ipl-2025-rr-win-vs-gt-has-helped-kkr

IPL 2025: গতকাল সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে তৈরি হলো ইতিহাস। গুজরাত টাইটান্সের ছুঁড়ে দেওয়া ২১০ রানের লক্ষ্য ১৫.৫ ওভারেই তাড়া করে ফেললো রাজস্থান রয়্যালস। লাইমলাইটের পুরোটাই কেড়ে নিয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা, রশিদ খানদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলারদের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করলেন বছর ১৪’র কিশোর। আইপিএল (IPL) ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতকের মালিক হলেন বিহারের বৈভব। টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম শতরানটিও এখন তাঁর। বিস্ময় বালকের অবিশ্বাস্য ইনিংসের সামনে কার্যত ফিকে হয়ে গেলো যশস্বী জয়সওয়ালের ৪০ বলে ৭০* রান’ও। গত পাঁচটি ম্যাচে শুধুই হার জুটেছিলো রাজস্থানের ভাগ্যে। বৈভবের হাত ধরে গতকাল দীর্ঘদিন পর জয়ের মুখ দেখলো তারা।

Read More: IPL 2025 DC vs KKR Match Preview: মরণ-বাঁচন ম্যাচে দিল্লি মাটিতে কলকাতার অগ্নিপরীক্ষা, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

রাজস্থানের জয়ে আশার আলো নাইট শিবিরে-

Vaibhav Suryavanshi | IPL | Image: Getty Images
Vaibhav Suryavanshi | IPL | Image: Getty Images

গতকাল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে জিততে পারলে ১৪ পয়েন্টে পৌঁছে যেতে পারত গুজরাত টাইটান্স (GT)। নেট রান-রেটে এগিয়ে থাকার সুবাদে লীগ তালিকার শীর্ষস্থানেও পা রাখতে পারতেন শুভমান গিল’রা। কিন্তু ৮ উইকেটের ব্যবধানে হার খানিক ব্যাকফুটে ঠেলে দিলো তাদের। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আটকে রইলেন রশিদ খান, সাই সুদর্শনেরা। দুইয়েই রইলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১২। আর রবিবার দিল্লী ক্যাপিটালসকে (DC) হারানোর পর শীর্ষে এখনও বেঙ্গালুরু (RCB)। সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে গতকাল ২ পয়েন্ট পাওয়ার ফলে নতুন করে অক্সিজেন পেলো রাজস্থান রয়্যালস (RR) শিবিরও। ম্যাচের আগে আট নম্বরে ছিলো তারা। অবস্থানে বদল না এলেও নেট রান-রেটে বেশ খানিকটা উন্নতি হয়েছে রিয়ান পরাগদের।

গতকালের ফলাফল আশার আলো জ্বালিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরেও। এই মুহূর্তে অজিঙ্কা রাহানেরা রয়েছেন সপ্তম স্থানে। তাদের ঝুলিতে ৭ পয়েন্ট। নেট রান-রেট +০.২১২। বাকি পাঁচটি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট অবধি পৌঁছতে পারবে বেগুনি-সোনালী বাহিনী। তবে তার জন্য দিল্লী, রাজস্থান, চেন্নাই সানরাইজার্স ও বেঙ্গালুরুর বাধা অতিক্রম করতে হবে নাইটদের। শীর্ষ চারে থাকা দুটি দল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে চলতি আইপিএলের লীগ পর্বে খেলা বাকি রয়েছে গুজরাতের। তারা যদি দু’টি ম্যাচেই হেরে বসে তাহলে সুবিধা হতে পারে কলকাতা’র (KKR)। তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যেও অবশ্য দুটি হারতে হবে গুজরাতকে। এছাড়াও মুম্বই বনাম দিল্লী ম্যাচও বাকি রয়েছে এখনও। সেই ম্যাচেও কোনো এক পক্ষ পয়েন্ট পেলে বা পয়েন্ট ভাগাভাগি হলে সুবিধা হতে পারে রাহানেদের।

দেখুন IPL-এর পয়েন্ট তালিকা-

IPL Points Table | Image: Twitter
IPL Points Table | Image: Twitter

আজ দিল্লীর জন্য বিশেষ ছক কলকাতার-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | IPL | Image: Getty Images

আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি কলকাতা। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে জয় ছাড়া গতি নেই বেগুনি-সোনালী শিবিরের। বেঙ্গালুরুর বিরুদ্ধে হার ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লীকে রুখতে নতুন করে ছক সাজাচ্ছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। সূত্রের খবর বিদেশী উইকেটরক্ষক-ব্যাটারের স্ট্র্যাটেজি পরিত্যাগ করতে চলেছে নাইট রাইডার্স। বদলে দস্তানা হাতে দেখা যেতে পারে লভনীত সিসোদিয়াকে। ওপেন’ও করতে পারেন কর্ণাটকের ক্রিকেটারকে। সুনীল নারাইন’কে সরিয়ে ওপেনার হিসেবে নামানো হতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে। পাওয়ার হিটিং-এ গুরুত্ব দিয়ে আন্দ্রে রাসেলের সাথে জুড়ে দেওয়া হতে পারে রোভম্যান পাওয়েল’কে। পেস বিভাগে হর্ষিত, বৈভবদের সাথে যোগ দিতে পারেন নর্খিয়া।

KKR-এর সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

ভেঙ্কটেশ আইয়ার, লভিনীত সিসোদিয়া (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, হর্ষিত রাণা, সুনীল নারাইন, বৈভব আরোরা, অনরিখ নর্খিয়া।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

ভেঙ্কটেশ আইয়ার, লভিনীত সিসোদিয়া (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, হর্ষিত রাণা, সুনীল নারাইন, বৈভব আরোরা, অনরিখ নর্খিয়া, বরুণ চক্রবর্তী।

Also Read: DC vs KKR: বাদ রহমানুল্লাহ গুরবাজ, কলকাতার ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে দিল্লির বিপক্ষে এন্ট্রি নিচ্ছেন এই ভারতীয় তরুণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *