অবশেষে পরিসম্পতি ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬’এর নিলাম (IPL 2026 Auction)। নিলামের মঞ্চে ১০টি ফ্রাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। এবারের আইপিএলে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাকে ২৫.২০ কোটি টাকা ব্যয়ে দলে শামিল করেছে। তিনি তাঁর স্বদেশি সতীর্থ মিচেল স্টার্কের (Mitchell Starc) রেকর্ড ভেঙে দিলেন। স্টার্ককে ২০২৪ সালের আইপিএলে কেকেআর কিনেছিল ২৪.৭৫ কোটি টাকায়। ১৮ কোটিতে কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার মতিশা পথিরানা। এবারের আইপিএলে তিনি দ্বিতীয় সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। আর দুজনকেই এবার নাইট রাইডার্স দলের হয়ে খেলতে দেখা যাবে।
রেকর্ড সমান দাম পেলেন ক্যামেরন গ্রীন

এবারের নিলামের সবথেকে বড় আকর্ষণ ছিলেন দুই তরুণ ক্রিকেটার। ২০ বছর বয়সী প্রশান্ত বীর ও ১৯ বছর বয়সী কার্তিক শর্মা। দু’জনকেই ১৪.২০ কোটি টাকা করে কিনেছে চেন্নাই সুপার কিংস (CSK)। মাত্র ৩০ লক্ষ টাকা ভিত্তিমূল্য থাকা এই দুই ক্রিকেটারকে সিএসকে কিনেছে প্রায় ৪৭ গুণ বেশি দামে। দুজনেই ১৪ কোটি ২০ লক্ষ টাকায় সুপার কিংস দলে শামিল হয়েছেন। শেষ মুহূর্তে ১৩ কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলে জায়গা করে নিলেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লাখে শামিল করে নিলো কেকেআর। ৮ কোটি ৬০ লক্ষ টাকায় লখনৌ সুপার জায়ান্টস দলে শামিল হলেন জশ ইংলিশ (Josh Inglish)। আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে ইতিহাস গড়লেন জম্মু ও কাশ্মীরের প্রতিভাবান পেসার আকিব নবী দার। তাকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। স্পিনার রবি বিষ্ণুকে ৭ কোটি ২০ লাখে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
Read More: মুম্বাইয়ের উপেক্ষায় জনি বেয়ারস্টোর হৃদয় ভেঙে খান-খান, হলেন সোশ্যাল মিডিয়ায় সরব !!
অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ারকে মাত্র ৭ কোটি টাকায় দলে ভিড়িয়েছে আরসিবি, যাকে ২০২৪ সালের মেগা নিলামে কেকেআর কিনেছিল ২৩.৭৫ কোটি টাকায়। তাছাড়া, ৭ কোটি দাম পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও (Jason Holder)। ৫ কোটি ২০ লাখে চেন্নাইয়ের হয়ে খেলবেন রাহুল চাহার এবং একই মূল্যে রয়্যাল চ্যালেঞ্জার্স দলে আনক্যাপড খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন মঙ্গেশ যাদব। বাঁকি খেলোয়াড়রা কেউ ৫ কোটির বেশি মূল্য পাননি।
নিলামে দল পেলেন না বেয়ারিস্টো

পাশাপাশি, বেন ডওসন (৪.৪০ কোটিতে পাঞ্জাব কিংস), পথুম নিশঙ্কা (৪ কোটিতে দিল্লি ক্যাপিটালসে), তেজস্বী সিং (৩ কোটিতে কেকেআরে), কুপার কলোনি (৩ কোটিতে পাঞ্জাব কিংস), মুকুল চৌধুরী (২.৬০ কোটিতে লখনৌ) এবং আকসাত রঘুবংশী (২.২০ কোটিতে লখনৌতে গিয়েছেন)। অন্যদিকে শুধুমাত্র ভিত্তিমূল্য মাত্র ৭৫ লাখে চেন্নাই সুপার কিংসে গিয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ১ কোটিতে কেকেআরর জায়গা পেয়েছেন আকাশ দীপ (Akash Deep)। এবারের আইপিএলেও একদম শেষে জায়গা পেলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তবে, দল পেলেন না ডেভন কনওয়ে (Davon Conway) ও জনি বেয়ারিস্টোর মতন খেলোয়াড়রা।