IPL 2025: একানা স্টেডিয়ামে চলছে লক্ষ্ণৌ বনাম দিল্লী ম্যাচ (LSG vs DC)। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন দিল্লী অধিনায়ক অক্ষর প্যাটেল। ইনিংসের শুরুটা ভালো হলেও দুই ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্করাম সাজঘরে ফেরার পরেই থমকে গিয়েছিলো স্বাগতিক দলের রান তোলার গতি। জাঁকিয়ে বসেন মিচেল স্টার্ক, মুকেশ কুমাররা। পুরান, সামাদ, মিলারদের বেশ নড়বড়ে দেখালো বাইশ গজে। ডেথ ওভারে আয়ুষ বাদোনির ২১ বলে ৩৬ রানের ইনিংস লক্ষ্ণৌকে পৌঁছে দেয় ১৫৯ রানে। আজ সুপারজায়ান্টস টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত রীতিমত চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। ঋষভ পন্থকে (Rishabh Pant) ডাগ-আউটে বসিয়ে রেখে আগে ঠেলে দেয় সামাদ, মিলার, বাদোনিদের। শেষমেশ সাতে নামেন ২৭ কোটির অধিনায়ক। এই স্ট্র্যাটেজিতে আদৌ খুশি ছিলেন ঋষভ নিজে? তাঁর শরীরী ভাষা কিন্তু বলছে অন্য কথা।
Read More: “পয়সার শ্রাদ্ধ করে ছেড়েছে…” দিল্লির সামনে ১৫৯ রানে শেষ হলো লখনৌয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
২০১৮ থেকে ২০২৪-কেরিয়ারের সাত বছর দিল্লী ক্যাপিটালস (DC) শিবিরে কাটিয়েছেল ঋষভ পন্থ। ২০২২ ও ২০২৪-দুই বছর তাঁকে দেখা গিয়েছে অধিনায়কের ভূমিকাতেও। এবার লক্ষ্ণৌর জার্সিতে পুরনো দলের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে নজর ছিলো সকলের। বিশাখাপত্তনমে প্রথম দফার খেলায় ৬ বল খেলে দিল্লীর বিরুদ্ধে শূন্য করে সাজঘরে ফিরেছিলেন তিনি। আজ দ্বিতীয় দফার ম্যাচে তাই তাঁর থেকে বাড়তি তাগিদ আশা করেছিলেন সকলে। কিন্তু দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। সাধারণত চার নম্বরে ব্যাটিং করেন তিনি। কিন্তু আজ নামলেন না চেনা ব্যাটিং পজিশনে। পাঁচ ও ছয় নম্বরেও দেখা গেলো না তাঁকে। বদলে ক্রিজে এলেন ডেভিড মিলার ও আয়ুষ বাদোনি। শেষমেশ সাতে যখন নামলেন তিনি, তখন হাতে রয়েছে কেবল দুই বল। কিছুই করতে পারেন নি তিনি। ইনিংসের শেষ বলে মুকেশ কুমারের শিকার হন।
দিল্লীর বিরুদ্ধে চলতি আইপিএলে (IPL) দুই ইনিংসেই শূন্য। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে নেমেছেন সাত নম্বরে, স্বাভাবিক কারণেই নেটদুনিয়ায় রীতিমত কটাক্ষের শিকার হতে হচ্ছে ঋষভকে। তবে অনেকেই মনে করছেন যে এই সাত নম্বরে নামার সিদ্ধান্ত তাঁর নিজের নয়। বরং থিঙ্কট্যাঙ্কের অন্যান্য সদস্যদের চাপেই ব্যাটিং অর্ডার বদলেছেন তিনি। তত্ত্বের স্বপক্ষে একটি ভিডিও ক্লিপ’ও সোশ্যাল মিডিয়ায় পেশ করেছেন কেউ কেউ। সেখান দেখা গিয়েছে ডাগ-আউটে পাশাপাশি বসে রয়েছেন লক্ষ্ণৌ মেন্টর জাহির খান (Zaheer Khan) ও অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ক্রিকেট তারকা উত্তেজিত হয়ে কিছু বলছেন প্রাক্তন বাম হাতি পেসারকে। উত্তরকে ঋষভকেও কিছু বলেন তিনি। দু’জনেই যে বেশ উত্তেজিত তা স্পষ্ট শরীরী ভাষা থেকে। ব্যাটিং অর্ডার নিয়েই কি বচসা চলছিলো তাঁদের? উঠছে প্রশ্ন।
দেখে নিন ঘটনার ভিডিও-
Zaheer pant bahas pic.twitter.com/EAbroEQDOJ
— Pappu Plumber (@tappumessi) April 22, 2025