টানা চতুর্থ ম্যাচ হেরে দিশেহারা সানরাইজার্স হায়দ্রাবাদ, ২০ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো গুজরাত টাইটান্স !! 1

IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাত টাইটান্স দলের অনবদ্য লড়াইয়ে ৬ উইকেটে জয় সুনিশ্চিত করে নিলো গুজরাত টাইটান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স দলের ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে হায়দ্রাবাদ দলের ব্যাটিং অর্ডার আবার একবার তাসের ঘরের মতন ভেঙে পড়লো। প্রথমে ব্যাটিং করতে এসে হায়দ্রাবাদ দল ১৫২ রান বানাতেই সক্ষম হয়েছিল। যে রান তাড়া করতে এসে ২০ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো গুজরাত টাইটান্স (GT)।

সিরাজের স্পেলে ঝলসে যায় সানরাইজার্স দলের ব্যাটিং

Ipl 2025
Mohammed Siraj | Image: Getty Images

আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কার্যকর হয়েছে গুজরাতের। ওপেনিং স্পেলেই মোহম্মদ সিরাজ সানরাইজার্সের দুই ওপেনার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান। ব্যাট হাতে ট্রেভিস হেড ৫ বলে মাত্র ৮ রান বানিয়ে সিরাজের বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। অভিষেক শর্মাও পাওয়ার প্লের ভিতরে ১৬ বলে ১৮ রান বানিয়ে সিরাজের বলে সাজঘরে ফেরে। পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলা সানরাইজার্স দল প্রথম ছয় ওভারে মাত্র ৪৫ রান বানাতেই সক্ষম হয়েছিল। পাওয়ার প্লে শেষ হতে না হতেই উইকেট হারিয়ে ফেলেন ঈশান কিষান। ১৪ বলে ১৭ রান বানিয়ে তাকেও প্যাভিলিয়নে ফিরতে হয়। এবার প্রসিদ্ধ কৃষ্ণ গুজরাতের হয়ে তৃতীয় উইকেটটি তুলে নেন।

Read More: IPL 2025 MI vs RCB Dream 11 Prediction in Bengali: মুম্বই-বেঙ্গালুরু ম্যাচে ফিরছেন বুমরাহ, ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি দেখুন এক ক্লিকে !!

দলের হয়ে পঞ্চম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়েন নীতিশ রেড্ডি ও হেরিখ ক্লাসেনের জুটি। আগ্রাসী মেজাজ ধারণ করা ক্লাসেনকে ২৭ রানে প্যাভিলিয়নে ফেরান সাই কিশোর। তারপরেই সানরাইজার্সের সর্বোচ্চ রান বানানো নীতিশ রেড্ডিকে ৩১ রানে সাজঘরে ফিরিয়ে দেন সুদর্শনই। মধ্যে ওভার থেকে ধুঁকতে থাকা সানরাইজার্সকে অক্সিজেন যোগায় অনিকেত ভার্মা ও ক্যাপ্টেন প্যাট কামিন্স। অনিকেত ১৮ এবং কামিন্সের ২২ রানে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান বানাতে সক্ষম হয়েছিল। গুজরাতের হয়ে সর্বাধিক ৪উইকেট নেন সিরাজ এবং দুটি করে উইকেট নেন সাই কিশোর ও প্রিসিদ্ধ কৃষ্ণ।

৭ উইকেটে জয় পেল গুজরাত

Ipl 2025
Washington Sundar and Shubman Gill | Image: Getty Images

রান তাড়া করতে এসে, শুরুতেই ৯ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাই সুদর্শন। মোহম্মদ শামির গতির সামনে কোনো জবাব ছিল না সুদর্শনের। এরপর ব্যাটিং করতে আসা জস বাটলারকে সাজঘরে ফেরাতে বড় ভূমিকা পালন করেন ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন জস। আজকের ম্যাচে দলে এন্ট্রি নেন ওয়াসিংটন সুন্দর, বোলিং করার সুযোগ পাননি ওয়াসিংটন। তবে, ব্যাট হাতে গুজরাতের জার্সিতে চারে নামতে দেখা গিয়েছিল ওয়াসিংটন সুন্দরকে। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন শুভমান গিল ৪৩ বলে ৬১ রানের ক্যাপ্টেনস নক খেলেন এবং শেরফেন রাদারফোর্ডের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৫ রান। ১৬.৪ ওভারেই জয় সুনিশ্চিত করে নেয় গুজরাত টাইটান্স।

Read Also: IPL 2025: প্লে-অফ পৌঁছানো অসম্ভব মুম্বইয়ের, মেলে নি এই বিরাট সমস্যার সমাধান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *