IPL 2025: ব্যুমেরাং হলো রিটেনশন? চোট পেয়ে নাইট শিবিরের চিন্তা বাড়ালেন আন্দ্রে রাসেল !! 1

IPL 2025: গত ৩১ অক্টোবর অন্যান্য আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির মতই নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স’ও। চমক দিয়েছে তারা। ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেঁটে ফেলার সাহস দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর আর্থিক দাবীর সাথে সম্মত হতে পারেন নি শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। বদলে তাঁরা প্রথম রিটেনশন স্লটটি দিয়েছেন রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ১৩ কোটি টাকা পেয়েছেন তিনি। এছাড়া বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন’কে ১২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। দুই আনক্যাপড তারকা রমনদীপ সিং ও হর্ষিত রাণা’র জন্য’ও চার কোটি করে খরচ করছে কলকাতা। সংবাদমাধ্যমে গুঞ্জন শোনা গিয়েছিলো যে নাইট রাইডার্সে আর থাকবেন না আন্দ্রে রাসেল। কিন্তু শাহরুখের এক ফোনেই ১৮০ ডিগ্রী ঘুরেছে রাসেলের (Andre Russell) অবস্থান। দাম কমিয়ে ১২ কোটিতেই কলকাতায় থেকে গিয়েছেন তিনি।

Read More: IND vs AUS: ক্যাঙারুর দেশে ভারতের ক্যাপ্টেন কোহলি, সিরিজ শুরুর আগে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে !!

আহত হয়েছেন আন্দ্রে রাসেল-

Andre Russell | IPL 2025 | Image: Getty Images
Andre Russell | Image: Getty Images

ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে চলছে টি-২০ সিরিজ। কুড়ি-বিশের ফর্ম্যাটে ক্যারিবিয়ান দলের অংশ ছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। প্রথম ম্যাচে তাঁকে রাখাও হয়েছিলো একাদশে। বার্বাডোজে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা গিয়েছিলো তারলা অলরাউন্ডারকে। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ৪টি বিশাল ছক্কা’র সাহায্যে ১৭ বলে ৩০ রান করেন। বল হাতে যদিও ভালো পারফর্ম্যান্স করতে পারেন নি। ২ ওভার হাত ঘুরিয়েই খরচ করে বসেন ২৭ রান। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি আর খেলা সম্ভব হয় নি তাঁর পক্ষে। চোট সমস্যায় ভুগছেন তিনি। জানা গিয়েছে যে গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। রাসেলের বদলে রস্টন চেজ’কে (Roston Chase) মাঠে নামিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শূন্যস্থান পূরণ করতে পারেন নি তিনি। মাত্র ১৩ রান করেন ব্যাট হাতে। আর ২ ওভারে খরচ করেন ৩৪ রান।

এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ বাকি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেন্ট লুসিয়ায় সেই তিন ম্যাচে রাসেল (Andre Russell) আদৌ মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয় নি। এমনকি তাঁর চোট কতটা গুরুতর তাও জানা যায় নি এখন। ফলে চিন্তা বেড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের। রিটেনশন তালিকায় ৫৭ কোটি খরচ করার পরেও মেগা নিলামের জন্য তাদের হাতে পড়ে রয়েছে মাত্র ৫১ কোটি টাকা। আইপিএলের (IPL) নিয়মের জটে আটকে অতিরিক্ত ১২ কোটি বাদ গিয়েছে অকশন পার্স থেকে। এরপর যদি রাসেল’ও (Andre Russell) আগামী মার্চ বা এপ্রিলে শুরু হতে চলা টুর্নামেন্ট থেকে ছিটকে যান তাহলে স্কোয়াড যে বেশ দুর্বল হয়ে পড়বে তা বুঝতে পারছেন সকলেই। ‘মাস্‌ল রাসেল’-এর আঘাত যেন গুরুতর না হয়, চলছে সেই প্রার্থনাই।

IPL-এ নাইটদের তুরুপের তাস রাসেল-

Andre Russell | IPL 2025 | Image: Getty Images
Andre Russell | Image: Getty Images

২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলে আসছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। প্রথম মরসুমে ট্রফি জিতলেও সেই সাফল্যে বড় ভূমিকা নেন নি ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে এরপর থেকে নিয়মিত কলকাতা দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। দেখতে দেখতে এক দশক বেগুনি-সোনালী জার্সি গায়ে চাপিয়ে কাটিয়ে ফেলেছেন। ১২০ ম্যাচে অংশ নিয়ে ২৪২৬ রান করেছেন। তুলে নিয়েছেন ১১৪ উইকেট। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।.২০২৪-এ এক দশকের অপেক্ষা শেষে নাইটদের তৃতীয় আইপিএল (IPL) ট্রফি জয়ের অন্যতম কারিগর রাসেল। লোয়ার অর্ডারে নেমে ১৫ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করেছেন তিনি। সাথে তুলে নিয়েছিলেন ১৯ উইকেট। আগামীতেও রাসেলকে (Andre Russell) চেনা ছন্দেই দেখতে চান নাইট সমর্থকেরা।

Also Read: IPL 2025: নতুন দলে নাম লেখাচ্ছেন ঈশান কিষণ, ‘বেস্ট ফ্রেন্ড’-এর সাথে দেখা যাবে মাঠে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *