IPL 2025: রাহানে নয় এই তিন ক্রিকেটার কেকেআরের অধিনায়ক হওয়ার বেশি যোগ্য ছিল !! 1

IPL 2025: আইপিএলের উদ্বোধনী মরসুম থেকেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) জনপ্রিয়তা অন্যান্য দলকে পিছনে ফেলেছে। কেকেআরে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো তারকা ক্রিকেটার না থাকলেও হাজার হাজার সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন করতে দেখা যায়। ২০২৫ আইপিএলেও নতুন করে সেজে উঠছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। তবে বর্তমানে একাধিক নাইটদের তারকা চোটের মধ্যে রয়েছেন। দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নোখিয়া (Anrich Nortje) পিঠে চোট পেয়ে বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দলের বাইরে আছেন। তারকা ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারও (Venkatesh Iyer) রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন সম্প্রতি গোড়ালিতে চোট পেয়েছেন। এই তালিকায় রিঙ্কু সিংয়েরও (Rinku Singh) নাম রেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পিঠের চোটের কারণে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বাদ পড়েছিলেন তিনি। এর মধ্যেই দলের সফলতাকে ধরে রাখার জন্য নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নাম প্রকাশ করলো কলকাতা (KKR)। কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন দলে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), সুনীল নারিন (Sunil Narine), মনীশ পান্ডে (Manish Pandey), ম‌ঈন আলীর (Moeen Ali) মতো একাধিক তারকা ক্রিকেটার আছেন যারা অধিনায়কের দায়িত্ব সামলাতে পারতেন।

এমন তিনজন ক্রিকেটার যারা কেকেআরের অধিনায়ক হতে পারতেন-

১) ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)

IPL 2025: রাহানে নয় এই তিন ক্রিকেটার কেকেআরের অধিনায়ক হওয়ার বেশি যোগ্য ছিল !! 2
Venkatesh Iyer| Image: Getty images

২০২১ সাল থেকে ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে অংশগ্রহণ করে আসছেন। তিনি নাইটদের হয়ে এখনও পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। গত বছর প্লে অফে এবং ফাইনালে তার ব্যাট থেকে দুরন্ত দুটি অর্ধশতরান এসেছিল। দলকে সফলতা এনে দিতে সাহায্য করেছিল এই রান। এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান আইপিএলে ৫১ ম্যাচে ১৩২৬ রান সংগ্রহ করে নিজেকে প্রমাণ করেছেন। ফলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঞ্জাব কিংসে (PBKS) যাওয়ার পর এই বছর আইপিএলে ভেঙ্কটেশ (Venkatesh Iyer) কলকাতার অধিনায়ক হবেন বলে মনে করা হচ্ছিল। তিনিও এই গুরুত্বপূর্ণ পদ সামলানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।

২) সুনীল নারিন (Sunil Narine)

IPL 2025: রাহানে নয় এই তিন ক্রিকেটার কেকেআরের অধিনায়ক হওয়ার বেশি যোগ্য ছিল !! 3
Sunil Narine | Image: Getty images

কেকেআরের অন্যতম তারকা ক্রিকেটার হলেন নারিন। বোলিংয়ের সঙ্গে সঙ্গে তিনি ব্যাট হাতেও দলকে সাহায্য করে থাকেন। ২০১২, ২০১৪ এবং গত বছর মিলিয়ে নাইটরা ৩ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতার তিনটি চ্যাম্পিয়ন দলেই সুনীল নারিনের উজ্জ্বল উপস্থিতি ছিল। তিনি দীর্ঘদিনের সঙ্গী হওয়ায় দলকে খুবই ভালোভাবে চেনেন। এখনও পর্যন্ত এই তারকা ক্যারিবিয়ান আইপিএলে ১৭৭ ম্যাচে ১৮০ টি উইকেট শিকার করার সঙ্গে সঙ্গে ১৫৩৪ রান সংগ্রহ করেছেন। এমনকি তিনি বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে লস এঞ্জেলেসে নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। আবুধাবি নাইট রাইডার্সের হয়েও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ফলে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) বদলে সুনীল নারিন (Sunil Narine) কেকেআরের অধিনায়ক হলে অবাক হওয়ার কিছু ছিল না।

৩) রিঙ্কু সিং (Rinku Singh)

IPL 2025: রাহানে নয় এই তিন ক্রিকেটার কেকেআরের অধিনায়ক হওয়ার বেশি যোগ্য ছিল !! 4
Rinku Singh| Image: Getty images

২০২৩ আইপিএলে রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ব্যাটিং ভক্তদের মন জয় করে নিয়েছিল। তিনি গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে নেমে শেষ ৫ বলে ৫ টি ছয় মেরে দলকে জয় এনে দিয়েছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে (IPL 2025) তার ব্যাট থেকে ৪৮ ম্যাচে ৮৯৩ রান এসেছে। এই বছর আইপিএলেও কেকেআরের (KKR) ব্যাটিং অর্ডারে নিচের দিকে রিঙ্কু (Rinku Singh) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে তিনি আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) বদলে কলকাতার অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারতেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই নাইট তারকা বর্তমানে নিয়মিতভাবে দেশের হয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পাচ্ছেন। এছাড়াও তিনি সাম্প্রতিক সময় ইউপি টি-টোয়েন্টি লিগে (UP T20) মিরাট ম্যাভেরিক্সের হয়ে নেতৃত্ব দিয়েছেন এবং বিজয় হাজারে ট্রফিতেও তাকে উত্তর প্রদেশের হয়ে নেতৃত্ব দিতে দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *