ipl-2025-ten-franchise-full-squad-list

IPL 2025: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত টুর্নামেন্টের দশ ফ্র্যাঞ্চাইজিই। শুরু হয়ে গিয়েছে অনুশীলন শিবির। ঘরোয়া ক্রিকেটের তারকারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন সেখানে। ধীরে ধীরে আসতে শুরু করেছেন বিদেশীরা। টুর্নামেন্ট শুরুর আগে কর্মকর্তাদের চিন্তা নিঃসন্দেহে বাড়িয়েছে তারকা খেলোয়াড়দের চোট-আঘাত। বোলিং বিভাগের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহকে পিঠের চোটের কারণে আইপিএলের শুরুতে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করার জন্য আইপিএল (IPL) থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক’ও। তাঁর সিদ্ধান্ত চাপে ফেলেছে দিল্লীকে। উমরান মালিক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মত একঝাঁক তারকা কবে মাঠে নামতে পারবেন তা এখনও অনিশ্চয়তার গহ্বরে। দেখে নিন দশ  দলের সম্পূর্ণ স্কোয়াড। রইলো চোট-আঘাতের তালিকাও।

Read More: স্টেডিয়ামে প্রকাশ্যে বান্ধবীকে চুম্বন চাহালের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

 চেন্নাই সুপার কিংস-

ঋতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিশা পথিরানা ✈, নূর আহমেদ ✈, রবিচন্দ্রণ অশ্বিন, ডেভন কনওয়ে ✈, সৈয়দ খলিল আহমেদ, রচিন রবীন্দ্র ✈, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, স্যাম কারান ✈, শাইক রশিদ, অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুডা, গুরজানপ্রীত সিং, নাথান এলিস ✈, জেমি ওভারটন ✈, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়স গোপাল, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ।

চোট-আঘাত- নেই।

দিল্লী ক্যাপিটালস-

কে এল রাহুল, জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, টি নটরাজন, মিচেল স্টার্ক ✈, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ দু প্লেসি ✈, মুকেশ কুমার, দর্শন নলকাণ্ডে, বিপ্রজ নিগম, দুষ্মন্ত চামিরা ✈, ডোনোভান ফেরেইরা ✈, অজয় মণ্ডল, মনবন্ত কুমার, ত্রিপুরাণা বিজয়, মাধব তিওয়ারি।

সরে দাঁড়িয়েছেন- ব্যক্তিগত কারণে আইপিএল (IPL) থেকে নাম প্রত্যাহার করেছেন হ্যারি ব্রুক। এখনও বিকল্পের নাম ঘোষণা করে নি ফ্র্যাঞ্চাইজি।

গুজরাত টাইটান্স-

শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার ✈, বি.সাই সুদর্শন, শাহরুখ খান, কাগিসো রাবাডা ✈, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈, নিশান্ত সিন্ধু, মহীপাল লোমরোর, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, মানব সুতার, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, মহম্মদ আর্শাদ খান, গুরণূর সিং ব্রার, শেরফেন রাদারফোর্ড ✈, আর. সাই কিশোর, ঈশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস ✈, করিম জানাত ✈, কুলবন্ত খেজরোলিয়া।

চোট-আঘাত- নেই।

কলকাতা নাইট রাইডার্স-

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যুইন্টন ডি কক ✈, রহমানুল্লাহ গুরবাজ ✈, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল✈, অনরিখ নর্খিয়া ✈, হর্ষিত রাণা, সুনীল নারাইন ✈, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, মায়াঙ্ক মারকণ্ডে, রোভম্যান পাওয়েল ✈, মনীল পাণ্ডে, স্পেন্সার জনসন ✈, লাভনিত সিসোদিয়া, অনুকূল রয়, মঈন আলি ✈, উমরান মালিক।

চোট-আঘাত- উমরান মালিক।

মুম্বই ইন্ডিয়ান্স-

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট ✈, নমন ধির, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, রায়ান রিক্‌লটন ✈, দীপক চাহার, উইল জ্যাকস ✈, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার ✈, রিস টপলি ✈, শ্রীতিশ কৃষ্ণন, রাজ অঙ্গদ বাওয়া, ভেঙ্কট সত্যনারায়ণ রাজু, বেভন জেকবস ✈, অর্জুন তেন্ডুলকর, ভিগনেশ পুত্থুর, সূর্যকুমার যাদব, মুজিব-উর-রহমান ✈, করবিন বশ ✈।

