ipl-2025-vaibhav-arora-got-injured

IPL 2025: চলতি আইপিএলে (IPL) বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। লীগ পর্বের অর্ধেক পথ পেরিয়ে এসেছে তারা। সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটিতে। হারতে হয়েছে ৪ বার। অজিঙ্কা রাহানেদের ঝুলিতে পয়েন্ট সংখ্যা মাত্র ৬। প্লে-অফের বৃত্ত থেকে এখনও বেশ অনেকটাই দূরে নাইটরা। অষ্টাদশতম মরসুমে আতসকাঁচের নীচে ঘরের মাঠে কলকাতার (KKR) ফর্ম। ইডেনে এখনও অবধি তিনটি ম্যাচ খেলেছে বেগুনি-সোনালী শিবির। এর মধ্যে হেরেছে দু’টি। একমাত্র জয় এসেছে পয়েন্ট তালিকায় নয় নম্বরে থাকা সানরাইজার্সের বিরুদ্ধে। আগামীকাল কলকাতার হোম ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। চমৎকার ছন্দে রয়েছেন শুভমান গিল, সাই সুদর্শনর। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছেন লীগ শীর্ষে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কলকাতার চাপ বাড়িয়েছে বৈভব আরোরার (Vaibhav Arora) চোট।

Read More: “ক্ষমতা থাকলে হারিয়ে দেখা…” ঘরের বাইরে আবার জয় ব্যাঙ্গালুরুর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

অনুশীলনে চোট পেলেন বৈভব আরোরা-

Vaibhav Arora | IPL | Image: Getty Images
Vaibhav Arora | IPL | Image: Getty Images

এবারের আইপিএলে (IPL) এখনও অবধি ৬ ম্যাচ খেলে ৮ উইকেট পেয়েছেন ডান হাতি ফাস্ট বোলার বৈভব আরোরা (Vaibhav Arora) । সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৯ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছিলেন তিনি। আগামীকালের গুজরাত (GT) ম্যাচে্র জন্যও বৈভবকে (Vaibhav Arora) ধরেই পরিকল্পনা সাজাচ্ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। কিন্তু আচমকাই তাঁকে নিয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তার কালো মেঘ। গতকাল ইডেনে অনুশীলন চলাকালীন একটি জোরালো শট মেরেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত লাগে বৈভবের (Vaibhav Arora) । হাত চেপে ধরে মাঠ ছেড়েছিলেন তিনি। বৈভবের চোট ঠিক কতটা গুরুতর তা নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য সামনে আনে নি নাইট রাইডার্স শিবির। ফলে দুশ্চিন্তা বাড়ছে সমর্থকদের।

সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামীকাল ঘাস থাকবে ইডেনের বাইশ গজে। সম্ভবত তিন জন পেসার নিয়ে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মরসুমের প্রথম কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও হতাশ করেছেন অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন। গুজরাতের বিরুদ্ধে তাঁর খেলার আশা ক্ষীণ। বদলে দক্ষিণ আফ্রিকার অনরিখ নর্খিয়ার উপরে ভরসা রাখতে পারে বেগুনি-সোনালী বাহিনী। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও খেলেছিলেন তিনি। এছাড়া নতুন বল হাতে দেখা যাবে হর্ষিত রাণা’কে (Harshit Rana)। যদি বৈভব একান্তই না খেলতে পারেন তাহলে তৃতীয় পেসার হিসেবে মাঠে নামতে পারেন অনুকূল রয় বা চেতন সাকারিয়া। রদবদল দেখা যেতে পারে নাইটদের ব্যাটিং লাইন-আপেও। ক্যুইন্টন ডি ককের বদলে ওপেনিং-এ সুনীল নারাইনের সঙ্গী হতে পারেন রহমানুল্লাহ গুরবাজ।

হতাশ করেছেন আন্দ্রে রাসেল-

Andre Russell | IPL | Image: Getty Images
Andre Russell | IPL | Image: Getty Images

২০২৪ সালে কলকাতার আইপিএল (IPL) জয়ের অন্যতম কারিগর আন্দ্রে রাসেল। ব্যাট হাতে ২২২ রান করার পাশাপাশি ১৯টি উইকেটও নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। ১২ কোটি টাকা দিয়ে তাঁকে ২০২৫ মরসুমের জন্য ‘রিটেন’ করেছে ফ্র্যাঞ্চাইজি। শাহরুখ খান, ভেঙ্কি মাইশোররা যে আস্থা তাঁর প্রতি দেখিয়েছেন তার দাম যদিও এখনও দিতে পারেন নি রাসেল (Andre Russell)। ব্যাট হাতে ৫ ইনিংসে এখনও অবধি তাঁর সংগ্রহ মাত্র ৩৪ রান। সর্বোচ্চ ১৭। স্ট্রাইক রেট নেমে দাঁড়িয়েছে ১০৯-এর আশেপাশে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ম্যাচ ‘ফিনিশ’ করতে পারেন নি তিনি। অন্যান্য একটি ম্যাচেও পেরোন নি দশের গণ্ডীও। বল হাতে ৭ ম্যাচে এখনও পর্যন্ত নিয়েছেন মাত্র ৫ উইকেট। ইকোনমি রেট ১৩.৫৩। অফ ফর্মে থাকা রাসেলকে বসিয়ে সুযোগ দেওয়া হোক রোভম্যান পাওয়েল’কে, উঠতে শুরু করেছে দাবী।

Also Read: IPL 2025: অপমানের জবাব দিলো বেঙ্গালুরু, বিরাট-দেবদত্তদের তোপের মুখে ধরাশায়ী পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *