ipl-2025-warner-padikkal-remain-unsold

IPL 2025: টাকা যেন উড়ছে আইপিএলের (IPL) মেগা নিলামে। দুই মার্কি সেট দিয়ে শুরু হয় তাঁদের জন্য বিপুল অর্থ ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। প্রত্যাশামতই নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। গতবারের ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়সের জন্য ২৬.৭৫ কোটি টাকা খরচ করতেও পিছপা হয় নি পাঞ্জাব কিংস (PBKS)। তাঁকে ছাপিয়ে গিয়েছেন ঋষভ। ২৭ কোটি টাকার বিনিময়ে আগামী মরসুমে তিনি গায়ে চাপাতে চলেছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস দলের জার্সি। এছাড়া মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কে এল রাহুল, যুজবেন্দ্র চাহালের মত ভারতীয় তারকাদের মূল্যও ছাড়িয়েছে ১০ কোটির গণ্ডী। ভালো দাম পেয়েছেন জস বাটলার, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোনের মত বিদেশীও। দুই মার্কি সেটের ১২ জনের মধ্যে অবিক্রিত থাকেন নি কেউই।

Read More: IPL 2025 Auction: রেকর্ড গড়লেন পন্থ-শ্রেয়স, নতুন দলে এন্ট্রি নিচ্ছেন বাটলার-স্টার্করা !!

১২ ক্রিকেটারের নিলাম সম্পূর্ণ হওয়ার পর কিছুক্ষণের বিরতি ঘোষণা করা হয়েছিলো। তারপর ওপেনিং ব্যাটারদের জন্য শুরু হয় দর হাঁকা। হ্যারি ব্রুক, জেক ফ্রেজার-ম্যাকগার্কদের মত তরুণ তুর্কির পিছনে টাকা ঢালতে দেখা গেলো ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ৬ কোটি ২৫ লক্ষ ও ৯ কোটির বিনিময়ে ম্যাকগার্ককেও নিয়েছে দিল্লী ক্যাপিটালস। গতবারও দিল্লীতেই ছিলেন তাঁরা। মিনি নিলাম থেকে ব্রুককে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পার্থ জিন্দলরা। কিন্তু ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে হয় তাঁকে। সেই সময় বিকল্প হিসেবে ম্যাকগার্ককে যুক্ত করা হয়েছিলো স্কোয়াডে। তিনি ৯টি ম্যাচ খেলেছিলেন দিল্লীর হয়ে। নজর কেড়েছিলো তাঁর স্ট্রাইক রেট। এবার জুটিতে দু’জনে কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকে।

দল পেয়েছেন এইডেন মার্করাম, ডেভন কনওয়েরাও। দক্ষিণ আফ্রিকার মার্করামকে ছিনিয়ে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ন্টস। কনওয়ের জন্য ফের ঝাঁপিয়েছে চেন্নাই সুপার কিংস। হলুদ জার্সিতেও আগামীতে দেখা যাবে তাঁকে। এত কিছুর মাঝে বড়সড় চমক ডেভিড ওয়ার্নার দল না পাওয়া। দিনের তৃতীয় সেটে ওপেনিং ব্যাটারদের সাথে ছিলেন তিনিও। ২ কোটি টাকা নিজের ভিত্তিমূল্য রেখেছিলেন। আইপিএলের (IPL) ইতিহাসে তিন বার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জেতা তারকার জন্য প্যাডেল ওঠালেন না কেউই। চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাম হাতি ব্যাটার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, বিশেষ করে আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই আকাঙ্ক্ষা বড়সড় ধাক্কা খেলো আজ।

২০২৫-এর আইপিএল খেলার সুযোগ এখনও পুরোপুরি যে নেই ওয়ার্নারের সামনে তা বলা যায় না। আজ অবিক্রিত থাকা তারকাদের মধ্যে অনেকেই আগামীকাল মেগা অকশনের দ্বিতীয় দিনে সুযোগ পাবেন দল খুঁজে নেওয়ার। কিন্তু প্রথম দিনে ওয়ার্নারের দল না পাওয়া যে খানিক অবিশ্বাস্য তা মানছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলীয় তারকার সাথে ভারতের দেবদত্ত পাডিক্কাল’ও দল পেলেন না প্রথম দিনে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে পথচলা শুরু হয়েছিলো তাঁর। নজর কেড়েছিলেন তরুণ তুর্কি। তাঁকে এরপরে দলে সামিল করেছিলো রাজস্থান রয়্যালস। সেখানে শুরুটা ভালো হলেও পরে লাইমলাইট থেকে হারিয়ে যান। গত মরসুমে ট্রেড পদ্ধতিতে দেবদত্তকে দলে নিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। চুক্তির অঙ্ক ছিলো ৭.৭৫ কোটি। এবার কেউ হাত বাড়ালো না তাঁর দিকে।

Also Read: IPL 2025: মেগা নিলামের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *