IPL 2025: গত আইপিএল-এর (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) এই মরসুমের যাত্রাপথটা বিশেষ মসৃণ হয় নি। প্রথম ম্যাচেই হারতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এরপরেও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে দুই পয়েন্ট ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে তারা। ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে খেলাটি ভেস্তে যাওয়ায় চিন্তা বেড়েছে নাইট শিবিরে। বর্তমানে ১১ ম্যাচে ১১ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। এখন অবস্থা এমনই যে বাকি থাকা তিনটি ম্যাচের সবক’টি জিতলেও নিশ্চিত নয় বেগুনি-সোনালী বাহিনীর প্লে-অফে পা রাখা। তখনও অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের দিকে। নাইটদের বাকি থাকা তিন ‘মাস্ট উইন’ দ্বৈরথের মধ্যে প্রথমটি আগামীকাল। ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার কথা তাদের। কিন্তু সরকারী নির্দেশের পর সেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে জটিলতা।
Read More: MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !!
ব্ল্যাক-আউটের প্রভাব পড়বে ম্যাচে?

গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরণ উপত্যকায় ২৬ জন ভারতীয়কে হত্যা করেছিলো পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পালটা আঘাতের পথে হেঁটেছে দেশের কেন্দ্রীয় সরকার। ভারতে বসবাসকারী সকল পাকিস্তানী নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। নয়া দিল্লীর পাকিস্তান দূতাবাসের কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাক দূতাবাসের সেনা উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ’রা। বৈসরণের ঘটনার পর থেকেই উত্তেজনা বেড়েছে ভারত-পাক সীমান্তে। দেখা দিয়েছে যুদ্ধের আবহ। যে কোনো পরিস্থিতির জন্য দেশবাসী যাতে প্রস্তুত থাকেন সেই কারণেই আগামীকাল মক্ ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই মক্ ড্রিলের কারণেই প্রশ্নের মুখে কলকাতা বনাম চেন্নাই (KKR vs CSK) দ্বৈরথ।
আগামীকাল অর্থাৎ ৭ মে দেশের ২৭ রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজিত হবে মক্ ড্রিল। যুদ্ধ লাগলে আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে নিজের ও অন্যান্যদের জীবনরক্ষা করা যেতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হবে সাধারণ মানুষকে। এই মক্ ড্রিলের অংশ হিসেবেই থাকছে এয়ার রেড সাইরেন ও ব্ল্যাক-আউট। গোটা এলাকা অন্ধকার রেখে বিদেশী শত্রুদের বিমান বাহিনীকে কি করে ধোঁকা দেওয়া যেতে পারে তার উপায়ও শেখানো হবে জনগণ’কে। দেশের অন্যান্য বড় শহরের মতই মক্ ড্রিল আয়োজিত হবে কলকাতাতেও। এই মক্ ড্রিলের মাঝে ইডেনে ম্যাচ আয়োজন আদৌ সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। দর্শকে ঠাসা স্টেডিয়ামে দীর্ঘক্ষণ আলো নিভিয়ে রাখলে নিরাপত্তায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাই খালি রাখা হতে পারে মাঠ। সেক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়বে আইপিএল (IPL) ম্যাচ ।
বাড়তে পারে নাইটদের সমস্যা-

মক্ ড্রিল ও ব্ল্যাক আউটের জন্য যদি সত্যিই আগামীকালের কলকাতা বনাম চেন্নাই ম্যাচ যদি স্থগিত করা হয় তাহলে বিকল্প দিনের কথা ভাবতে হবে বিসিসিআই-কে। তবে ঠাসা সূচির মধ্যে কোনো বিকল্প দিন যদি তাঁরা খুঁজে বের করতে না পারেন সেক্ষেত্রে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে খেলাটিকে। পয়েন্ট ভাগাভাগি হবে দুই শিবিরের মধ্যে। দ্বিতীয় সম্ভাবনাটি কপালে চিন্তার ভাঁজ ফেলছে নাইট টিম ম্যানেজমেন্টের। পয়েন্ট তালিকায় দশ নম্বরে থাকা ‘দুর্বল’ চেন্নাইকে হারিয়ে ২ পয়েন্ট পেলে আইপিএলের (IPL) প্লে-অফে যাওয়ার রাস্তা অপেক্ষাকৃত সহজতর হতে পারে নাইটদের জন্য। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ জিতে তারা পৌঁছতে পারে ১৭ পয়েন্টে। কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায় যদি পয়েন্ট ভাগাভাগি হয় সেক্ষেত্রে নাইটরা সর্বোচ্চ ১৬ পয়েন্ট অবধি পৌঁছতে পারবে। তখন নেট রান-রেটের জটিল হিসেবের দিকে চেয়ে থাকতে হবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজিকে।