IPL’কে টক্কর দিতে বড় চাল PCB’র , একই সময়ে অনুষ্ঠিত হবে দুই লীগ !! 1

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সময়সূচী সমন্বয়ের কারণে পাকিস্তান সুপার লিগ (PSL) আগামী মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) সাথে সংঘর্ষের জন্য প্রস্তুত। গত বছরেই এর আভাস দিয়েছিলেন পাকিস্তানি বোর্ড প্রধান মহসিন নাকভি। জানা গিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে নাকি পাকিস্তান সুপার লীগের সূচনা হতে চলেছে। দীর্ঘ ২ মাস চলবে এই লীগ, ২৫মে তারিখে হতে পারে এই লীগের ফাইনাল। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য খুলে রাখা হয়েছে এপ্রিল ও মে মাসের উইন্ডো। প্রতিবছর এই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়োজন করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোনো প্রকার ম্যাচ রাখে না বাঁকি দলগুলির জন্য।

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভিত্তিতে পাকিস্তান সুপার লীগের সময়সূচি বদলানোর কথা জানিয়ে দিল পাকিস্তান বোর্ড। ইতিমধ্যেই একটি পাকিস্তানি সংবাদ মাধ্যম দাবি জানাচ্ছে যে, পিসিবি ইঙ্গিত দিয়েছে যে পিএসএল আগামী বছরের ১০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, সরাসরি আইপিএলের সাথে ওভারল্যাপিংও হতে পারে। আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তির সাথে সাথেই ২২ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মরশুম বসতে চলেছে।

Read More: উত্তাল বাংলাদেশে রেহাই পেলেন না সাকিব আল হাসানও, মুখে মাখানো হলো চুনকালি !!

একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল ও পিএসএল

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl
Mohsin Naqvi | Image: Getty Images

ঐতিহ্যগতভাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত হয় পিএসএল। আন্তর্জাতিক ক্যালেন্ডারকে সামঞ্জস্য রাখার জন্য এবার সময়ের পরিবর্তন করতে চাইছে পাকিস্তান বোর্ড। প্রথমত পাকিস্তান একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে। আন্তর্জাতিক ম্যাচগুলির সঙ্গে সমঞ্জস্যতা বজায় রাখতে পিসিবিকে আইপিএলের সময়সূচিতেই আয়োজিত করতে হবে পিএসএল। আইপিএল বিশ্বব্যাপি জনপ্রিয় একটি লীগ, যেখানে পিএসএলে তুলনামূলক ভাবে জনপ্রিয়তা বৃদ্ধি হয়েছে। একাধিক আন্তর্জাতিক ক্রিকেটাররা দুই লীগেই অংশগ্রহণ করে থাকেন। যে কারণে খেলোয়াড়দের কাছে একই সময়ে দুই লিগে অংশ নেওয়াটা খুবই কঠিন হয়ে পড়েছে।

Read Also: IPL 2025: আইপিএল নিলামের আগেই ভাঙছে বেঙ্গালুরু’র ‘KGF’, কলকাতার ‘RRR’ নিয়েও রয়েছে সংশয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *