IPL 2025: হায়দ্রাবাদের মাঠে সানরাইজার্সের ব্যাটিং বিক্রমে মুখ থুবড়ে পড়েছিলো রাজস্থান রয়্যালস। হারতে হয়েছিলো ৪৪ রানের ব্যবধানে। সেই ব্যর্থতা ভুলে আজ সাফল্যের সরণিতে ফেরার চেষ্টায় তারা। জয়পুর নয়, নিজেদের দ্বিতীয় ‘হোমগ্রাউন্ড’ গুয়াহাটিতে নেমেছে রয়্যালস শিবির। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট (KKR) অধিনায়ক অজিঙ্কা রাহানে। উইকেটের জন্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি গতবারের চ্যাম্পিয়নদের। চতুর্থ ওভারে ওপেনার সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আউট করেন বৈভব আরোরা। এরপর ইনিংস গড়ার দায়িত্ব চেপেছিলেন কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগের কাঁধে। স্কোরবোর্ড সচল রাখার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু শেষমেশ মিললো না সাফল্য। বরুণ চক্রবর্তীর স্পিনের সামনে আত্মসমর্পণ করতেই হলো রিয়ানকে (Riyan Parag)। হায়দ্রাবাদের বিপক্ষে আগের দিক করেছিলেন ৪। আজ ১৫ করেই ফিরলেন সাজঘরে।
Read More: IPL 2025: বোলিং মাস্টারক্লাসে মনোযোগী ছাত্র বরুণ চক্রবর্তী, রাজস্থান ম্যাচের আগে ভুল শুধরে নিতে মরিয়া স্পিন তারকা !!
তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। ইনিংসের শুরুটা করেছিলেন বেশ আগ্রাসী ভঙ্গিতে। পঞ্চম ওভারে হর্ষিত রাণা’কে ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। অসমের তরুণের দুর্দান্ত ছক্কায় সেই সময় মাতোয়ারা হয়েছিলো গুয়াহাটির গ্যালারি। পরের ওভারে বৈভব আরোরাকেও রেয়াৎ করেন নি রিয়ান। অফস্টাম্পের বেশ খানিকটা বাইরে পিচ করিয়ে বলকে ভেতরের দিকে আনার প্রয়াস করেছিলেন বৈভব (vaibhab Arora)। তাঁর মতিগতি আগেই টের পেয়েছিলেন রাজস্থানের কার্যনির্বাহী অধিনায়ক। তিনি খানিক সামনে এগিয়ে এসে সটান বোলারের মাথার উপর দিয়ে বলটিকে লফট করে দেন। আরও একবার সাদা কুকাবুরা উড়ে যায় মাঠের বাইরে। নাইট বোলিং আক্রমণের সেরা অস্ত্র বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) বিরুদ্ধেও আগ্রাসী মানসিকতাকে হাতিয়ার করেছিলেন রিয়ান। ব্যাকফুটে গিয়ে ডিপ মিড উইকেটের উপর দিয়ে হাঁকান দুর্দান্ত ছক্কা।
রিয়ানের (Riyan Parag) ব্যাটিং-এ আশা জেগেছিলো অনুরাগীদের মনে। কিন্তু তা পূরণে ব্যর্থ হলেন অসমের তরুণ। অতি আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনলেন তিনি। অষ্টম ওভারের পঞ্চম ডেলিভারিতেও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। ব্যাটের একদম নীচের দিকে লেগে আকাশে উঠে যায় বল। ক্যাচ দস্তানাবন্দী করতে কোনো রকম ভুলচুক করেন নি নাইট রাইডার্স উইকেটরক্ষক ক্যুইন্টন ডি কক। তিনটি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৫ রান করেই থামতে হয় রিয়ান পরাগকে (Riyan Parag)। ৬৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় রাজস্থান রয়্যালস। রিয়ান ফেরার পরেই ভাঙন ধরে রাজস্থানের ব্যাটিং লাইন-আপে। নবম ওভারে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা, নীতিশ রাণারাও ফিরেছেন সাজঘরে। প্রতিবেদন লেখার সময় স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৮৪।
দেখুন রিয়ানের উইকেটটি-
Like if you loved the wicket of this arrogant guy Riyan Parag ✅pic.twitter.com/PsMzGUqA9a
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) March 26, 2025