ipl-2025-t-natrajan-not-utilised-by-dc

IPL 2025: ২০১৭ সালে পাঞ্জাব জার্সিতে আইপিএল (IPL) অভিষেক হয়েছিলো থাঙ্গারাসু নটরাজনের (T Natarajan)। ৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির হয়ে। নিয়েছিলেন ২ উইকেট। পরের দুই বছর টি-২০ লীগে একটি ম্যাচও খেলেন নি তিনি। প্রত্যাবর্তন ঘটান ২০২০’তে। তত দিনে দল বদলেছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে ১৬ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন বাম হাতি পেসার। তাঁর নিখুঁত ইয়র্কার নজর কেড়েছিলো ক্রিকেট বিশেষজ্ঞদের। ২০২১-এ বিশেষ সুযোগ পান নি। কিন্তু ২০২২ ও  ২০২৩-এ ‘অরেঞ্জ আর্মি’র হয়ে নিয়েছেন যথাক্রমে ১৮ ও ১০টি উইকেট। ২০২৪-এ সানরাইজার্সের ফাইনাল খেলার অন্যতম কারণ ছিলেন নটরাজন (T Natarajan)। নেন ১৯টি উইকেট। গত বছরের সাফল্যের পরেও অবশ্য তামিলনাড়ুর পেসারকে রিটেন করে নি হায়দ্রাবাদ। নিলামে তিনি যোগ দেন দিল্লী ক্যাপিটালসে (DC)।

Read More: IPL 2025 RCB vs CSK Match Preview: বেঙ্গালুরুর মাঠে ধোনির সন্মান রক্ষার ম্যাচ, শীর্ষে পৌঁছাতে মোরিয়া হয়ে লড়াই চালাবে RCB !!

একটি ম্যাচেও সুযোগ পান নি নটরাজন-

T. Natarajan | IPL | Image: Getty Images
T. Natarajan | Image: Getty Images

অষ্টাদশতম আইপিএলের (IPL) মেগা নিলামে ২ কোটির বেস প্রাইস ছিলো টি.নটরাজনের (T. Natarajan)। কিন্তু ইয়র্কার স্পেশ্যালিস্টের দর উঠেছিলো তার পাঁচ গুণেরও বেশী। নটরাজনকে ফিরে পেতে মরিয়া ছিলো তাঁর পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ঝাঁপিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। কিন্তু সবাইকে পিছনে ফেলে শেষমেশ বাজিমাত করে দিল্লী ক্যাপিটালস (DC)। ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে বাম হাতি ফাস্ট বোলারকে স্কোয়াডে সামিল করেন পার্থ জিন্দল, কিরুণ কুমার গ্রান্ধীরা। গত মরসুমে সানরাইজার্সের হয়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন নটরাজন (T. Natarajan)। এবার দিল্লীর প্রথম একাদশেরও নিয়মিত সদস্য হবেন তিনি, প্রাইস ট্যাগের দিকে তাকিয়ে তেমনটাই ভেবেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু উলটো পথে হেঁটেছে দিল্লী টিম ম্যানেজমেন্ট। চলতি আইপিএলে (IPL) ১০টি ম্যাচ খেলে ফেলেছে ক্যাপিটালস শিবির। একটিতেও সুযোগ পান নি নটরাজন।

দিল্লী একাদশে রয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। সুযোগ পাচ্ছেন মুকেশ কুমার, মোহিত শর্মারাও। নটরাজনের ঠাঁই হয়েছে রিজার্ভ বেঞ্চে। ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির মেন্টর কেভিন পিটারসেনকে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্নও করেছিলেন সাংবাদিকেরা। তিনি জানিয়েছেন, “ইমপ্যাক্ট প্লেয়ার-সহ মোট ১২ জন’কে আমরা খেলাতে পারি। আপনারা যদি আমায় বলতে পারেন যে ওকে ঠিক কোথায় এই মুহূর্তে খেলানো সম্ভব তাহলে আমাদের সুবিধাই হয়।” পিটারসেন টিম কম্বিনেশনের কথা বলতেও তাঁর যুক্তি মানতে রাজী নন ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। “ওকে কেন খেলানো যাবে না? মুকেশ কুমারকে বাদ দিয়ে নটরাজনকে খেলানো হোক। যতদূর মনে পড়ে ওকে ১০ কোটি দিয়ে কেনা হয়েছিলো। ১০ কোটির তারকার জন্য দলে জায়গা খুঁজে বের করতে না পারলে আপনার তারিফ করতেই হবে।” ‘তারিফ’ শব্দটি ব্যাঙ্গার্থে ব্যবহার করেছেন আকাশ।

হোঁচট খেয়েছে দিল্লী ক্যাপিটালস-

Delhi Capitals | IPL | Image: Getty Images
Delhi Capitals | IPL | Image: Getty Images

২০২১-এর পর থেকে আইপিএলের (IPL) প্লে-অফে পা রাখতে পারে নি দিল্লী ক্যাপিটালস। এবার শেষ চারের যোগ্যতা অর্জনই তাই পাখির চোখ তাদের। দলের খোলনলচে বদলে ফেলেছেন কর্মকর্তারা। নতুন কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে হেমাঙ্গ বাদানিকে। নতুন মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পিটারসেন। কে এল রাহুল, দু প্লেসি, স্টার্কের মত তারকাদেরও সই করিয়েছে দিল্লী। মরসুমের শুরুতে দলের পারফর্ম্যান্স আশা জাগিয়েছিলো। পরপর চার ম্যাচ জিতে একটা সময় লীগ তালিকার শীর্ষেও ছিলো ক্যাপিটালস শিবির। কিন্তু এরপরই ঘটেছে ছন্দপতন। শেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা। হেরেছেন চারটিতে। লীগ তালিকায় নেমে যেতে হয়েছে পঞ্চম স্থানে। এই মুহূর্তে ১০ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। বাকি রয়েছে লীগ পর্বের আরও চারটি ম্যাচ। নক-আউট পর্বে যেতে হলে অন্তত দুটি জয় চাই তাদের।

Also Read: IPL 2025: “অতি সন্যাসীতে গাজন নষ্ট..” গুজরাটের বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা মুখে পড়েছে হায়দ্রাবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *