IPL 2025: ক্রিকেটমহলের ধারণা আগামী ডিসেম্বর মাসের শেষদিকে ২০২৫-এর আইপিএলের (IPL) মেগা অকশন আয়োজন করা হতে পারে। এখনও পর্যন্ত বিসিসিআই-এর তরফে কোনো ঘোষণা না এলেও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ছ’জন আন্তর্জাতিক তারকা ও ২জন আনক্যাপড প্লেয়ার’কে রিটেন করার সুযোগ ফ্র্যাঞ্চাইজিদের দেবে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। কোন আট জনকে ধরে রেখে বাকিদের রিলিজ করা হবে সেই নিয়েই আপাতত ছক কষা চলছে। পরিকল্পনা সাজাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স’ও (KKR)। নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় তারা। ৩১ জুলাইয়ের বৈঠকে মিনি অকশনের জন্য সওয়াল করেছিলো নাইটরা। সেই দাবী মানা হয় নি। ‘সেট’ টিম ভাঙলেও নিলাম থেকে তাই নতুন তারকাদের দলে নিয়ে শক্তি বাড়ানোর কথা ভাবছেন শাহরুখ খান’রা। নতুন বছরে নতুন অধিনায়ক দেখবে কলকাতা? থাকছে প্রশ্ন।
Read More: প্রজন্মের সেরা টেস্ট একাদশ বাছলেন সঞ্জয় বাঙ্গার, রাহানে-পূজারা সহ এই ভারতীয় খেলোয়াড়রা পড়লেন বাদ !!
শ্রেয়সের বদলে সূর্যকুমার যাদবকে চায় KKR?
গতকাল সংবাদসংস্থা রেভস্পোর্টস সূত্রে খবর মেলে যে শ্রেয়সের (Shryeas Iyer) ব্যাটিং পারফর্ম্যান্সে আদৌ খুশি নয় টিম ম্যানেজমেন্ট। তাই আগামী মরসুমের পরিকল্পনায় রাখা হচ্ছে না তাঁকে। বিদায় জানানো হতে পারে ট্রফিজয়ী অধিনায়ক’কে। শ্রেয়সের (Shryeas Iyer) বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। টি-২০ দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার নিজের আইপিএল (IPL) কেরিয়ারের শুরুটা করেছিলেন কলকাতা’র (KKR) হয়েই। পরে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁকে ঘরে ফেরানোর উদ্যোগ নাকি নিয়েছেন বেঙ্কি মাইশোর’রা (Venky Mysore)। গোপনে প্রস্তাব’ও নাকি দেওয়া হয়েছে। বিপুল অর্থের পাশাপাশি থাকছে নেতৃত্বের হাতছানি’ও। চুক্তি চূড়ান্ত করতে ট্রেডিং উইন্ডো খোলার অপেক্ষা করতে পারে তিন বারের চ্যাম্পিয়নরা। সোয়্যাপ ডিল চাইছে তারা। সূর্যের (Suryakumar Yadav) বদলে কলকাতা ‘অফার’ করতে পারে শ্রেয়স আইয়ার’কে।
কলকাতাতেই থাকছেন শ্রেয়স আইয়ার-
শ্রেয়সের (Shreyas Iyer) বিদায়ের খবর সামনে আসার পরেই হইচই শুরু হয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। এবাবে কোনো খেতাবজয়ী অধিনায়ককে ঠিক পরের মরসুমেই বাদ দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্নই তুলছিলেন অনুরাগীরা। ট্রেডিং উইন্ডো ব্যবহার করে সূর্যকুমারকে পাওয়ার বিষয়টি যে আদৌ সহজ হবে না তা অনেকেই উল্লেখ করেছিলেন ফেসবুক, ট্যুইটার বা ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মে। সেই সংক্রান্ত যাবতীয় পোস্ট যে নাইট (KKR) কর্তৃপক্ষের নজরে পড়েছে তা বোঝা গেলো আজ। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের (Shryeas Iyer) একটি ভিডিও পোস্ট করে জল্পনায় জল ঢাললো তারা। সেখানে ক্রিকেট তারকাকে দেখা যাচ্ছে ট্রফি উদ্যাপন করতে। ক্যাপশনে স্পষ্ট লেখা হয়েছে, “ফাইনালে গুরুত্বপূর্ণ রান, সামনে থেকে নেতৃত্ব দান, কিংবদন্তির ঢঙে উদ্যাপন। আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার।” ‘আমাদের’ শব্দটি থেকেই অনুরাগীরা নিশ্চিত যে কলকাতাতেই থাকছেন শ্রেয়স।
দেখে নিন সেই পোস্ট’টি-
✅ Crucial runs in the Final
✅ Lead from the front
✅ Celebrate like a legend 🏆The one and only, 𝙖𝙢𝙖𝙙𝙚𝙧 skipper, Shreyas Iyer 💜 pic.twitter.com/lA0mxvvYNJ
— KolkataKnightRiders (@KKRiders) August 26, 2024
নতুন কোচিং স্টাফের সন্ধানে নাইট রাইডার্স-
কেবল খেলোয়াড় নয়, ২০২৫-এর আইপিএলের (IPL) আগে নতুন কোচিং স্টাফের সন্ধানও করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। গত মরসুমে তাদের সাফল্যের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের কোচিং-এর দায়িত্ব পাওয়ায় দল নাইট শিবির ত্যাগ করেছেন তিনি। একইসাথে কোচিং স্টাফ থেকে ভারতীয় দলে যোগদান করেছেন সহকারী অভিষেক নায়ার (Abhishek Nayar) ও রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। সেই কারণে একইসাথে কোচিং স্টাফের তিনটি শূন্যস্থান পূরণ করতে হবে শাহরুখ খান’দের। এক সময় গুঞ্জন ছড়িয়েছিলো যে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) প্রস্তাব দেওয়া হয়েছে কেকেআর মেন্টর হওয়ার জন্য। কিন্তু টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন কোচ সম্ভবত রাজী হন নি। শেষমেশ কার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়, নজর থাকবে সেইদিকে।