IPL 2025: সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে গতকাল ২৫ বল বাকি থাকতেই গুজরাত টাইটান্সকে হারালো রাজস্থান রয়্যালস। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালের মত তারকারা রান পেলেন ঠিকই, কিন্তু লাইমলাইট পুরোটাই কেড়ে নিয়ে গেলেন ১৪ বছর বয়সী এক কিশোর। পিঙ্ক সিটির বাইশ গজে নতুন করে ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুধু আইপিএল (IPL) নয়, বরং টি-২০ ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতরান করলেন তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে দ্বিতীয় দ্রুততম ‘সেঞ্চুরি’র মালিক এখন বৈভব। ভারতীয়দের মধ্যে দ্রুততম তিনিই। ইউসুফ পাঠানের রেকর্ড ভাঙলেন বাম হাতি ওপেনার। ঈশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, রশিদ খানদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে যেভাবে ৩৮ বলে ১০১ তুললেন বৈভব তাতে রীতিমত চমকে গিয়েছেন বিশেষজ্ঞরা। দেশ ছাড়িয়ে বিদেশেও আলোচনার কেন্দ্রে এখন বৈভব’ই।
Read More: “সব অকর্ম, অদক্ষ সেনা..”, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতকে অপমান করলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি !!
বৈভবের বয়স নিয়েও উঠছে প্রশ্ন-

২০২৪-এ মাত্র ১২ বছর বয়সে যখন বিহারের হয়ে রঞ্জিতে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), তখন থেকেই তাঁর বয়স নিয়ে উঠতে শুরু করেছিলো প্রশ্ন। ভারতের হয়ে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ খেলার সময়েও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলো তাঁর বয়স। প্রশ্নের সংখ্যা বেড়েছে আইপিএলে (IPL) তাঁর সাফল্যের পর। তাঁর পরিণতিবোধ, শট চয়ন, নির্ভীক মানসিকতা দেখে তাঁকে বছর ১৪’র কিশোর হিসেবে মানতে সমস্যা হচ্ছে অনেকেরই। এত অল্প বয়সে কি ভাবে কেউ ৮০ বা ৯০ মিটার ছক্কা হাঁকাতে পারে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। একটি ভিডিও ক্লিপ’ও বেশ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেখানে বৈভবকে বলতে শোনা যাচ্ছে যে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম তাঁর। কিন্তু এই মুহূর্তে খাতায়-কলমে তাঁর জন্মতারিখ ২৭ মার্চ, ২০১১। প্রায় দেড় বছরের এই হেরফের কি করে হলো তা নিয়ে দ্বিধায় অনেকে।
পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সোশ্যাল মিডিয়ায় রীতিমত আক্রমণ শানিয়েছেন বৈভবের (Vaibhav Suryavanshi) দিকে। একটি পোস্টে লিখেছেন, “ঠিক কোন দিক থেকে একে দেখে ১৪ বছর বয়সী বলে মনে হচ্ছে? দেখে তো মনে হয় ১৮-১৯ বছর বয়স।” ২০১৭ সালে বাবার কোলে চেপে ইডেনে আইপিএল (IPL) দেখছেন বৈভব, গতকালের শতরানের পর ভাইরাল হয়েছেীকটি ছবি। সেটি রিট্যুইট করে ফরিদ ক্যাপশনে জুড়েছেন, “২০১৭ সালে কারও বয়স যদি ১০-১১ হয় তাহলে ২০২৫-এ সে ১৪ বছরের কি করে হতে পারে?” যদিও ঐ পোস্টে পড়শি দেশের ঈর্ষার’ই গন্ধ পেয়েছে ভারতীয় নেটিজেনরা। বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলার ক্ষেত্রে গোটা বিশ্বে ‘কুখ্যাত’ পাক তারকারা। সেই কথাই ফরিদকে (Farid Khan) মনে করিয়ে দিয়েছেন তাঁরা। শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে হালের নাসিম শাহদের কথা উঠে এসেছে তাঁদের পালটা আক্রমণে।
দেখুন ফরিদের পোস্ট-
If Vaibhav Suryavanshi was 10-11 years old in 2017, how is he 14 years old in 2025? Can anyone explain this? 🇮🇳🤯🤯 #TATAIPL pic.twitter.com/Q9TjASlNXe
— Farid Khan (@_FaridKhan) April 29, 2025
বয়স নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বৈভবের বাবা-

এমার্জিং এশিয়া কাপের সময় যখন ভারতীয় কিশোরের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার জুনেইদ খান, তখনই তাঁকে প্রমাণ-সহ সাফ জবাব দিয়েছিলেন বৈভবের (Vaibhav Suryavanshi) বাবা সঞ্জীব সূর্যবংশী। বিসিসিআই অনুমোদিত অস্থিমজ্জা পরীক্ষার রিপোর্ট সামনে এনেছিলেন তিনি। সাধারণত ক্রীড়াবিদদের বয়স নিশ্চিত করতে এই পরীক্ষা করানো হয়ে থাকে। মাত্র আট বছর বয়স থেকেই প্রতিনিয়ত যে বয়সের প্রমাণ দিয়ে যেতে হচ্ছে বৈভবকে তাও সমাজমাধ্যমে প্রকাশ করেন তাঁর বাবা। ইডেনের যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেটিতে ১০ বা ১১ নয়, বৈভবের বয়স মাত্র ছয় বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। অধুনাবিলুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসকে সমর্থন করতে সেদিন কলকাতায় হাজির হয়েছিলেন খুদে বৈভব। সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও।