IPL 2025: গুজরাতের নেতৃত্ব থেকে বরখাস্ত শুভমান গিল, এই ৩৩ বর্ষীয় তারকা হতে পারেন পরবর্তী অধিনায়ক !! 1

IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) আসরে পথচলা শুরু করেছিলো গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজি। প্রথম মরসুমেই ট্রফি জিতে শোরগোল ফেলে দিয়েছিলো তারা। দ্বিতীয় মরসুমেও এসেছিলো দুর্দান্ত সাফল্য। ফাইনালে পা রেখেছিলো গুজরাত। জমজমাট ম্যাচের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে জেতান রবীন্দ্র জাদেজা। না হলে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইপিএল (IPL) খেতাব রক্ষা করার নজিরও স্পর্শ করে ফেলত তারা। সোনালী সময় আচমকাই থমকে গিয়েছিলো তৃতীয় বছরে এসে। নেতৃত্বে বদল ঘটে দলে। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে ফেরায় নতুন নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill)। তরুণ তুর্কি ব্যাটার হিসেবে যতটা পরিণত, অধিনায়ক হিসেবে যে এখনও ততটা নন, তা বারবার বোঝা গিয়েছে মরসুম জুড়ে। ২০২৪-এ জয় দিয়ে অভিযান শুরু করলেও গুজরাত শেষ করে লীগ তালিকার অষ্টম স্থানে।

Read More: IND vs SA: বাদ সঞ্জু স্যামসন, বিরাট কোহলির পছন্দের পাত্র নিচ্ছেন শেষ টি-২০ একাদশে এন্ট্রি !!

অধিনায়কত্ব হারাচ্ছেন শুভমান গিল-

Shubman Gill and Rashid Khan | IPL | Image: Getty Images
Shubman Gill and Rashid Khan | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেট বা বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিলো না শুভমান গিলের (Shubman Gill)। ২০১৮ সালে যখন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তিনি, তখনও স্কোয়াডের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিলো তাঁকে। অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সরাসরি আইপিএলের (IPL) মত মঞ্চে নেতৃত্ব দিতে নেমে খানিক ব্যাকফুটেই ছিলেন শুভমান গিল। বারবার তা স্পষ্ট হয়েছে বাইশ গজে। বোলিং পরিবর্তন, ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন বা ফিল্ডিং সাজানো, সবেতেই খামতি থেকে গিয়েছিলো গুজরাতের (GT)। যার প্রতিফলন দেখা গিয়েছে পারফর্ম্যান্সেও। এমনকি নেতৃত্বের অতিরিক্ত চাপ ব্যাটার শুভমানকেও ঠেলে দিয়েছিলো কিছুটা অন্ধকারে। ২০২৩ মরসুমে ৮৯০ রান করেছিলেন তিনি। ২০২৪-এর আইপিএলে তা কমে দাঁড়ায় ৪২৬-এ।

বিভিন্ন দিক বিচার করে বড় সিদ্ধান্ত নিতে চলেছে গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজি। তারা নেতৃত্ব থেকে সরিয়ে দিতে পারে শুভমান গিল’কে। অধিনায়ক শুভমানের (Shubman Gill) থেকে ব্যাটার শুভমানই বেশী প্রয়োজনীয়, মনে করছে টিম ম্যানেজমেন্ট। ফলে বাড়তি দায়িত্বের চাপ সরিয়ে দেওয়া হতে পারে তাঁর কাঁধ থেকে। দলে পাঞ্জাবের তরুণের গুরুত্ব যে কমছে তার আভাস মিলেছে রিটেনশন তালিকা থেকেই। সাধারণত অধিনায়ক বা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেই প্রথম স্লটটি দেওয়া হয়। শুভমানের বদলে রশিদ খান’কে (Rashid Khan) প্রথম স্লটে রিটেন করেছে ফ্র্যাঞ্চাইজি। আফগান তারকা পেয়েছেন ১৮ কোটি টাকা। তাঁর থেকে দেড় কোটি কম, অর্থাৎ ১৬.৫০ কোটি টাকায় ভারতীয় ওপেনারকে ধরে রেখেছে ২০২২-এর চ্যাম্পিয়নরা।

নতুন অধিনায়ক পাচ্ছে গুজরাত-

Vijay Shankar | IPL | Image: Getty Images
Vijay Shankar | Image: Getty Images

শুভমানকে (Shubman Gill) সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদি নেয় গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজি তাহলে তাঁর বিকল্প কে হবেন? এই প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেট দুনিয়া। রিটেনশন তালিকার দিকে তাকালে রশিদ খানের নাম মনে হতে পারে। আফগান তারকা ইতিপূর্বে ২০২৩-এ হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে নাইট রাইডার্সের বিরুদ্ধে দল’কে নেতৃত্ব দিয়েওছিলেন। কিন্তু সূত্রের খবর ভারতীয় অলরাউন্ডারের উপরেই আস্থা রাখতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বিজয় শঙ্করের (Vijay Shankar) কাঁধে। তামিলনাড়ুর ওপেনার ২০২২ থেকে খেলেছেন গুজরাত টাইটান্সে (GT)। তাঁকে আপাতত রিটেনশন তালিকায় রাখা হয় নি ঠিকই। তবে নিলামে আবার দলে নিতে পারে গুজরাত। পুরনো জার্সি ফিরে পাওয়ার পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্ব’ও পেতে পারেন টিম ইন্ডিয়ার ‘থ্রি ডি’ প্লেয়ার।

Also Read: IPL 2025: ইডেন পাচ্ছে ফাইনাল, আইপিএল শুরুর আগেই সুখবর কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *