IPL 2025: ২০২২ সালে দুই নতুন দলকে আইপিএলে (IPL) অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছিলো বিসিসিআই। যাত্রা শুরু করে গুজরাত টাইটান্স (GT) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম দুই মরসুমে বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছিলো তারা। দুই দল’ই জায়গা করে নিয়েছিলো প্রথম চারে। গুজরাত ২০২২-এ ট্রফি জেতে, ২০২৩-এ হয় রানার্স আপ। লক্ষ্ণৌ যদিও দুইবারই পরাজিত হয় এলিমিনেটরে। তৃতীয় মরসুমে এসে মুখ থুবড়ে পড়তে হয়েছে দুই দলকেই। হার্দিক দল ছাড়ায় শুভমান গিলের হাতে নেতৃত্ব দিয়েছিলো টাইটান্স শিবির। তারা লীগ তালিকায় শেষ করেছে অষ্টম স্থানে। আর লক্ষ্ণৌ শুরুর দিকে প্রথম চারে থাকলেও পরে লাগাতার পরাজয়ের ফলে নেমে আসে সপ্তম স্থানে। প্লে-অফের ছাড়পত্র আদায় করতে ব্যর্থ দুই শিবিরই। হতশ্রী পারফর্ম্যান্সে বিরক্ত দুই দলের কর্মকর্তারাই। সাফল্যের সন্ধানে কোচ বদলের পথে হাঁটছেন তাঁরা।
Read More: TOP 5: পাঁচ ক্রিকেটার যারা জীবনসঙ্গিনী করেছেন তাদের বোন’কে !!
গুজরাতের দায়িত্বে যুবরাজ সিং?
গুজরাত টাইটান্সের সাথে শুরু থেকেই হেড কোচ হিসেবে রয়েছেন আশিষ নেহরা (Ashish Nehra)। তাঁর তত্ত্বাবধানে প্রথম দুই মরসুম বেশ ভালো পারফর্ম’ও করেছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তৃতীয় মরসুমের ব্যর্থতা চাপে ফেলে দিয়েছে তাঁকে। নেহরার আসন আপাতত নিরাপদ নয়। ব্যাটিং পরামর্শদাতা গ্যার কার্স্টেন (Gary Kirsten) ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন। কোচ হিসেবে তিনি যোগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলে। জোর গুঞ্জন যে সরানো হতে পারে নেহরাকেও। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে সম্পর্কের অবনতি হয়েছে প্রাক্তন ফাস্ট বোলারের। তার শাস্তিই পেতে চলেছেন তিনি। নেহরা সরলেও ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস বিক্রম সোলাঙ্কিকে এখনই ছাড়তে রাজী নয় গুজরাত ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ মরসুমেও হয়ত দেখা যাবে তাঁকেই।
আশিষ নেহরা’কে ছেঁটে ফেলা হলে নতুন কোচের সন্ধান করতে হবে গুজরাত টাইটান্সকে। সূত্রের খবর যে কর্মকর্তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। বিশ্বজয়ী তারকা এর আগে পেশাদার ক্রিকেটে কোচিং-এর দায়িত্ব সামলান নি। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএলেই (IPL) কোচিং-এ অভিষেক হবে তাঁর। তবে পাঞ্জাবে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে ঘষেমেজে গড়ে তোলার কাজ বেশ কিছুদিন ধরে করছেন তিনি। বড় মঞ্চে মানিয়ে নিতে অসুবিধা হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সাথে ভালো সম্পর্ক রয়েছে যুবরাজের। কোচ-ক্যাপ্টেনের রসায়ন দলের সাফল্যের চাবিকাঠি হতে পারে বলেও মনে করছেন অনেকে। চলতি বছরের শেষেই বসতে পারে মেগা অকশনের আসর। তার আগেই কোচের হটসিটে বসতে পারেন ভারতীয় প্রাক্তনী।
লক্ষ্ণৌর মেন্টর হচ্ছেন জাহির খান-
গত মরসুমে সাত নম্বরে শেষ করেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ২০২৫-এর আইপিএলে (IPL) ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের মাঝে সেতুর দায়িত্ব পালনের জন্য একজন মেন্টর নিয়োগের প্রচেষ্টায় দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। ২০২২ ও ২০২৩-এ লক্ষ্ণৌর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু ২০২৪ মরসুমের আগে তিনি কলকাতা নাইট রাইডার্সে (KKR) চলে যাওয়ায় শূন্যই রয়েছে পদ। সেই কুরসীতে এবার সম্ভবত বসতে চলেছেন জাহির খান (Zaheer Khan)। প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলারের সাথে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকবাজ। লক্ষ্ণৌ দলের হেড কোচ হিসেবে রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। কোচিং স্টাফে আছেন অ্যাডাম ভোজেস, ল্যান্স ক্লুজনাররা। তাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন জাহির।
গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ হওয়ার পর শোনা গিয়েছিলো যে জাহিরকে (Zaheer Khan) বোলিং কোচ হিসেবে চাইছেন তিনি। কিন্তু প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিক আঙিনায় পা রাখার বদলে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগকেই সম্ভবত বেছে নিতে চলেছেন ৩১১ টেস্ট উইকেটের মালিক। ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এর আগেও কাজ করেছেন আইপিএলে (IPL)। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি। লক্ষ্ণৌর জার্সি গায়ে দ্বিতীয় ইনিংসে কতটা সফল হন, নজর থাকবে সেইদিকে। সুপারজায়ান্টসদের বোলিং পরামর্শদাতা মর্ণি মর্কেল (Morne Morkel) যোগ দিয়েছেন টিম ইন্ডিয়াতে। শূন্য রয়েছে সেই পদ’ও। প্রাক্তন পেসার মেন্টর হওয়ার পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও পালন করেন কিনা তা নিয়ে রয়েছে কৌতূহল।