IPL 2025: এক রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে পরাস্ত করল লখনৌ সুপার জায়ান্টস। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথমে ব্যাটিং করতে এসে রীতিমতন ব্যাকফুটে চলে এসেছিল হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে শার্দূল ঠাকুরের ওভারে দুই উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স দল।
১৯০ রানে শেষ হয় সানরাইজার্সের ব্যাটিং

ওপেনার অভিষেক শর্মা ছয় বলে ছয় রানে প্যাভিলিয়নে ফেরেন এবং ঈশান কিষান প্রথম বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। শুরুতে দুই উইকেট হারালেও পাওয়ার প্লে তে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান ট্রাভিস হেড (Travis Head)। পাওয়ার প্লের মধ্যেই সানরাইজার্স দল ৬২ রান তুলে ফেলে যেখানে বেশিরভাগ রান এসেছিল হেডের ব্যাট থেকেই। পাওয়ারপ্লের মাঝেই ট্রাভিস হেডের সহজ কাজ ফেলে দিয়েছিলেন নিকোলাস পুরান। তবে, ২৮ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কায় ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছিল ট্রেভিস হেডকে। হায়দ্রাবাদ দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রেড্ডির ব্যাট থেকে ২৮ বলে ৩২ রান এসেছিল, এমনকি, উইকেট রক্ষক হেনরিখ ক্লাসেনকে মারমূখী দেখালেও ১৭ বলে ২৬ রানে ইনিংস খেলে তাকেও উইকেট হারাতে হয়েছে।
Read More: IPL 2025 SRH vs LSG Match Highlights: ঘরের মাঠে ধরাশায়ী হায়দ্রাবাদ, ৫ উইকেটে জিতে মাঠ ছাড়লো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
এছাড়া অনিকেত বর্মা ১৩ বলে ৩৬ ও ক্যাপ্টেন প্যাট কামিন্স চার বলে ১৮ রানের ইনিংস খেলেন। যার দৌলতে সানরাইজার্স প্রথম ইনিংসে ১৯০ রান বানাতে সক্ষম হয়েছিল। অন্যদিকে, লখনৌ দলের হয়ে সব থেকে সফল বোলার হয়েছিলেন শার্দূল ঠাকুর। ৩৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। তাছাড়া, বাঁকি বোলাররা ১টি করে উইকেট সুনিশ্চিত করেন। জবাবে ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram)। চার বলে মাত্র ১ রান বানিয়ে প্যাভিলিয়নে পেলেন তিনি।
৫ উইকেটে জয় ছিনিয়ে নিলো LSG

পাওয়ার প্লের ভিতর আবার জুটি বাধেঁন নিকোলাস পুরান ও মিচেল মার্স। তাদের মধ্যে মাত্র ৪৩ বলে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। নিকোলাস পুরান এবং মিচেল মার্সের আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন দলের হয়ে জয় প্রায় সুনিশ্চিত করে ফেলেছিল। ২৬ বলে ছয়টি চার এবং ছয়টি ছক্কায় ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন নিকোলাস পুরান এবং বিপক্ষ দলের অধিনায়ক প্যাট কামিন্সের বলে নিজের উইকেট হারান। পাশাপাশি ৩১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫২ রানের আগ্রাসী ব্যাটিং করে প্যাভিলিয়নে ফেলেন মিছিল মার্স। তিন উইকেট হারানোর পর জয়ের জন্য মাত্র ৫৩ রানের প্রয়জন ছিল, তবে ২৬ রানের মধ্যে আয়ুশ বাদনী ও ঋষভ পন্থ দুজনকেই আউট হতে হয়েছে। শেষের দিকে আব্দুল সমাদের ৮ বলে ২২ রানের ইনিংস এবং মিলারের ৭ বলে ১৩ রানের ইনিংসে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় লখনৌ দল। সানরাইজার্সের হয়ে ২ উইকেট নেন কামিন্স এবং ১টি করে উইকেট নিয়েছেন মোহম্মদ শামি, এডাম জাম্পা ও হার্সাল প্যাটেল।