IPL 2025: গত বছর দুর্দান্ত পারফর্ম্যান্স করে তৃতীয় আইপিএল (IPL) খেতাব ঘরে তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলের সকল সদস্যই অনবদ্য খেলেছলেন। এবার মেগা নিলামের আগে তাই সেরাদের ধরে রাখার চেষ্টায় ছিলো টিম ম্যানেজমেন্ট। রিঙ্কু সিং, রমনদীপ সিং, সুনীল নারাইনদের ‘রিটেন’ করেছিলেন তাঁরা। যাঁদের ‘রিলিজ’ করা হয়েছিলো তাঁদের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা, অনুকূল রয়’দের ফেরানো হয়েছে। বেগুনি-সোনালী শিবিরে ফিরেছেন অঙ্গকৃষ রঘুবংশীরাও। তবে মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, নীতিশ রাণাদের মত প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড়দের চেষ্টা করেও ফিরে পায় নি কলকাতা। এই মরসুমে সমর্থকেরা অনুভব করতে পারছেন তাঁদের অভাব। যে ধারাবাহিকতা গতবারের খেলায় ছিলো তা নেই এইবার। তবে এর দায় এড়াতে পারেন না রিটেনড তালিকায় থাকা আন্দ্রে রাসেলও (Andre Russell)। গতবারের পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও এবার মেলে নি তাঁর থেকে।
Read More: IPL 2025: সুবিধা করে দেওয়া হয়েছে ধোনিদের, লক্ষ্ণৌ-চেন্নাই ম্যাচ ঘিরে উঠলো ফিক্সিং-এর অভিযোগ !!
চূড়ান্ত অফ ফর্মে রাসেল-

দিল্লী ফ্র্যাঞ্চাইজি ছেড়ে রাসেল (Andre Russell) কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন ২০১৪ সালে। প্রথম বছর বিশেষ সুযোগ না পেলেও ২০১৫ থেকে একাদশে নিয়মিত তিনি। ২০১৯ সালে জিতেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের খেতাব। ২০১৪ ও ২০২৪-এ দুই বার আইপিএল (IPL) ট্রফিও জিতেছেন তিনি। এক দশক কাটিয়ে ফেলেছেন বেগুনি-সোনালী ডাগ-আউটে। ব্যাট হাতে যেমন হয়ে উঠেছেন ধ্বংসাত্মক তেমনই বল হাতেও হয়ে উঠেছেন বেশ কার্যকরী। শুধু আইপিএল নয়, ভারতীয় টি-২০ লীগের বৃত্তের বাইরেও প্রসারিত হয়েছে রাসেল (Andre Russell) ও নাইটদের সম্পর্ক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ, মেজর লীগ ক্রিকেট, আইএলটি-২০, গোটা বিশ্বের যে প্রান্তের লীগেই দল রয়েছে নাইটদের, সেখানেই বেগুনি-সোনালী জার্সিতে দেখা গিয়েছে রাসেলকে। তিনি আক্ষরিক অর্থেই হয়ে উঠেছেন ঘরের ছেলে।
গত বারের আইপিএলে (IPL) ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করেছিলেন রাসেল (Andre Russell)। সাথে ঝুলিতে ছিলো ১৯ উইকেটও। অলরাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ১২ কোটি টাকার বিনিময়ে তাঁকে ২০২৫-এর জন্য রিটেনও করেছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এই বছর এখনও অবধি বেশ নিষ্প্রভ দেখিয়েছে তাঁকে। ব্যাট হাতে চেনা ধুন্ধুমার ইনিংসগুলি উধাও। ছয় ম্যাচের মধ্যে চারটিতে ব্যাটিং-এর সুযোগ পেয়েছেন। দশ পেরোন নি একটিতেও। তাঁর স্কোর যথাক্রমে ৪, ৫, ১ ও ৭। ৪.২৫ গড়ে এই বছর তাঁর সংগ্রহ আপাতত ১৭ রান। বল হাতেও আর নির্ভরযোগ্য বলা যাচ্ছে না তাঁকে। ৫ উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু রান বিলিয়েছেন ১৩.৩৫ ইকোনমি রেটে। এক সময় যে রাসেলকে (Andre Russell) নাইটদের এক্স-ফ্যাক্টর বলা হত তাঁর এই দুর্দশা রীতিমত অবাক করেছে ক্রিকেটজনতাকে।
পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা-

মরসুমের প্রথম ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে কলকাতা (KKR)। হারতে হয়েছে তিনটি ম্যাচে। অজিঙ্কা রাহানেরা আপাতত রয়েছেন লীগ তালিকার পাঁচ নম্বরে। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে যদি জিততে পারেন তাঁরা, তাহলে সুযোগ রয়েছে প্রথম চারে জায়গা করে নেওয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ নিয়ে বিশেষ পরীক্ষানিরীক্ষা হয়ত করবেন না কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। আরও একবার ওপেনিং সুনীল নারাইনের সাথে দেখা যাবে ক্যুইন্টন ডি কক’কে। তিনে নামবেন অধিনায়ক রাহানে। চারে থাকতে পারেন তরুণ অঙ্গকৃষ রঘুবংশী। পাঁচে ভেঙ্কটেশ আইয়ার ও ছয়ে দেখা যেতে পারে রিঙ্কু সিং-এ,। সাতে ‘ফিনিশার’ হিসেবে হয়ত আরও একটা সুযোগ পেতে পারেন রাসেল। ফর্মে ফেরার চ্যালেঞ্জ থাকবে তাঁর সামএ। হর্ষিত, বৈভবদের সাথে জুড়ে দেওয়া হতে পারে পেসার স্পেন্সার জনসনকে। খেলবেন বরুণ চক্রবর্তী।