IPL 2025: ২০২২ সালে আইপিএলে (IPL) নতুন দুই ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলো বিসিসিআই। পথচলা শুরু করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও গুজরাত টাইটান্স (GT)। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লক্ষ্ণৌ প্রথম দুই মরসুমে প্লে-অফের ছাড়পত্র আদায় করেছিলো। কিন্তু প্রতিবারই এলিমিনেটর ম্যাচে হেরে ছিটকে যেতে হয়েছিলো তাদের। ২০২৪-এর আইপিএলে (IPL) শুরুটা ভালো করলেও শেষ ল্যাপে এসে ছন্দ হারায় তারা। পরপর ম্যাচ হেরে তলিয়ে যায় সপ্তম স্থানে। টানা তিন বছর ট্রফি শূন্য থাকা সুপারজায়ান্টসরা (LSG) ২০২৫ সালে মরিয়া হয়ে মাঠে নামতে চলেছে সাফল্যের লক্ষ্য সামনে রেখে। এখন থেকেই শুরু হয়েছে ‘মেগা অকশন’-এর পরিকল্পনা। বড়সড় রদবদল হবে স্কোয়াডে। সরানো হচ্ছে অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul)।
Read More: IPL 2025: সরতেই হচ্ছে ধোনি’কে, BCCI-এর সিদ্ধান্তের কারণেই দল ছাড়ছেন CSK মহাতারকা !!
রাহুলকে ছেঁটে ফেলতে পারে লক্ষ্ণৌ-
তিন মরসুম অধিনায়ক পদে থাকার পরেও দলকে ট্রফি এনে দিতে পারেন নি কে এল রাহুল (KL Rahul)। বিশেষ করে ২০২৪-এ একের পর এক ম্যাচে যেভাবে বড় ব্যবধানে হেরেছে দল, তাতে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা মোটেই খুশি নন। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে পরাজয়ের পর মাঠেই অধিনায়ককে রীতিমত কড়া কথা শোনাতে গিয়েছে দলমালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। এরপর রাহুল ও ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বলেই খবর। স্কোয়াডের উপর রাহুলের আদৌ কতটা নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়েও উঠতে শুরু করেছেন প্রশ্ন। তাঁর সতীর্থ অমিত মিশ্র প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন যে ২০২৫ মরসুমের জন্য ফ্র্যাঞ্চাইজির উচিৎ ‘উন্নততর’ কোনো অধিনায়কের সন্ধান করা। এমতাবস্থায় রাহুল (KL Rahul) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিচ্ছেদ কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
পুরনো দলে ফিরতে চলেছেন KL রাহুল ?
লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) থেকে রিলিজ নেওয়ার পর আইপিএলের (IPL) মেগা অকশনে নাম লেখাতে পারেন কে এল রাহুল। কর্ণাটকের ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য দড়ি টানাটানিতে অংশ নিতে পারে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ক্রিকেটবোদ্ধাদের ধারণা নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই (RCB) ফিরতে পারেন তিনি। ২০১৬ সালে আরসিবি জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন তিনি। ১৪ ম্যাচে ৪৪.১১ গড়ে করেন ৩৯৭ রান। অবসর নিয়েছেন দীনেশ কার্তিক। উইকেটরক্ষক-ব্যাটার প্রয়োজন রয়েছে তাঁদের। একই সাথে চল্লিশ ছুঁইছুঁই ফাফ দু প্লেসিকেও ধরে রাখতে আর রাজী নয় তারা। নতুন ওপেনার ও অধিনায়কের সন্ধানেও রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজি। সবক’টি শূন্যস্থানই রাহুল সহজে পূরণ করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।
লক্ষ্ণৌর নতুন অধিনায়ক হতে পারেন স্টিভ স্মিথ-
কে এল রাহুলের (KL Rahul) বিদায়ের পর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের অধিনায়কের মসনদে বসতে পারেন স্টিভ স্মিথ। ২০১২ সাল থেকে আইপিএলের (IPL) সাথে যুক্ত রয়েছেন অস্ট্রেলীয় তারকা। পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, দিল্লী ক্যাপিটালস (DC), রাইজিং পুণে সুপারজায়ান্টস (RPSG), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালসের মত দলের হয়ে খেলেছেন তিনি। ১০৩টি ম্যাচে ৩৪.৫১ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২৪৮৫ রান। ২০২১ সালের পর তিন মরসুম আইপিএল (IPL) থেকে অনুপস্থিত ছিলেন তিনি। কিন্তু মনে করা হচ্ছে যে ২০২৫-এর আইপিএলে কামব্যাক করতে পারেন তিনি। টি-২০তে নিজের ফর্ম তিনি সম্প্রতি প্রমাণ করেছেন মেজর লীগ ক্রিকেট (MLC) টুর্নামেন্টে। ফাইনালে ৮৮ রানের ইনিংস করে হয়েছেন ম্যাচের সেরা। মার্কিন মুলুকে স্মিথের পারফর্ম্যান্সের ফলে নিলামে তাঁর জন্য ঝাঁপাতে পারে লক্ষ্ণৌ।