IPL 2025: আইপিএল (IPL) শুরুর আগেই হিন্দি ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিলো ইরফান পাঠানকে। একাধিক ক্রিকেট তারকাকে অহেতুক আক্রমণ, মতামতের ক্ষেত্রে পক্ষপাতিত্ব সহ একঝাঁক অভিযোগ ছিলো প্রাক্তন অলরাউন্ডারের বিরুদ্ধে। ইরফানকে বাদ দেওয়ার পরেও অবশ্য সমালোচনা এড়াতে পারে নি বিসিসিআই-এর হিন্দি কমেন্ট্রি প্যানেল। একাধিকবার আম্বাতি রায়ুডু, নভজ্যোত সিং সিধুদের (Navjot Singh Sidhu) ধারাভাষ্য নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন ক্রিকেটপ্রেমীরা। অপ্রয়োজনীয় নানান বিষয়, অন্ধ তারকা বন্দনা আদতে ক্রিকেট দেখার অভিজ্ঞতাকেই ধ্বংস করছে, অভিযোগ উঠেছে তাঁদের দিকে। জনপ্রিয় স্পোর্টস ইনফ্লুয়েন্সার দ্রোগবাবা অবধি একটি ভিডিও বার্তায় অভিযোগ করেছিলেন যে পরিবারের সাথে বসে হিন্দি ধারাভাষ্য আর উপভোগ করা যায় না।
Read More: চলতি আইপিএলে এই দুই ফ্রাঞ্চাইজিকে ব্যান করলো বোর্ড, ক্রিকেট মহলে বিতর্কের ঝড় !!
সরানো হলো সিধু’কে ?

ক্রিকেট বিশ্লেষণের চেয়ে শায়েরি ও অপ্রয়োজনীয় মন্তব্য করে অধিকাংশ সময় ব্যয় করেন তিনি, নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) সম্পর্কে এমন অভিযোগ রয়েছে বহুদিনই। বাইশ গজের খেলার সাথে ‘মুফত কি চন্দন ঘিষ মেরে নন্দন,’ অথবা ‘আগার মেরি চাচি কে মুচেঁ হোতি তো উসে ম্যায় চাচা না কেহতা,’র মত বাক্য ঠিক কি কারণে সম্পর্কিত তা নিয়ে প্রশ্ন তুলে সরব আগেও হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ইংরেজিতে টোনি গ্রেগ, রিচি বেনো’দের ধারাভাষ্য একটা সময় মন জয় করেছিলো দর্শকদের। বর্তমানে ইয়ান বিশপ (Ian Bishop), ইয়ান স্মিথরা যেখানে যুক্তি দিয়ে প্রতিটি বল’কে বিচার করেন, কোনো ক্রিকেটারের লাইমলাইটে উঠে আসার গল্প উপস্থাপন করেন টেলিভিশন দর্শকদের জন্য, যেখানে সিধু’র হিন্দি ধারাভাষ্য অত্যন্ত শ্রুতিকটু বলেও তোপ দেগেছিলেন অনেকে।
আইপিএল (IPL) মরসুমের মাঝপথে হঠাৎ’ই উধাও নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। সাম্প্রতিক ম্যাচগুলিতে ধারাভাষ্য দিতে শোনা যাচ্ছে না তাঁকে। গতকাল একটি ইউটিউব চ্যানেল শুরু করার ঘোষণা করেছেন তিনি। কমেন্ট্রি বক্স থেকে ইউটিউবে সরে এসেছেন প্রাক্তন ক্রিকেটার, মনে করেছিলেন অনেকে। সিধু’কে (Navjot Singh Sidhu) ট্যাগ করে তাঁর অনুপস্থিতির কারণ জানতে চেয়েছিলেন নেটিজেনদের একাংশ। উত্তরে তিনি জানিয়েছেন যে বিদায় নয়, বরং ধারাভাষ্য থেকে নিয়েছেন সাময়িক বিরতি। “৫ মে ফের আসনে ফিরবো ভাই” ট্যুইটারে লিখেছেন ্তিনি। সিধু’র প্রত্যাবর্তন ঘিরে আনন্দের চেয়ে বিরক্তি’ই যদিও বেশী প্রকট হয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়ায়। ‘ফের অন্য ভাষায় আইপিএল দেখতে হবে,’ লিখেছেন এক ক্রিকেটপ্রেমী।
দেখুন সিধু’র ট্যুইট-
Will be back in the saddle on the 5th may bro ❤️🙏
— Navjot Singh Sidhu (@sherryontopp) April 27, 2025
জমে উঠেছে প্লে-অফের দৌড়-

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল (IPL)। এর মধ্যে লীগ পর্বের অর্ধেকের বেশী পথ অতিক্রান্ত। রীতিমত জমে উঠেছে প্লে-অফে পা রাখার লড়াই। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ ম্যাচের মধ্যে ৭টি জিতেছে তারা। সংগ্রহে ১৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলেরই ঝুলিতে ১২ পয়েন্ট করে। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। যে কোনো মুহূর্তে প্রথম চারে ঢুকে পড়তে পারে তারাও। খানিক পিছিয়ে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ৭ পয়েন্ট নিয়ে ৭-এ তারা। তবে খাতায়-কলমে এখনও প্লে-অফের যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। শেষ চারে যেতে পারে রাজস্থান বা সানরাইজার্সও। ছিটকে গিয়েছে কেবল চেন্নাই।