IPL 2025: ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ নাইট রাইডার্স (KKR) এখনও অবধি সেরা ছন্দ খুঁজে পায় নি চলতি আইপিএলে (IPL)। মরসুমের প্রথম ম্যাচেই হারতে হয়েছিলো তাদের। ইডেন গার্ডেন্সে বেগুনি-সোনালী বাহিনীর বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে জিতলেও কলকাতা ফের মুখ থুবড়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে। ওয়াংখেড়েতে পরাজয়ের ব্যবধান ছিলো ৮ উইকেট। এরপর সানরাইজার্সের বিরুদ্ধে জয় আশার আলো দেখিয়েছিলো নাইট সমর্থকদের। কিন্তু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন নি অজিঙ্কা রাহানেরা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিপক্ষে গত মঙ্গলবার ফের হারতে হয়েছে তাঁদের। পারফর্ম্যান্সের গ্রাফের এই ওঠানামার পিছনে তারকাদের ব্যর্থতাকেই প্রধান কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞমহল। রাসেল, নারাইনদের পাশাপাশি কাঠগড়ায় স্পেন্সার জনসন’ও।
Read More: IPL 2025: ঋতুরাজের ‘চোটে’ ভাগ্য খুলছে পৃথ্বী শয়ের, CSK’র জার্সিতে মাতাবেন মঞ্চ !!
স্টার্কের বদলি হতে পারেন নি জনসন-

গত বছর কলকাতার আইপিএল (IPL) জয়ের অন্যতম কারণ ছিলো মিচেল স্টার্কের (Mitchell Starc) পারফর্ম্যান্স। টুর্নামেন্টে মোট ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। বিশেষ করে নক-আউট পর্বে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে দেখা গিয়েছিলো তাঁকে। প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল-দুই ম্যাচেই পেয়েছিলেন সেরা ক্রিকেটারের পুরস্কার। বিশাল প্রাইস ট্যাগের কারণে এবার আর তাঁকে ধরে রাখতে পারে নি বেগুনি-সোনালী শিবির। জেড্ডার মেগা নিলামে স্টার্ককে (Mitchell Starc) ফেরানোর চেষ্টা করেছিলেন ভেঙ্কি মাইশোররা। কিন্তু দিল্লী’র বিরুদ্ধে দড়ি-টানাটানিতে শেষমেশ আর এঁটে উঠতে পারে নি নাইট রাইডার্স। বাধ্য হয়েই বিকল্পের সন্ধান করতে হয় তাদের। ‘লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট’ হিসেবে আরেক অস্ট্রেলীয় বাম হাতি পেসার স্পেন্সার জনসন’কে (Spencer Johnson) ২ কোটি ৮০ লক্ষ টাকায় সই করায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
২৯ বর্ষীয় স্পেন্সার জনসনের (Spencer Johnson) কাছ থেকে প্রত্যাশা ছিলো প্রচুর। আইপিএলের শুরু থেকেই তাঁকে নিয়মিত সুযোগও দিয়েছিলেন নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। কিন্তু মিচেল স্টার্কের জুতোয় এখনও পা গলাতে পারেন নি তিনি। উদ্বোধনী ম্যাচে মাত্র ২.২ ওভারে ৩১ রান খরচ করে বসেছিলেন স্পেন্সার। ইকোনমি রেট ছিলো ১৩.২৮। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে ১টি উইকেট পেলেও বিলিয়েছিলেন ৪২ রান। ফের ১০-এর উপরে ছিলো ইকোনমি। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে মাত্র ২ ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন। ১৪ রান খরচ করলেও জোটে নি উইকেট। লাগাতার হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে সানরাইজার্সের বিরুদ্ধে হোম ম্যাচে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। একাদশে ফেরেন লক্ষ্ণৌর বিরুদ্ধে। বিন্দুমাত্র উন্নতি চোখে পড়ে নি বোলিং-এ। ৪৬ রান বিলিয়ে বসেন ৩ ওভারে।
রিজার্ভ বেঞ্চেই রয়েছেন নর্খিয়া-

একা স্টার্ক নয়, গত বছর নাইটদের হয়ে বল হাতে সফল হয়েছিলেন একঝাঁক তারকাকে। বরুণ চক্রবর্তী পেয়েছিলেন ২১ উইকেট। ১৯ উইকেট পেয়েছিলেন হর্ষিত রাণা, ১৭ উইকেট পেয়েছিলেন সুনীল নারাইন। বৈভব আরোরা’র ঝুলিতে জমা পড়েছিলো ১১টি সাফল্য। ২০২৫-এ ঠিক ততটা ধারালো দেখাচ্ছে না কলকাতার বোলিং লাইন-আপ’কে। দিনকয়েক আগেই লক্ষ্ণৌর বিরুদ্ধে ২৩৮ রান হজম করেছে তারা। পরিস্থিতি বদলাতে একাদশে রদবদলের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্পেন্সারের বদলে সুযোগ দেওয়া হোক অনরিখ নর্খিয়াকে (Antich Nortje), উঠছে দাবী। দক্ষিণ আফ্রিকার এক্সপ্রেস পেসারকে ৬ কোটি টাকায় দলে নিয়েছে নাইটরা। কিন্তু এখনও অবধি রিজার্ভ বেঞ্চেই রয়েছেন তিনি। অতীতে দিল্লীর হয়ে আইপিএলে সাফল্য রয়েছে তাঁর। সুযোগ পেলে বেগুনি-সোনালী জার্সিতেও তিনি জ্বলে উঠতে পারেন কিনা, নজর থাকবে সেই দিকে।