চোট-আঘাত- ছিটকে গিয়েছেন লিজাড উইলিয়ামস ও আল্লাহ গজনফর। তাঁদের পরিবর্তে করবিন বশ ও মুজিব-উর-রহমানকে সই করিয়েছে মুম্বই। প্রথম দুই সপ্তাহ পাওয়া যাবে না জসপ্রীত বুমরাহকেও।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-

ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড মিলার ✈, এইডেন মার্করাম ✈, নিকোলাস পুরান ✈, মিচেল মার্শ ✈, আবেশ খান, মায়াঙ্ক যাদব, মহসীন খান, রবি বিষ্ণোই, আব্দুল সামাদ, আরিয়ান জুয়াল, আকাশ দীপ, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, দিগভেশ সিং, শাহবাজ আহমেদ, আকাশ সিং, শামার জোসেফ ✈, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, আর্শিন কুলকার্ণি, ম্যাথু ব্রিৎজকে ✈।

চোট-আঘাত- আহত অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ। আইপিএলের (IPL) প্রথমার্ধে পাওয়া যাবে না মায়াঙ্ক যাদবকেও। কোনো বিকল্পের ঘোষণা এখনও করে নি লক্ষ্ণৌ।

পাঞ্জাব কিংস-

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মার্কাস স্টয়নিস ✈, গ্লেন ম্যাক্সওয়েল ✈, শশাঙ্ক সিং, প্রভসিমরণ সিং, হরপ্রীত ব্রার, বিজয়কুমার বৈশাখ, যশ ঠাকুর, মার্কো ইয়ানসেন ✈, জশ ইংলিস ✈, লকি ফার্গুসন ✈, আজমাতুল্লাহ ওমরজাই ✈, হরণূর পান্নু, কুলদীপ সেন, প্রিয়াংশ আর্য, অ্যারন হার্ডি ✈, মুশির খান, সূর্যাংশ সেগড়ে, জেভিয়ার বার্টলেট ✈, পিয়ালা অবিনাশ, প্রবীন দুবে, নেহাল ওয়াধেরা।

চোট-আঘাত- লকি ফার্গুসন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

রজত পাটিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জশ হ্যাজেলউড ✈, ফিল সল্ট ✈, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন ✈, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নীল সিং, টিম ডেভিড ✈, রোমারিও শেপার্ড ✈, নুয়ান তুষারা ✈, মনোজ ভাণ্ডাগে, জেকব বেথেল ✈, দেবদত্ত পাডিক্কাল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি ✈, অভিনন্দন সিং, মোহিত রাঠী।

চোট-আঘাত- জেক বেথেল, জশ হ্যাজেলউড রয়েছেন চোটের তালিকায়। কোনো বিকল্পের নাম ঘোষণা করে নি ফ্র্যাঞ্চাইজি।

রাজস্থান রয়্যালস-

সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল, শিমরণ হেটমায়ার ✈, সন্দীপ শর্মা, জোফ্রা আর্চার ✈, ওয়ানিন্দু হাসারাঙ্গা ✈, মাহিশ তীক্ষণা ✈, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয় সিং, নীতিশ রাণা, তুষার দেশপাণ্ডে, শুভম দুবে, যুধবীর সিং চরক, ফজলহক ফারুখি ✈, বৈভব সূর্যবংশী, কোয়েনা মাপাখা ✈, কুণাল রাঠৌর, অশোক শর্মা।

চোট-আঘাত- পায়ে চোট রয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের।

সানরাইজার্স হায়দ্রাবাদ-

প্যাট কামিন্স (অধিনায়ক) ✈, ট্র্যাভিস হেড ✈, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন ✈, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষণ, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা ✈, অথর্ব তাইডে, অভিনব মনোহর, সিমরণজিৎ সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস ✈, অনিকেত ভার্মা, এশান মালিঙ্গা ✈, শচীন বেবি।

চোট-আঘাত- গোড়ালিতে চোট রয়েছে অধিনায়ক প্যাট কামিন্সের।

Also Read: IPL 2025: নিষেধাজ্ঞা মদ, তামাকজাত দ্রব্যে, আইপিএলের আগে বিজ্ঞাপনে বিধিনিষেধ চাপালো কেন্দ্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *