ipl-2025-rr-vs-kkr-toss-report

IPL 2025: হার দিয়ে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম শুরু করেছে রাজস্থান রয়্যালস। গত রবিবার হায়দ্রাবাদের মাঠে সানরাইজার্স ব্যাটারদের দক্ষযজ্ঞের শিকার হতে হয়েছে তাদের। ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে আজ মাঠে নামছেন রিয়ান পরাগ, ধ্রুব জুরেলরা। নাইট রাইডার্সকে হারিয়েই সাফল্যের সরণিতে ফিরতে চান তাঁরা। উইকেটকিপিং-এর ছাড়পত্র এখনও পান নি সঞ্জু স্যামসন। ফলে তাঁকে দেখা যাবে শুধুমাত্র ব্যাটার হিসেবে। পুরনো দলের বিরুদ্ধে নামছেন নীতিশ রাণা, নজর থাকবে তাঁদ দিকেও। গত ম্যাচে ৭৬ রান হজম করার পর জোফ্রা আর্চার কলকাতার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেই প্রশ্নেরও উত্তর মিলবে আজকের ম্যাচে। ২০২৪-এর চ্যাম্পিয়ন কলকাতাও প্রথম ম্যাচে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। মর্যাদার লড়াইতে আজ বাজিমাত করতে চায় বলিউড বাদশাহ’র দল। রাহানে, ভেঙ্কটেশ, রিঙ্কু’রা হয়ে উঠতে পারেন সাফল্যের চাবিকাঠি।

Read More: IPL 2025 RR vs KKR Dream 11 Prediction: রাজস্থান বনাম কলকাতা যুদ্ধে কারা করবে বাজিমাত? ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জানুন এক ক্লিকেই !!

IPL 2025 ম্যাচের ক্রীড়াসূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)

ম্যাচ নং- ০৬

তারিখ- ২৬/০৩/২০২৫

ভেন্যু- ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Dr. Bhupen Hazarika Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dr. Bhupen Hazarika Cricket Stadium, Guwahati | Image: Getty Images
Dr. Bhupen Hazarika Cricket Stadium, Guwahati | Image: Getty Images

গুয়াহাটির ডক্টর ভূপেন হাজারিকা স্টেডিয়ামে আজ আয়োজিত হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR) ম্যাচটি। রিয়ান পরাগদের দ্বিতীয় ‘হোমগ্রাউন্ডে’ সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়। আইপিএলের (IPL) চারটি ম্যাচ এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে এখানে। প্রথম ব্যাটিং করে জয় এসেছে একটিতে। রান তাড়া করে জয়ের সংখ্যা দুই। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। গুয়াহাটিতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯২, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৮৯। আজও বড় রানের প্রত্যাশাই তাই রাখছেন বিশেষজ্ঞরা।

Guwahati Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Guwahati Weather Forecast | Image: Twitter
Guwahati Weather Forecast | Image: Twitter

বুধবার গুয়াহাটিতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস (KKR vs RR)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪১ শতাংশ। ম্যাচের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা, জানিয়েছেন আবহাওয়াবিদ্‌রা।

RR vs KKR হেড টু হেড পরিসংখ্যান-

RR vs KKR | Image: Getty Images
RR vs KKR | Image: Getty Images

আইপিএলের (IPL) আসরে বরাবরই তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখা গিয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। মোট ৩০টি ম্যাচে সম্মুখসমরে নেমেছে দুই শিবির। এর মধ্যে ১৪টিতে জিতেছে রাজস্থান। কলকাতার নাইটদেরও জয়ের সংখ্যা ১৪। বাকি দু’টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। শেষ পাঁচ ম্যাচের মধ্যে ৩টি জিতেছে রাজস্থান। ১টি জিতেছে কলকাতা ও অন্য ম্যাচটি অমীমাংসিত থেকেছে।

IPL 2025 লাইভ স্ট্রিমিং-

রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR) ম্যাচটি টিভি’র পর্দায় সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Riyan Parag and Ajinkya Rahane | Image: Twitter
Riyan Parag and Ajinkya Rahane | Image: Twitter

রিয়ান পরাগ-

আমি খুবই গর্বিত। এমন একটা ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিতে পারা আমার কাছে একটা গর্বের বিষয়। ১৭ বছর বয়সে শুরু করেছিলাম। ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছেন। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। গত ম্যাচে অনেকগুলো ইতিবাচক দিক ছিলো। মিডল অর্ডার সত্যিই দারুণ খেলেছে। বল হাতেও অনেক ইতিবাচক দিক ছিলো। আমাদের দলে একটিই পরিবর্তন রয়েছে। (ওয়ানিন্দু) হাসারাঙ্গা আজ খেলবে। ফজলহক ফারুখিকে বাইরে যেতে হচ্ছে।

অজিঙ্কা রাহানে-

আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। আমরা যদি প্রথমে বোলিং করি তাহলে একটা ধারণা হবে পিচ সম্পর্কে। এখানে শিশির নির্ণায়ক ভূমিকা নিতে পারে। আমরা ইতিবাচক থাকতে চাই। এই ফর্ম্যাটে ভয়ডরহীন, সদর্থক ক্রিকেট খেলাই আসল। আমরা ভালোই খেলেছিলাম (গত ম্যাচে)। টি-২০তে প্রত্যেক দিনই নিজেদের সেরাটা দিতে হয়। এই ম্যাচটার জন্য মুখিয়ে রয়েছি। আগের ম্যাচটাই অনেক কিছু শিখেছি। বর্তমানেই থাকতে চাই। পরিসংখ্যানের দিকে বিশেষ নজর দিই না। দলের সাফল্যে অবদান রাখতে চাই কেবল। সুনীল নারাইন খেলতে পারছে না। ও অসুস্থ। ওর বদলে মঈন আলি খেলবে।

দুই দলের প্রথম একাদশ-

RR vs KKR | Image: Getty Images
RR vs KKR | Image: Getty Images

রাজস্থান রয়্যালস-

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, মাহিশ তীক্ষণা, সন্দীপ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার-  আকাশ মাধওয়াল, কোয়েনা মাপাখা, কুমার কার্তিকেয় সিং, কুণাল সিং রাঠৌর, শুভম দুবে।

কলকাতা নাইট রাইডার্স-

ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মঈন আলি, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার,  রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, বৈভব আরোরা।

ইমপ্যাক্ট প্লেয়ার-  লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে, অনরিখ নর্খিয়া, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রয়।

RR vs KKR টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছে  কলকাতা নাইট রাইডার্স।

Also Read: IPL 2025: বোলিং মাস্টারক্লাসে মনোযোগী ছাত্র বরুণ চক্রবর্তী, রাজস্থান ম্যাচের আগে ভুল শুধরে নিতে মরিয়া স্পিন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *