ipl-2025-sidhu-and-rayudu-verbal-spat

IPL 2025: চলতি আইপিএলে (IPL) মোটেই ছন্দে নেই চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দৌড় শুরু করেছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু এর পর একটানা হেরেই চলেছে তারা। বেঙ্গালুরু, রাজস্থান ও দিল্লীর বিরুদ্ধে পর্যুদস্ত হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি’রা। গত পরশু পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও সাফল্যের মুখ দেখলেন না তাঁরা। প্রথম ব্যাটিং করে ২১৯ রান স্কোরবোর্ডে তোলে পাঞ্জাব (PBKS)। ২২০ তাড়া করতে নেমে চেন্নাই থামে ২০১ রানে। টানা চারটি পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় ‘সুপার কিংস’রা নেমে গিয়েছে নবম স্থানে। ঘরের মাঠে পাঞ্জাব সহজ জয় পেলেও বিতর্কশূন্য হলো না ম্যাচ। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন দুই ধারাভাষ্যকার আম্বাতি রায়ুডু ও নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)।

Read More: IPL 2025: দল জিতলেও এই বিদেশী তারকা হয়ে উঠেছে দিল্লীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ !!

রায়ুডু’কে ‘গিরগিটি’ বললেন সিধু-

Navjot Singh Sidhu and Ambati Rayudu | Image: Twitter
Navjot Singh Sidhu and Ambati Rayudu | Image: Twitter

আইপিএল (IPL) সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যের প্যানেলে রয়েছেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ও আম্বাতি রায়ুডু (Ambati Rayudu)। মঙ্গলবার পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচ চলাকালীন কথার লড়াইতে জড়িয়ে পড়তে দেখা গেলো তাঁদের দু’জনকে। রায়ুডু’র ধারাভাষ্য পক্ষপাতদুষ্ট, এই অভিযোগ উঠেছে আগেও। মুল্লানপুরে ম্যাচ চলাকালীনও বারবার ‘সুপার কিংস’ শিবিরের সমর্থনেই গলা ফাটাচ্ছিলেন তিনি। হলুদ জার্সিধারীরা বেকায়দায় পড়ার পরেও তাঁকে বলতে শোনা গিয়েছে, “এখান থেকেও ম্যাচ জিততে পারে চেন্নাই।” তাঁর সহ-ধারাভাষ্যকার নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) পাঞ্জাব কিংসের ফিল্ডিং-এর সমালোচনা করায় আচমকাই রায়ুডু বলে বসেন, “পাজি মনে হয় এখন পাঞ্জাব কে সমর্থন করছিলেন। একটু আগে তো চেন্নাইকে সমর্থন করছিলেন। আপনি দল বদলাচ্ছেন।”

রায়ুডু’র মন্তব্য মোটেই পছন্দ হয় নি সিধু’র (Navjot Singh Sidhu)। অন এয়ার’ই তোপ দাগেন তিনি। বলেন, “এটা মোটেও ঠিক কথা নয়। গিরগিটি যদি সত্যিই কারও আরাধ্য দেবতা হয়ে থাকে তাহলে সেটা তোর।” মাঝেমধ্যেই ক্রিকেটীয় অবস্থান বদল করেন রায়ুডু (Ambati Rayudu), এমনটাই ইঙ্গিত করেছেন সিধু। তাঁর মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই আইপিএলের (IPL) হিন্দি ধারাভাষ্য নিয়ে অভিযোগের পাহাড় জমেছে নেটদুনিয়ায়। ক্রিকেটীয় বিশ্লেষণের বদলে ধারাভাষ্যকারের কেবল ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ব্যক্ত করেন। সাথে থাকে অবিরাম তারকা বন্দনা, আঙুল তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। সিধু-রায়ুডু’র তরজার পর হিন্দি ধারাভাষ্যের প্রতি দর্শকদের ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।

দেখুন ঘটনার ভিডিও-

শাস্তি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল-

Glenn Maxwell | IPL | Image: Getty Images
Glenn Maxwell | IPL | Image: Getty Images

৫৮ রানের ব্যবধানে ম্যাচ জিতলেও অস্বস্তিতে পাঞ্জাব কিংস (PBKS)। আইপিএলের (IPL) শৃঙ্খলাবিধির ধারা ২.২ ভঙ্গের অপরাধে শাস্তি পেয়েছেন তাদের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে , “গ্লেন ম্যাক্সওয়েল স্বীকার করেছেন যে তিনি ধারা ২.২-এর (ম্যাচ চলাকালীন ব্যবহার্য সামগ্রী ও যন্ত্রপাতির অপব্যবহার) অধীনে একটি লেভেল-১ অপরাধ করেছেন। তিনি ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। লেভেল-১ শৃঙ্খলাবিধি ভঙ্গের অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।” ক্রিকেটের সরঞ্জাম, স্টাম্প, মাঠের বিজ্ঞাপনী বিলবোর্ড, সাজঘরের দরজা, আয়না, জানলার ক্ষতিসাধন কোড অফ কন্ডাক্টের ২.২ ধারার অধীনে পড়ে বলে জানানো হয়েছে। ম্যাক্সওয়েলের অপরাধ ঠিক কি তা স্পষ্ট করে বলা না হলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

Also Read: IPL 2025: নিজের ক্যারিশমা না থাকলেও দলকে এনে দিচ্ছেন জয়, ভাগ্যের জোরেই তাক লাগাচ্ছেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *