আরসিবির কপালে নেই ট্রফি, হঠাৎ করেই বন্ধ হলো IPL 2025 !! 1

IPL 2025: মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গুছিয়ে এই বছর আইপিএলে মাঠে নেমেছিল ফ্রাঞ্চাইজি দলগুলি। এই বছরও টুর্নামেন্টে বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bangaluru) নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছিল আরসিবি। ব্যাট হতে ছন্দে ছিলেন স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু হঠাৎ করেই আইপিএলের (IPL 2025) বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত সমীকরণ বদলে গেছে। ফলে আরসিবির (RCB) ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: IPL 2025: বাতাসে বারুদের গন্ধ, যুদ্ধ পরিস্থিতিতে ভারত ছেড়ে দেশে ফেরার চেষ্টায় বিদেশী তারকারা !!

স্থগিত আইপিএল-

আরসিবির কপালে নেই ট্রফি, হঠাৎ করেই বন্ধ হলো IPL 2025 !! 2
RCB | Images: Instagram

কাশ্মীরের জঘন্য জঙ্গি হামলার প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র ভারতবর্ষ। সম্প্রতি অতর্কিত আক্রমণে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। এরপর পাক বাহিনী‌ও বদলা নেওয়ার উদ্দেশ্যে ভারতের বর্ডারে হামলা চালানোর চেষ্টা করছে। এইরকম পরিস্থিতিতে গতকাল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ চলাকালীন বন্ধ করে দেওয়ায় হয়। এরপরেই নিরাপত্তার কারণে ২০২৫ আইপিএল মাঝে পথেই স্থগিত করতে বাধ্য হলো বিসিসিআই (BCCI)। একটি বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, “ক্রিকেট জাতীয় আবেগ হলেও দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা এবং দেশের নিরাপত্তা সবার আগে। বিসিসিআই (BCCI) ভারতকে সুরক্ষিত রাখার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য এক সপ্তাহ পরে পরিস্থিতি অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচগুলিকে নিয়ে নতুন ক্রীড়াসূচী তৈরি করা হবে।

কপাল খারাপ আরসিবির-

আরসিবির কপালে নেই ট্রফি, হঠাৎ করেই বন্ধ হলো IPL 2025 !! 3
RCB | Images: Instagram

উদ্বোধনী মরসুম থেকে আরসিবি (RCB) আইপিএলের অন্যতম জনপ্রিয় দল। বিরাট কোহলি (Virat Kohli) এই দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতি বছর মরিয়া লড়াই চালান। কিন্তু একবারও আইপিএলে ট্রফি জয় করতে পারেনি বেঙ্গালুরু। তবে এই বছর নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছিল আরসিবি। নতুন অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar) উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে যাত্রা শুরু করেছিলেন। এরপর গুজরাট টাইটান্স (GT), দিল্লি ক্যাপিটালস (DC) এবং পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে হারলেও ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে তারা ১৬ পয়েন্টের সঙ্গে প্লে অফের দৌড়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। আরসিবির (RCB) নেট রান রেট +০.৪৮২। আর একটি ম্যাচেই জয় তুলে নিতে পারলে শেষ চারের জায়গা পাকা করে নেবে তারা‌। কিন্তু হঠাৎ করেই আইপিএলের বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জয়ের ধারাবাহিকতার মানসিকতা থেকে দূরে চলে যাওয়া টুর্নামেন্টের পরবর্তী সময় আরসিবিকে (RCB) অনেকটাই পিছনে ফেলে দিতে পারে। এছাড়াও নির্দিষ্ট সময় আইপিএল শেষ না হ‌ওয়ার কারণে জাতীয় দলের স্বার্থে অনেক বিদেশি ক্রিকেটার ফিরে যেতে পারেন। এই বিষয়টিও বেঙ্গালুরুকে চিন্তার মধ্যে রাখবে।

Read Also: BREAKING NEWS: যুদ্ধ পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, বন্ধই হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *