ipl-2025-umran-malik-can-be-ruled-out
KKR | Image: Getty Images

IPL 2025: আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। প্রথম দিনই মাঠে নামছে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবার অজিঙ্কা রাহানের নেতৃত্বে নতুন উদ্যমে নিজেদের ট্রফি রক্ষার দৌড় শুরু করতে চলেছে তারা। কলকাতায় ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তারকারা। ইডেনে শুরু হয়ে প্রস্তুতি শিবিরও। গত বারের মত এবারও ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী নাইটদের (KKR)। রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা রয়েছেন স্কোয়াডে। টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে পেস বোলিং। গতবারের অন্যতম তারকা পারফর্মার মিচেল স্টার্ক হাতছাড়া হয়েছেন নিলামে। তাঁর পরিবর্ত হিসেবে অনরিখ নর্খিয়াকে নেওয়া হয়েছিলো। সদ্য চোট সারিয়ে এসে তিনি কেমন পারফর্ম করেন তা নিয়ে নিশ্চয়তা নেই। দেশীয় ফাস্ট বোলারদের মধ্যে চোটের তালিকায় রয়েছেন উমরান মালিকও (Umran Malik)।

Read More: IPL 2025: হার্দিকের জন্য কাল হয়ে উঠলেন এই তারকা, মুম্বাইয়ের নেতৃত্বে আসছেন জাতীয় দলের অধিনায়ক !!

চোট পেয়ে অনিশ্চিত উমরান মালিক-

Umran Malik
Umran Malik | Image: Getty Images

২০২২ সালের আইপিএলে (IPL) ঝড় তুলেছিলেন উমরান মালিক (Umran Malik)। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশী গতিতে বোলিং করেছিলেন তিনি। তুলে নিয়েছিলেন ২২টি উইকেট’ও। আগামীতে টিম ইন্ডিয়ার অন্যতম সম্পদ হয়ে উঠবেন তিনি, মনে করেছিলেন ক্রিকেটবোদ্ধারা। কিন্তু সঠিক প্রমাণিত হয় নি তাঁর ভবিষ্যদ্বাণী। পরবর্তী দুই বছরে সানরাইজার্স (SRH) টিম ম্যানেজমেন্টের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ায় ঠিকঠাক সুযোগই পান নি তিনি। জাতীয় দলের হয়েও যে কয়টি ম্যাচ খেলেছেন, সেখানেও বিধ্বংসী ছন্দে দেখা যায় নি জম্মু-কাশ্মীরের পেসারকে। ২০২৫-এর আইপিএলে (IPL) নতুন করে আলোয় ফেরার সুযোগ ছিলো উমরানের সামনে। গত নভেম্বর মাসের মেগা নিলামে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চোটের সৌজন্যে সেই স্বপ্নও এখন ভাঙার মুখে।

জেড্ডার মেগা নিলামে যখন নাইট শিবিরে ডাক পেয়েছিলেন উমরান মালিক (Umran Malik), তখন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ২০০ শতাংশ ফিট তিনি। ইডেনের বাইশ গজে গতিতে আগুন ছোটানোর জন্য তিনি যে তৈরি তাও স্পষ্ট করেছিলেন জম্মু-কাশ্মীরের পেসার। কিন্তু আইপিএলের (IPL) শুরুর ঠিক এক সপ্তাহ আগে অনেকটাই বদলে গিয়েছে ছবিটা। ঘরোয়া ক্রিকেট খেলার সময় পিঠে চোট পেয়েছেন উমরান। আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের কড়া নজরে রয়েছেন তিনি। ইতিমধ্যেই স্ক্যান হয়েছে তাঁর চোটের। কবে সম্পূর্ণ সেরে উঠে বল হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত মিলবে তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসকেরা। যদি উমরানের চোট গুরুতর হয়, সেক্ষেত্রে গোটা মরসুম থেকেই ছিটকে যেতে পারেন তিনি। বাধ্য হয়েই তখন বিকল্পের সন্ধান চালাতে হবে ডোয়েন ব্র্যাভো, চন্দ্রকান্ত পণ্ডিতদের।

বিকল্প হবেন চেতন সাকারিয়া-

Chetan Sakariya | IPL | Image: Getty Images
Chetan Sakariya | Image: Getty Images

গত মরসুমে বেগুনি-সোনালী শিবিরে ছিলেন সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়া। কিন্তু মাঠে নামার সুযোগ পান নি। মেগা নিলামে কোনো দল বিড’ও করে নি তাঁর জন্য। নেট বোলার হিসেবে আপাতত নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি। মরসুম চলাকালীন কোনো বোলিং তারকা আহত হয়ে ছিটকে গেলে সাকারিয়াকে মূল দলের সাথে যুক্ত করা হবে খবর মিলেছে সূত্র মারফত। যদি সত্যিই চোট সারিয়ে মাঠে ফিরতে না পারেন উমরান মালিক (Umran Malik), সেক্ষত্রে সাকারিয়াই হতে পারেন নাইটদের আদর্শ বিকল্প। আইপিএল (IPL), এমনকি আন্তর্জাতিক ক্রিকেট খেলারও অভিজ্ঞতা রয়েছে চেতনের। দেশের হয়ে ১টি ওয়ান ডে’তে দুই উইকেট নিয়েছেন তিনি। দুটি টি-২০’ও খেলেছেন। ২০২১, ২০২২ ও ২০২৩-এর আইপিএলে অংশ নিয়েছেন ডান হারি পেসার। রাজস্থান ও দিল্লীর হয়ে তাঁর ঝুলিতে রয়েছে ১৯ ম্যাচে ২০ উইকেট।

Also Read: IPL 2025: চিন্তায় সানরাইজার্স হায়দরাবাদ, চোট সারিয়ে কি ফিরবেন নীতিশ কুমার রেড্ডি?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *