ipl-2025-srk-not-present-at-kkr-games

IPL 2025: গতকাল ইডেনে অসহায় আত্মসমর্পণ কলকাতা নাইট রাইডার্সের (KKR)। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলো না অজিঙ্কা রাহানের দল। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো বেগুনি-সোনালী শিবির। সাই সুদর্শন ও শুভমান গিলের ঝোড়ো ওপেনিং জুটির সৌজন্যে শুরুতেই অনেকটা এগিয়ে গিয়েছিলো গুজরাত। নিজের পুরনো দলের বিরুদ্ধে ৯০ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান। ঝোড়ো ইনিংস বাটলারেরও। শেষমেশ ১৯৮ রানে থাকে টাইটান্স শিবির। জবাবে ব্যাট করতে নেমে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খানদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েন গুরবাজ, ভেঙ্কটেশ আইয়াররা। ৩৯ রানে হারতে হলো তাদের। ঘরের মাঠে ২ পয়েন্ট খুইয়ে আপাতত আইপিএল (IPL) পয়েন্ট তালিকার সপ্তম স্থানে কলকাতা। বিশ বাঁও জলে তাদের প্লে-অফ সম্ভাবনা।

Read More: LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !!

দলের সাথে দূরত্ব বেড়েছে শাহরুখের-

Shah Rukh Khan | IPL | Image: Twitter
Shah Rukh Khan | Image: Twitter

বেশ বেকায়দায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। দিনকয়েক আগে মুল্লানপুরের মাঠে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে পারে নি তারা। যুজবেন্দ্র চাহালের স্পিনের সামনে গুটিয়ে গিয়েছে মাত্র ৯৫ করে। ওয়াংখেড়তে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রিঙ্কু সিং, অজিঙ্কা রাহানেরা হেরেছেন ৮ উইকেটের ব্যবধানে। ঘরের মাঠ ইডেনেও মোটেই সন্তোষজনক নয় পারফর্ম্যান্স। গত বারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার হোমগ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলো কলকাতা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ৭ উইকেটে হেরে মুখ পুড়িয়েছিলো তারা। এছাড়া লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে হাইস্কোরিং ম্যাচে হেরেছে তারা। হতশ্রী পারফর্ম্যান্সের তালিকায় সাম্প্রতিকতম সংযোজন গতকালের গুজরাত ম্যাচ (GT)। কলকাতা শিবির ইডেনের ব্যর্থতার দায় যতই পিচের উপর চাপানোর চেষ্টা করুন, বাস্তবটা যে আলাদা তা বুঝছেন সকলেই।

দলের পারফর্ম্যান্সে স্বাভাবিক কারণেই খুশি নন মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০২৪-এ অনবদ্য ক্রিকেট উপহার দিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল (IPL) জিতে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। এবারও নিঃসন্দেহে সেই সাফল্যের পুনরাবৃত্তিই চেয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে সেই স্বপ্ন সফল হওয়ার বিশেষ সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না। কঠিন সময়ে তাই দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর পন্থাই বেছে নিয়েছেন বলিউড বাদশাহ। গত বছর নাইটদের অধিকাংশ ম্যাচে তিনি হাজির থাকতেই গ্যালারিতে। উৎসাহ যোগাতেন ক্রিকেটারদের। এবারও প্রথম কয়েকটি ম্যাচে দর্শকাসনে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে ততই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। দর্শকাসনে আর চোখে পড়ে নি বলিউড নক্ষত্রকে। লীগ পর্বে আর ছ’টি ম্যাচ বাকি কলকাতার (KKR)। শাহরুখ আদৌ মাঠে আসবেন কিনা সেইদিকে থাকছে নজর।

ব্যর্থতার দায় নিলেন অধিনায়ক রাহানে-

Ajinkya Rahane | IPL | Image: Twitter
Ajinkya Rahane | IPL | Image: Twitter

গত মরসুমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নাইট রাইডার্সকে আইপিএল (IPL) ট্রফি এনে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এবার সেই জুতোয় পা গলিয়েছেন অজিঙ্কা রাহানে। কাজটা যে কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। আট ম্যাচ খেলে দল এখনও অবধি জিতেছে তিনটি ম্যাচ। হারতে হয়েছে পাঁচটিতে। গতকাল গুজরাতের (GT) বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর হতাশা চুঁইয়ে পড়েছে রাহানের গলায়। সাক্ষাৎকারে জানান, “১৯৯ তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা আগ্রাসী হওয়া প্রয়োজন ছিলো। কিন্তু এই বিষয়টাই গোটা টুর্নামেন্টেই বারবার সমস্যায় পড়ছি।” “এই ফর্ম্যাটটা সাহসীদের জন্য। অতীত নিয়ে ভাবলে চলে না। ভুলগুলো থেকে শিক্ষা নিতে হয়। ভালো করলে আরও ভালো করার চেষ্টা করতে হয়। ব্যাটিং ইউনিট হিসেবে আরও সাহসী হতে হত। আপনি যদি ভাবেন আউট হবেন, তাহলে আউট’ই হবেন,” সংযোজন তাঁর।

Also Read: IPL 2025: আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং, ইচ্ছে করেই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, ফাঁদে আটকে গেল এই দুই খেলোয়াড়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *