IPL 2025: শনিবারে দিনের দ্বিতীয় মহারণে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসেই পাঞ্জাব বিপক্ষদের চাপের মুখে ফেলে দেয়। ব্যাট হাতে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বিধ্বংসী হয়ে উঠেছিলেন। তার ৮২ রানে ভর করে দল ২৪৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। তবে দ্বিতীয় ইনিংসে অভিষেক শর্মা ব্যাটিং তান্ডবে সমস্ত সমীকরণ বদলে যায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
১) দুরন্ত শুরু করেন প্রভসিমরান-
আজ প্রথম ইনিংসে পাঞ্জাব কিংসের হয়ে প্রভসিমরান সিংয়ের সঙ্গে ওপেনিং করতে আসেন প্রিয়াংশ আর্য। দুজনে মিলে ২৪ বলে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। প্রিয়াংস ১৩ বলে ৩৬ রানে আউট হয়ে গেলে প্রভসিমরান শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই ওপেনারের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪২ রান। প্রভসিমরান ঈশান মালিঙ্গার করা বলে প্যাট কামিন্সকে ক্যাচ দেওয়ার আগে ৭ টি চার এবং ১ টি ছয় মেরেছিলেন।
২) শ্রেয়সের বিস্ফোরক ইনিংস-

প্রথম ইনিংসে তৃতীয় স্থানে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে শ্রেয়স আইয়ার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই তারকা ব্যাটসম্যান নেহাল ওয়াধেরার সঙ্গে ৪০ বলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। নেহাল ২৭ রানে আউট হয়ে গেলে এক দিকে থেকে ধরে রেখে শ্রেয়স দলকে ভরসা দেন। পাঞ্জাব অধিনায়ক আজ ৩৬ বলে ৮২ রান সংগ্রহ করে দলকে লড়াইয়ে জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তার ব্যাট থেকে আসে ৬ টি চার ও ৬ টি ছয়। হর্ষল প্যাটেলের করা বলে প্যাট কামিন্সকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স।
৩) আজকেও ব্যর্থ ম্যাক্সওয়েল-
এই ম্যাচের আগে পাঞ্জাবের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৪ ম্যাচে মাত্র ৩১ রান সংগ্রহ করেছিলেন। মনে করা হচ্ছিল তিনি হায়দ্রাবাদের ব্যাটিং পিচে জ্বলে উঠতে পারেন। তবে আজ এই অস্ট্রেলিয়ান তারকা মাত্র ৭ বলে ৩ রান করে হর্ষল প্যাটেলের করা বলে উইকেট হারিয়ে আবারও হতাশ করেন।
Read More: SRH vs PBKS: “ভগবান ভরসা এই দলের..” প্রথম ইনিংসে পাঞ্জাব ২৪৫ রান সংগ্রহ করার পর ট্রোলিং হচ্ছে হায়দ্রাবাদ !!
৪) জ্বলে ওঠেন স্টয়নিস-
৭ নম্বরে ব্যাট করতে নেমে মার্কাস স্টয়নিস মাত্র ১১ বলে অপরাজিত ৩৫ রান করে পাঞ্জাব কিংসের স্কোরবোর্ড প্রথম ইনিংসে ২৪৫ রানে পৌঁছে দেন। তিনি শেষ ওভারে মহম্মদ শামির করা বলে পরপর ৪ টি ছয় মেরেছিলেন।
৫) একাই লড়লেন হর্ষল-

আজ প্রথম ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে মহম্মদ শামি, প্যাট কামিন্সের মতো বোলাররা দাঁড়াতে পারছিলেন না। সেই সময় এসে হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪২ রান খরচ করে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং এবং গ্লেন ম্যাক্সওয়েলকে গুরুত্বপূর্ণ সময় আউট না করলে প্রথম ইনিংসের রান ২৫০ ওপর চলে যেতো।
৬) মুগ্ধ করলেন ঈশান মালিঙ্গা-

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে অভিষেক করে ঈশান মালিঙ্গা সকলের নজর কেড়েছেন। তিনি ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ টি উইকেট নিজের দখলে করেছিলেন।
৭) লজ্জার রেকর্ড শামির-
হায়দ্রাবাদের তারকা পেসার মহম্মদ শামি আজ একেবারেই ছন্দে ছিলেন না। তিনি ৪ ওভারে একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে ৭৫ রান খরচ করে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় ব্যয়বহুল বোলার হয়েছেন তিনি। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে জোফ্রা আর্চার হায়দ্রাবাদের বিপক্ষে ৭৬ রান খরচ করে এই ইনিংসের সবচেয়ে ব্যয়বহুল বোলার হিসেবে রেকর্ড গড়েছেন।
৮) হায়দ্রাবাদের বিধ্বংসী ওপেনিং-

আজ দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে এসেছে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দুজনেই ব্যাট হাতে জ্বলে ওঠেন। তারা ৭৫ বলে ১৭১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৬৬ রান। তিনি ম্যাচে ৯ টি চার এবং ৩ টি ছয় মারেন।
৯) অভিষেক শর্মার ঐতিহাসিক ইনিংস-

প্রথম ইনিংসে পাঞ্জাব কিংস ২৪৫ রান সংগ্রহ করার পর অনেকেই মনে করেছিলেন ম্যাচ হায়দ্রাবাদের হাতের বাইরে চলে গেছে। কিন্তু আজ ওপেনিং করতে নেমে একের পর এক রেকর্ড গড়েন অভিষেক শর্মা। তিনি আজ ভারতীয় হিসেবে আইপিএলের এক ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। তার ব্যাট থেকে ৫৫ বলে ১৪১ রান আসে। এই তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান ১০ টি ছয় এবং ১৪ টি চার দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। এর ফলে আইপিএলে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।