IPL 2025: শ্রেয়সকে নিয়ে চলছে দড়ি-টানাটানি, KKR ছাড়তে প্রস্তুত ট্রফি জয়ী অধিনায়ক !! 1

IPL 2025: ২০১৪ সালে নিজেদের দ্বিতীয় আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর অপেক্ষা করতে হয়েছে পুরো এক দশক। অবশেষে ২০২৪ সালে স্বপ্নপূরণ বেগুনি-সোনালী শিবিরের। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে একপেশে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে গুঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছিলো শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। ‘সিটি অফ জয়’ স্বাদ পেয়েছিলো তৃতীয় আইপিএল (IPL) খেতাবের। এক দশকের ব্যবধানে এই স্বপ্নপূরণের অন্যতম কাণ্ডারী ছিলেন তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গোটা দলকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন তিনি। সেরাটা বের করে আনতে পেরেছিলেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের থেকে। মেন্টরের পাশাপাশি নেতৃত্বে নজর কেড়েছিলেন শ্রেয়স আইয়ার’ও (Shreyas Iyer)। চোটে ২০২৩-এর আইপিএল খেলা হয় নি তাঁর। প্রত্যাবর্তনের মরসুমেই অধরা মাধুরীকে হাতের মুঠোয় ধরেছিলেন তিনি।

Read More: IND vs NZ 2nd Test: “অসাধারণ প্রত্যাবর্তন…” স্পিনের জাদুতে অ্যাডভান্টেজ ভারতের, উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া !!

শ্রেয়স আইয়ারকে নিয়ে দ্বিধায় KKR-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২৫-এর আইপিএলে (IPL) থাকছে মেগা নিলাম। তার আগে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে ১০ ফ্র্যাঞ্চাইজিকেই। নতুন করে ছক কষতে হবে দলগঠনের জন্য। গত ২৯ সেপ্টেম্বর রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে বিসিসিআই। জানানো হয়েছে যে পাঁচ জন’কে সরাসরি রিটেন করতে পারবে দলগুলি। আর নিলামে একটি আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহারের স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ রিলিজ করে দেওয়া কোনো ক্রিকেটারকে মেগা অকশনে প্রাপ্ত মূল্যের সমান পরিমাণ টাকা দিয়ে ফিরিয়ে আনা যেতে পারে। পাঁচ রিটেনশনের অর্থমূল্য’ও প্রকাশ করে দিয়েছে বোর্ড। প্রথম স্লটের মূল্য রাখা হয়েছে ১৮ কোটি। দ্বিতীয় ও তৃতীয় স্লটের মূল্য যথাক্রমে ১৪ কোটি ও ১১ কোটি। এরপর চতুর্থ ও পঞ্চম স্লটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১৮ ও ১৪ কোটি।

‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কলকাতা নাইট রাইডার্স (KKR) কাদের ধরে রাখবে তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। লম্বা সময় ধরে বেগুনি-সোনালী জার্সি গায়ে মাঠে নামছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের (Sunil Narine) মত ক্যারিবিয়ান তারকারা। রিটেনশনের সম্ভাব্য তালিকায় থাকবেন তাঁরা। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, ফিল সল্ট-তারকার অভাবে নেই স্কোয়াডে। কাকে ছেড়ে কাকে রাখা হবে তা ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ধন্ধ থাকছে খোদ গতবারের অধিনায়ক শ্রেয়সকে নিয়েই। নেতা হিসেবে নজর কেড়েছেন তিনি। ব্যাট হাতেও পেয়েছেন সাফল্য। তাও নাকি রিটেনশনের ব্যাপারে নিশ্চিত নন তিনি। সবরকম সম্ভাবনা খতিয়ে দেখছে কেকেআর। দল ছাড়ার কথা ভাবছেন শ্রেয়স নিজেও।

দলবদলের সম্ভাবনা রয়েছে শ্রেয়সের-

Shreyas Iyer and Venkatesh Iyer | Image: Getty Images
Shreyas Iyer and Venkatesh Iyer | Image: Getty Images

২০২২-এর মেগা অকশন থেকে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে শ্রেয়সকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঐ বছরেই তাঁকে অধিনায়ক করা হয়। ২০২২ ও ২০২৪-দুই মরসুম নাইটদের জার্সিতে খেলেছেন তিনি। ২৯ ম্যাচে করেছেন ৭৫২ রান। অধিনায়ক হিসেবে ভালো পারফর্ম্যান্স করলেও ব্যাটার হিসেবে গড়পড়তাই লেগেছে তাঁকে। দুই বছরে অর্ধশতকের সংখ্যা মাত্র ৫। সেই কারণেই তাঁকে রিটেনশনের প্রথম বা চতুর্থ স্লট অর্থাৎ ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখতে রাজী নয় ফ্র্যাঞ্চাইজি।  বরং কম অর্থ মূল্যের কোনো রিটেনশন স্লট তাঁকে দেওয়া হতে পারে। হাওয়া বুঝতে পেরেছেন মুম্বইয়ের ক্রিকেটাররাও। ইএসপিএন জানাচ্ছে যে তাঁর কাছে একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব আছে। পরিস্থিতি বুঝে তাই কেকেআর ছাড়ার সিদ্ধান্তও নিতে পারেন তিনি। নাম লেখাতে পারেন মেগা নিলামে।

Also Read: IPL 2025: চেন্নাই নয়, দিল্লী ক্যাপিটালস ছেড়ে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *