ipl-abhishek-nayar-to-take-up-new-role

IPL 2025: গত বছর দুর্দান্ত পারফর্ম্যান্স করে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এই বছর সেই সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারে নি তারা। মরসুমের শুরুটাই হার দিয়ে করতে হয়েছিলো অজিঙ্কা রাহানেদের। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাঁরা মুখ থুবড়ে পড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এরপর গুটিকয়েক ম্যাচ জিতলেও ধারাবাহিকতা আর দেখাতে পারে নি বেগুনি-সোনালী শিবির। গত ৬ তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে প্লে-অফের দৌড় থেকে একপ্রকার ছিটকেই গিয়েছিলো কলকাতা (KKR)। অঙ্কের হিসেবে যে ক্ষীণ আশাটুকু বেঁচে ছিলো তাও নিভে গেলো গতকাল। বৃষ্টিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ ভেস্তে যাওয়ায় রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের পর চতুর্থ দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেলো নাইট রাইডার্স।

Read More: IPL 2025: ঘুরে দাঁড়াতে ব্যর্থ রাজস্থান, সঞ্জুদের হারিয়ে এক দশক পর প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব !!

ছাঁটাই হচ্ছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-

Chandrakant Pandit and Dwyane Bravo | IPL | Image: Getty Images
Chandrakant Pandit and Dwyane Bravo | Image: Getty Images

এবারের আইপিএলের (IPL) হতাশাজনক পারফর্ম্যান্সের পর প্রশ্নের মুখে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। তাঁর দলগঠন থেকে প্রথম একাদশ নির্বাচন-সবকিছুই এই মুহূর্তে আতসকাঁচের নীচে। কেন অকশন পার্সে থাকা ৫২ কোটি টাকার মধ্যে ২৩.৭৫ কোটি খরচ করা হলো ভেঙ্কটেশ আইয়ারের জন্য? কেনই বা বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও গোটা মরসুম জুড়ে ওপেনার হিসেবে খেলিয়ে যাওয়া হলো সুনীল নাইরান’কে (Sunil Narine)? এই মুহূর্তে প্রশ্নবাণে জর্জরিত তিনি। রিঙ্কু সিং বা আন্দ্রে রাসেলদের ব্যাটিং পজিশন নিয়েও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তের সাথে একমত নন ক্রিকেটবোদ্ধারা। প্রাক্তন নাইট ও অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ’ও গতকাল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পণ্ডিতের স্ট্র্যাটেজিকেই রীতিমত তুলোধোনা করেছেন।

এই মুহূর্তে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ঝুলিতে। বাকি রয়েছে কেবল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে একতি অ্যাওয়ে ম্যাচ। আইপিএল (IPL) চলাকালীন কোচ বদলের পথে আর হাঁটছেন না ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা। তবে সংবাদমাধ্যম রেভজস্পোর্টস সূত্রে খবর যে টুর্নামেন্ট মিটলেই সরিয়ে দেওয়া হবে চন্দ্রকান্ত পণ্ডিতকে। গৌতম গম্ভীর সরে দাঁড়ানোর পর নাইটদের ‘মেন্টর’ হিসেবে নিয়োগ করা হয়েছিলো ডোয়েন ব্র্যাভো’কে (Dwayne Bravo)। দল ব্যর্থ হওয়ায় প্রশ্নের মুখে ক্যারিবিয়ান কিংবদন্তিও। তবে তাঁকে সরিয়ে দেওয়া হবে নাকি আগামী বছর আরও একবার সুযোগ দেওয়া হবে নিজেকে প্রমাণ করার, সে সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য আসে নি সামনে।

নজরে মর্গ্যান, দায়িত্ব বাড়ছে নায়ারের-

Abhishek Nayar | Image: Getty Images
Abhishek Nayar | Image: Getty Images

গৌতম গম্ভীরের সাথেই গত বছর নাইট রাইডার্স (KKR) শিবির ছেড়েছিলেন অভিষেক নায়ার’ও (Abhishek Nayar)। জাতীয় দলের সহকারী কোচের পদে বসেছিলেন তিনি। কিন্তু মাস আটেকের মধ্যেই রোহিত-কোহলিদের সংসার ছেড়ে ফিরেছেন ফ্র্যাঞ্চাইজি টি-২০’র আঙিনায়। ফের যোগ দিয়েছেন কলকাতাতেই। গত কয়েকটি ম্যাচে রিঙ্কু-রাসেলদের সাথে কাজও করতে দেখা গিয়েছে তাঁকে। সূত্রের খবর যে আগামী মরসুমে গুরুত্ব বাড়তে পারে তাঁর। এমনিতেই নাইটদের ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে রয়েছেন মুম্বইয়ের প্রাক্তনী। অন্য কোন দায়িত্ব তাঁকে দেন শাহরুখ খান’রা, সেদিকে নজর থাকবে। হেড কোচ পদে চন্দ্রকান্ত পণ্ডিতের উত্তরসূরি হিসেবে নাইট কর্মকর্তাদের রেডারে রয়েছেন ইওন মর্গ্যান। ইংল্যান্ডের প্রাক্তনী এর আগে বেশ কয়েকবছর কলকাতার হয়ে আইপিএল’ও (KKR) খেলেছেন।

Also Read: IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR’কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *