IPL 2025: তরুণ ক্রিকেটারদের তুলে এনে আইপিএলের মঞ্চে অভিজ্ঞ তারকা হিসেবে গড়ে তোলার পিছনে কলকাতা নাইট রাইডার্স (KKR) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতিক সময় রিঙ্কু সিং (Rinku Singh), সুয়াশ শর্মা (Suyash sharma), রমনদীপ সিংয়ের (Ramandeep Singh) মতো ক্রিকেটার নাইট শিবির থেকে নিজেদের পরিচয় তৈরি করেছেন। ভেঙ্কটেশ আইয়ারও (Venkatesh Iyer) কেকেআর জার্সিতেই সবচেয়ে বেশি জনপ্রিয়। এই বছর আইপিএলে এই ব্যাটসম্যানকে বিপুল টাকার বিনিময়ে ধরে রেখেছিল শাহরুখ খানের দল। তবে এবার নাইট রাইডার্সের (KKR) একাদশ থেকে বাদ পড়তে চলছেন ভেঙ্কটেশ।
ধারাবাহিকতা নেই ভেঙ্কটেশের-

গত বছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তিনি গত বছর টুর্নামেন্টের প্লে অফে এবং ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে দুটি দুরন্ত অর্ধশতরান করেছিলেন। কিন্তু ২০২৪ আইপিএলের মরসুম জুড়ে তিনি সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ১৪ ম্যাচে মাত্র করেন ৩৭০ রান। এই বছর আইপিএলে ২৩.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে নাইট কর্মকর্তারা ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer Image) দলে ধরে রেখেছে। ফলে মনে করা হচ্ছিল দলের মান রাখবেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) ঘূর্ণি বল বুঝতেই পারেননি ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। ফলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে চলেছেন এই নাইট তারকা।
দলে রয়েছেন একাধিক অভিজ্ঞ ব্যাটসম্যান-

কলকাতা নাইট রাইডার্স দলে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) পরিবর্তে একাধিক অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন। এই বছরও মনীষ পান্ডে (Manish Pandey) আছেন নাইট শিবিরে। গত বছর দলের হয়ে মাত্র ১ টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তবে প্রয়োজনে এই অভিজ্ঞ ব্যাটসম্যান দলের ভরসা হয়ে উঠতে পারেন। এখনও পর্যন্ত আইপিএলে ১২৭ ম্যাচে ৩৮৫০ রান সংগ্রহ করেছেন মনীষ পান্ডে। অন্যদিকে ব্যাটিং অর্ডারে যদি বড়ো পরিবর্তন ঘটে প্রয়োজনে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং মঈন আলীর (Moeen Ali) মতো বিদেশি তারকা আসতে পারেন। গুরবাজ গত বছর ফাইনালে নাইটদের হয়ে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে মঈন আলী দীর্ঘদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের মতো সফল দলের হয়ে খেলেছেন।এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে ৬৭ ম্যাচে এসেছে ১১৬২ রান।