারে ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ইঙ্গিত দিয়েছিলেন যে আসন্ন মরসুমে কোচের হটসিটে বসতে আগ্রহী তিনিই। কিন্তু সূত্রের খবর তাঁর প্রস্তাবে রাজী হন নি কর্মকর্তারা। তাঁকে দেওয়া হচ্ছে না কোচের দায়িত্ব। তাঁদের রেডারে রয়েছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ভারতের জার্সিতে টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ জেতা যুবরাজের কাছে পাঠানো হয়েছে প্রস্তাব’ও। প্রাক্তন ক্রিকেটার এখনও পর্যন্ত পেশাদারী ক্রিকেটে কোচিং করান নি। যদি রাজী হন, তাহলে আইপিএল (IPL) দিয়েই কোচিং কেরিয়ার শুরু করতে পারেন তিনি। শোনা যাচ্ছে কেবল দিল্লী নয়, তাঁকে কোচ করতে আগ্রহ দেখিয়েছে গুজরাত টাইটান্স’ও। বর্তমান প্রশিক্ষক আশিষ নেহরার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে তারা।