ipl-2025-vaibhav-emotional-after-getting-out

IPL 2025: বয়স মোটে চোদ্দ। এর মধ্যেই বাইশ গজের দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন বিহারের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মেগা নিলামে তাঁকে যখন ১ কোটি ১০ লক্ষ টাকা খরচ করে দলে নিয়েছিলো রাজস্থান রয়্যালস, তখন থেকেই শুরু হয়েছিলো অপেক্ষা। ক্রিকেটের ‘বিগ বয়’দের বিরুদ্ধে সদ্য গোঁফ গজানো কিশোর আদৌ হালে পানি পান কিনা তা দেখতে কৌতূহল ছিলো অনেকেরই। আজ সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে গোলাপি জার্সি গায়ে বৈভব প্রমাণ দিলেন নিজের প্রতিভার। চোট পেয়ে সঞ্জু স্যামসন ছিটকে যাওয়ার পর তাঁর বদলি হিসেবে চোদ্দ বছরের কিশোরকে খেলানোর সাহসিকতা দেখিয়েছিলেন রাহুল দ্রাবিড়। কোচের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন বাম হাতি ওপেনার। আইপিএল (IPL) কেরিয়ারের প্রথম বলটিকেই উড়িয়ে দিলেন মাঠের বাইরে।

Read More: IPL 2025: “বিশ্বাসই হচ্ছে না…” আবেশের অবিশ্বাস্য ওভারে বাজিমাত লক্ষ্ণৌ’র, জেতা ম্যাচ হেরে তোপের মুখে রাজস্থান !!

বেশ কিছুক্ষণ ধরে চলে বৈভবের (Vaibhav Suryavanshi) তাণ্ডব। চার-ছক্কা’র রংমশাল দেখা গেলো তাঁর ব্যাটে। শার্দুল ঠাকুর, আবেশ খানদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলারদেরও অনায়াসে সামলালেন তিনি। ‘হয়ত একটা দুর্দান্ত কেরিয়ারের সূচনালগ্নের সাক্ষী থাকলাম,’ ধারাভাষ্যের মাইক হাতে বলতে শোনা গেলো শেন ওয়াটসন’কে। বৈভবের বিক্রমে মোহিত সোশ্যাল মিডিয়াও। ‘চোদ্দ বছর বয়সে আপনারা কি করছিলেন?’ নেটিজেনদের কাছেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক ক্রিকেটপ্রেমী। ‘এত কম বয়সে এই পরিণতিবোধ অভাবনীয়,’ লিখেছেন আরও একজন। ২০ বলে ৩৪ করে মার্করামের বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন বৈভব। ‘আগামী ম্যাচগুলোতে ওর ব্যাটিং-এর দিকে তাকিয়ে থাকব,’ আগামীর জন্য ‘বিস্ময় প্রতিভা’কে শুভেচ্ছা জানিয়েছেন এক রাজস্থান সমর্থক।

আউট হয়ে ফেরার সময় আবেগ ধরে রাখতে পারেন নি বিহারের কিশোর। গ্লাভস পরা হাত দিয়ে চোখ ঢাকতে দেখা যায় তাঁকে। রান করার খিদে ঠিক কতটা তা স্পষ্ট তাঁর প্রতিক্রিয়ার মধ্যে। বৈভবের (Vaibhav Suryavanshi) পাশাপাশি আজ রান পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ’ও। যথাক্রমে ৭৪ ও ৩৯ করেন তাঁরা। তবে বাকিদের মধ্যে সেই সদিচ্ছা চোখে পড়লো না আজ। শেষ ওভারে প্রয়োজন ছিলো ৯ রান। ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল ও শিমরণ হেটমায়ার। বিগ হিটার বলে সুনাম রয়ছে দুজনেরই। এমন পরিস্থিতিতে তাই রাজস্থানের জয়ের পক্ষেই বাজি ধরছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু লক্ষ্ণৌর জার্সিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাজস্থানেরই প্রাক্তনী আবেশ খান। অবিশ্বাস্য বোলিং করে ৬-এর বেশী নিতে দেন নি রাজস্থানকে। আউটও করেন হেটমায়ারকে। শেষমেশ ঘরের মাঠে হারতে হয় ২ রানের ব্যবধানে।

বৈভবের চোখে জল, দেখুন ছবি-

Also Read: IPL 2025: বিস্ফোরক বাটলারে বাজিমাত গুজরাতের, মরসুমের দ্বিতীয় হারের সম্মুখীন দিল্লী ক্যাপিটালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *