BREAKING NEWS: যুদ্ধ পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, বন্ধই হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ !! 1

IPL 2025: গতকাল এক বেনজির ঘটনার সাক্ষী থাকলো ধর্মশালা। আঠারো বছরের মধ্যে প্রথমবার নিরাপত্তাজনিত কারণে বন্ধ হলো আইপিএলের (IPL) ম্যাচ। পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস দ্বৈরথের বয়স তখন ঠিক ১০ ওভার ১ বল, হঠাৎই নিভে যায় বাতিস্তম্ভের আলো। প্রথমে যান্ত্রিক ত্রুটি মনে করা হলেও পরে জানা যায় যে পাক ড্রোন হামলার ঝুঁকি এড়াতেই ব্ল্যাক-আউট করা হয়েছে স্টেডিয়াম। দ্রুত দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদেরও। এই ঘটনার পর আইপিএলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো। পরবর্তী পদক্ষেপ স্থির করতে গভর্ণিং কাউন্সিলের বৈঠক ডেকেছিলো বিসিসিআই। সূত্র মারফত জানা যাচ্ছে যে আইপিএল (IPL) আপাতত স্থগিত রাখার পথেই হাঁটছে বোর্ড।

Read More: IPL 2025: বাতাসে বারুদের গন্ধ, যুদ্ধ পরিস্থিতিতে ভারত ছেড়ে দেশে ফেরার চেষ্টায় বিদেশী তারকারা !!

স্থগিত IPL, নিরাপত্তাকে অগ্রাধিকার বোর্ডের-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

গতকালের ঘটনার পর বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া (Devajit Saikia) একটি বিবৃতিতে জানিয়েছিলেন, “সবদিক মাথায় রেখেই ধর্মশালার ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন ভালো নয়। সেই কারণেই ম্যাচ বাতিল হয়েছে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, দর্শকদের নিরাপত্তার ব্যাপারটা সবার আগে। দেশের স্বার্থ মাথায় রেখে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” শুক্রবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ইতিমধ্যে ‘নবাবের শহর’-এ পৌঁছেও গিয়েছিলেন বিরাট কোহলিরা। ম্যাচটি আদৌ হবে কিনা সেই প্রশ্নের জবাবে গতকাল আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal) জানান, “আপাতত ম্যাচ হচ্ছে। তবে পরিস্থিতি পাল্টাতে পারে। সবদিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আইপিএলের (IPL) ভবিষ্যৎ নির্ধারণের ভার গভর্ণিং কাউন্সিলের হাতেই ছেড়ে দিয়েছিলো বিসিসিআই। গতকালই জরুরী বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। বোর্ডের তরফে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নি। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে আপাতত আইপিএল (IPL) স্থগিত করার সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন তাঁরা। অগ্রাধিকার দিয়েছেন নিরাপত্তার বিষয়টিকে। প্রখ্যাত সাংবাদিক বিক্রান্ত গুপ্তাও ট্যুইট করে জানিয়েছেন আইপিএল স্থগিত হওয়ার খবরটি। ২০২০ সালে কোভিড অতিমারির কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিলো ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগ। নভেম্বরে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। এবার কোন খাতে বইবে জল তা জানতেই এখন মুখিয়ে সকলে।

দেখুন বিক্রান্তের ট্যুইটটি-

সংযুক্ত আরব আমিরশাহীতে PSL-

PSL Shifted to UAE | Image: Twitter
PSL Shifted to UAE | Image: Twitter

আইপিএলের সাথে সমান্তরালে এই বছর চলছে পিএসএল-ও (PSL)। গতকাল ভারতের ড্রোন হামলায় রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ায় পেশওয়ার জালমি বনাম করাচী কিংস ম্যাচ স্থগিত হয়ে যায়। রাওয়ালপিণ্ডি থেকে প্রথমে করাচীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো টুর্নামেন্ট। পরে পিএসএলের বাকিম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। ভারত-পাক সংঘর্ষের কারণে উদ্বিগ্ন টুর্নামেন্টের বিদেশী ক্রিকেটাররা। পিএসএল খেলছেন বাংলাদেশের নাহিদ রাণা ও রিশাদ হোসেন। তাঁদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। ইংল্যান্ডের প্রচারমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দেশে ফেরার ব্যাপারে ক্রিকেটারদের সাথে আলোচনা শুরু করেছে ইসিবি’ও।

Also Read: IPL 2025: বন্ধ বিমানবন্দর, ধর্মশালা ছাড়তে শ্রেয়স-রাহুলদের জন্য বিশেষ আয়োজন BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *