ipl-2025-russell-mayhem-at-eden-vs-rr

IPL 2025: ইডেন গার্ডেন্সে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR)। মাস্ট উইন ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুটা ভালো হয় নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দ্বিতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফিরেছিলেন সুনীল নারাইন (Sunil Narine)। দ্বিতীয় উইকেটের জুটিতে ৫৬ রান গুরবাজ ও রাহানে যোগ করেন ঠিকই, কিন্তু রান-রেট ছিলো না আহামরি। পট পরিবর্তনের শুরুটা হয় অঙ্গকৃষ রঘুবংশীর হাত ধরে। চারে নেমে মুম্বইয়ের তরুণ তুর্কি করেন ৩১ বলে ৪৪ রান। তারপর ঝড় তোলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। আজ পাঁচ নম্বরে নামানো হয়েছলো ক্যারিবিয়ান তারকাকে। নয়া পজিশনে জ্বলে উঠলেন তারকা অলরাউন্ডার। প্রথম ৯ বলে তাঁর ঝুলিতে ছিলো মাত্র ২ । ইনিংসের পরবর্তী ১৬ বলে তিনিই ছিনিয়ে নেন আরও ৫৫ রান।

Read More: IPL 2025: “বলের সুতো খুলে নিয়েছে…” রবিবারের ইডেনে রাসেল ঝড়, জয়ের স্বপ্নে বিভোর নাইট সমর্থকেরা !!

রাজস্থানকে ছিন্নভিন্ন করলেন রাসেল-

Andre Russell and Shimron Hetmyer | IPL | Image: Getty Images
Andre Russell and Shimron Hetmyer | IPL | Image: Getty Images

চলতি আইপিএলে (IPL) ব্যাট হাতে একদমই ফর্মে ছিলেন না আন্দ্রে রাসেল (Andre Russell)। বিগত ম্যাচগুলিতে ১০.২৮ গড়ে তাঁর সংগ্রহ ছিলো মাত্র ৭২ রান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ‘ফিনিশ’ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ১২ কোটি টাকায় তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত কি আদৌ সঠিক ছিলো? প্রশ্ন উঠে গিয়েছিলো নাইট ভক্তদের মধ্যেই। যাবতীয় প্রশ্ন, সমালোচনা, কটাক্ষের জবাব আজ ব্যাট হাতে ইডেনের বাইশ গজে দিলেন ক্যারিবিয়ান দৈত্য। খানিক সময় নেন ক্রিজে থিতু হতে। তারপরই দেখা মেলে ‘ভিন্টেজ’ দ্রে রাসের। আক্রমণের শুরুটা করেছিলেন ১৬তম ওভারের তৃতীয় বলে আকাশ মাধওয়ালকে ডিপ স্কোয়্যার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে। মিড উইকেট অঞ্চল দিয়ে এরপরের বলটিকে উড়িয়ে দেন গ্যালারিতে। মাধওয়ালের ওভারের পঞ্চম বলটিতেও ছিনিয়ে নেন চার রান। দুরন্ত কভার ড্রাইভ হাঁকান কেকেআর তারকা।

১৭তম ওভারে জোফ্রা আর্চারের উপর চড়াও হন রাসেল (Andre Russell)। পরপর দুই বলে হাঁকান যথাক্রমে ছক্কা ও চার। গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পার পর আইপিএলের আসরে তৃতীয় ব্যাটার হিসেবে ইডেনে স্পর্শ করেন ১০০০ রানের মাইলস্টোন। ১৮তম ওভারে রাসেলের তাণ্ডবে ছিন্নভিন্ন হতে হয় শ্রীলঙ্কান স্পিনার মাহিশ তীক্ষণাকে। ওভারের চতুর্থ ডেলিভারিটি খানিক শর্ট পিচ রেখেছিলেন তিনি। লং অনের উপর দিয়ে উড়িয়ে দেন নাইট (KKR) অলরাউন্ডার। এরপরের বল’টি পড়েছিলো গুড লেন্থে। তীক্ষণার ঠিক মাথার উপর দিয়ে বল গ্যালারিতে আছড়ে ফেলেন রাসেল। ছক্কার দূরত্ব ছিলো ৯৪ মিটার। ষষ্ঠ বলটি থেকে আসে আরও ছয় রান। মারমুখী দ্রে রাসের ব্যাটের থেকে দূরে বল রাখতে চেয়েছিলেন লঙ্কান অফস্পিনার। কিন্তু অফ স্টাম্পের বাইরে পিচ করা বল লং অফের উপর দিয়ে উড়ে যায় মাঠের বাইরে।

ইডেনে যুগলবন্দী রাসেল-রিঙ্কু’র-

Rinku Singh and Andre Russell | IPL | Image: Getty Images
Rinku Singh and Andre Russell | IPL | Image: Getty Images

১৯তম ওভারের প্রথম বলে অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান জোফ্রা আর্চার। তাতে অবশ্য রাসেলকে (Andre Russell) থামানো যায় নি। ক্যারিবিয়ানজাত ইংল্যান্ড পেসারের চতুর্থ বলটি ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। আর্চারের ফুল টসে ছয় রান ছিনিয়ে নিতে কোনো রকম ভুল করেন নি। সাথে সাথে সম্পূর্ণ করেন চলতি আইপিএল (IPL) মরসুমের প্রথম অর্ধশতকটিও। এরপর বাউন্সারের প্রয়াস করেছিলেন ডান হাতি পেসার। বিন্দুমাত্র সমস্যায় পড়েন নি রাসেল। তাঁর দুরন্ত পুল রকেটের গতিতে ছুটে যায় স্কোয়্যার লেগ বাউন্ডারির দিকে। হতাশ আর্চারের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিলো না। শেষ ওভারে বাউন্ডারি হাঁকানোর দায়িত্ব কাঁধে তুলে নেন রিঙ্কু সিং। আকাশ মাধওয়ালকে একটি চার ও দু’টি গগনচুম্বী ছক্কা হাঁকান উত্তরপ্রদেশের ‘ফিনিশার।’

দেখে নিন রাসেল ঝড়ের কিছু ঝলক-

Also Read: ইডেনে উঠলো ‘রাসেল’ ঝড়, রাজস্থানের সামনে ২০৭ রানের লক্ষমাত্রা রাখলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *