IPL 2025: আইপিএলের মাঝপথে নেতৃত্ব খোয়ালেন তারকা ক্রিকেটার, পুরনো মুখে আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজি !! 1

IPL 2025: আইপিএল মরসুম শুরুর আগে হইচই ফেলে দিয়েছিলো রাজস্থান রয়্যালস। আচমকাই ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয় যে সঞ্জু স্যামসন নয়, প্রথম তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। সিদ্ধান্তের ব্যাখ্যাও দেয় তারা। জানা যায় যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি উইকেটকিপিং-এর ছাড়পত্র দেয় নি সঞ্জু’কে। ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নামবেন তিনি। ফিল্ডিং-এর সময় থাকবেন ডাগ-আউটে। সেই কারণেই তড়িঘড়ি বদলানো হচ্ছে অধিনায়ক। সেইমত হায়দ্রাবাদে একটি অ্যাওয়ে ম্যাচে এবং গুয়াহাটিতে দুটি হোম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অসমের তরুণ। নজর কাড়তে পারেন নি তিনি। হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৮৬ রান হজম করতে হয়েছে। ৪৪ রানে সেই ম্যাচে হারে রিয়ানের রাজস্থান। গুয়াহাটিতে হেরেছে নাইট রাইডার্সের বিপক্ষেও। অন্ধকারের মাঝে আশার আলো চেন্নাইয়ের বিরুদ্ধে ৬ রানে জয়।

Read More: IPL 2025: চিন্নাস্বামীতে চোটের কবলে কোহলি, গুজরাতের বিরুদ্ধে জোড়া ধাক্কা খেলো রয়্যাল চ্যালেঞ্জার্স !!

নেতৃত্বে ফিরছেন সঞ্জু স্যামসন-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের (RR) অধিনায়ক পদে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ২০২২-এ তাঁর হাত ধরে ফাইনালও খেলেছে ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমেও পৌঁছেছিলো প্লে-অফে। এবার এনসিএ’র বিধিনিষেধের কারণে প্রথম তিন ম্যাচ কেবলমাত্র ব্যাটার হিসেবে খেলতে হয়েছে কেরলের ক্রিকেটারকে। ছিলেন না নেতার দায়িত্বে। আইপিএল (IPL) মরসুমের চতুর্থ ম্যাচ থেকে নিজের সিংহাসন ফিরে পাচ্ছেন তিনি। রাজস্থান রয়্যালসের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উইকেটকিপিং-এর ছাড়পত্র পেয়ে গিয়েছেন সঞ্জু (Sanju Samson)। তাঁর সম্পূর্ণ ৪০ ওভার মাঠে থাকতে আর কোনো বাধাই নেই। শনিবার লীগ শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। মুল্লানপুরের অ্যাওয়ে ম্যাচে গোলাপি জার্সি গায়ে টস করতে নামবেন সঞ্জু’ই।

ব্যাটার হিসেবে শুরুটা বেশ ভালোই করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। হায়দ্রাবাদের বিরুদ্ধে উপ্পলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিন্তু পরবর্তী দুই ম্যাচে বিশেষ সাফল্য পান নি। নাইট রাইডার্সের বিপক্ষে সাজঘরে ফিরতে হয়েছিলো ১৩ রান করে। আর চেন্নাই ম্যাচে (CSK) তাঁর ঝুলিতে জমা পড়ে ২০ রান। নেতৃত্বের সাথে সাথে পাঞ্জাবের বিরুদ্ধে ফর্ম’ও ফিরে পান কিনা সেদিকেই নজর থাকবে অনুরাগীদের। এই মুহূর্তে তিন ম্যাচে ২ পয়েন্ট ও -১.১১২ নেট রান-রেট নিয়ে লীগ তালিকায় নবম স্থানে রয়েছে রাজস্থান। তাদের পিছনে কেবল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ক্যাপ্টেন সঞ্জুকে (Sanju Samson) যে আগামী ম্যাচগুলিতে ব্যাটিং ও অধিনায়কত্ব-দুই বিভাগেই নিজের সেরাটা মাঠে দিতে হবে তা বলাই বাহুল্য।

গুয়াহাটিতে জোড়া বিতর্কে রিয়ান-

Fan Touches Riyan's Feet at Guwahati | IPL | Image: Twitter
Fan Touches Riyan’s Feet at Guwahati | IPL | Image: Twitter

অসমের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি রাজস্থান রয়্যালসের কার্যনির্বাহী অধিনায়ক নির্বাচিত হওয়ার পর গুয়াহাটিতে অনুরাগীদের মধ্যে যে উন্মাদনা বাড়বে তা আঁচ করাই গিয়েছিলো। বাস্তবেও দেখা গেলো তেমনই ছবি। নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থানের ম্যাচ চলাকালীন নিরাপত্তাবলয় ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়ে এক তরুণ। পছন্দের ক্রিকেটারের পা ছুঁয়ে প্রণাম করে সে। তাকে বুকে টেনে নিয়েছিলেন রিয়ান। কিন্তু এই ঘটনা নিয়ে বিতর্ক রয়েছে ক্রিকেটমহলে। অনেকেই অভিযোগ করেছেন যে ঐ তরুণকে অর্থের বিনিময়ে মাঠে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন রিয়ান স্বয়ং। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ মেলে নি আপাতত। এছাড়া চেন্নাই ম্যাচের পর বরসাপাড়া স্টেডিয়ামের মাঠকর্মীদের অনুরোধে তাঁদের সাথে সেলফি তোলেন রিয়ান। যেভাবে ফোনটি তাঁদের দিকে ছুঁড়ে দেন এরপর, তা ক্ষোভের সঞ্চার করেছে অনেকের মনেই।

Also Read: IPL 2025: বেঙ্গালুরুর জয়রথ থামালো গুজরাত, ঘরের মাঠে ৮ উইকেটের ব্যবধানে হার বিরাটদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *