IPL 2025: গত রবিবার আইপিএল (IPL) মরসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয়েছে রাজস্থান রয়্যালসকে (RR)। সানরাইজার্সের বিরুদ্ধে স্কোরবোর্ডে ২৪২ রান তুলেও হারতে হয়েছে তাদের। ঈশান কিষণ, ট্র্যাভিস হেড’রা ২৮৭ রানের বিশাল্ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো রাজস্থানের জন্য। সর্বস্ব দিয়ে চেষ্টা করেও দলকে বৈতরণী পার করাতে পারেন নি সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেলরা। বুধবার সাফল্যের খোঁজে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে মাঠে নামছে রয়্যালস শিবির। উইকেটকিপিং-এর ছাড়পত্র এখনও পান নি সঞ্জু স্যামসন (Sanju Samson)। ফলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দেখা যাবে তাঁকে। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে ওপেন করবেন কেরলের ক্রিকেটার। তিন নম্বরে দেখা যাবে নীতিশ রাণা’কে। নাইট রাইডার্সে দীর্ঘ সাত মরসুম কাটিয়েছেন তিনি। পুরনো দলের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে কেমন পারফর্ম করেন দিল্লীর বাম হাতি, সেদিকে নজর থাকবে সকলের।
সঞ্জু’র বদলে বুধবারও রাজস্থানের (RR) নেতৃত্বভার সামলাবেন রিয়ান পরাগ (Riyan Parag)। প্রথম ম্যাচে রান পান নি তিনি। ‘ঘরের মাঠে’ ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইবেন অসমের তরুণ। পাঁচে দেখা যাবে ধ্রুব জুরেলকে। দস্তানার দায়িত্ব পালন করবেন তিনি। ছয় ও সাতে ‘ফিনিশার’ হিসেবে নামতে পারেন শুভম দুবে ও শিমরণ হেটমায়ার (Shimron Hetmyer)। হায়দ্রাবাদের বিপক্ষে নজর কেড়েছেন তাঁরা। জ্বলে উঠতে পারেন নাইটদের বিরুদ্ধেও। প্রতিপক্ষের বিগ হিটারদের রুখতে বোলিং বিভাগ শক্তিশালী করার কথা ভাবতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি মাহিশ তীক্ষণাকে সরিয়ে খেলাতে পারেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga)। পেস বিভাগে থাকার সম্ভাবনা সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুখিদের। গত ম্যাচে ৪ ওভারে ৭৬ খরচ করেছিলেন জোফ্রা আর্চার। চূড়ান্ত ব্যর্থতার পরেও ইংল্যান্ডের পেসারকে আরও একটা সুযোগ সম্ভবত দিতে চলেছে রাজস্থান রয়্যালস।
Read More: IPL 2025 GT vs PBKS Match Preview: গুজরাটের মাঠে পাঞ্জাবের নতুন অধিনায়কের অভিষেক, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে গরম !!
IPL 2025 ম্যাচের ক্রীড়াসূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ০৬
তারিখ- ২৬/০৩/২০২৫
ভেন্যু- ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Dr. Bhupen Hazarika Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

গুয়াহাটির ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (RR) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। এখানে সাধারণত ব্যাটিংবান্ধব বাইশ গজ দেখা যায়। তাই বড় রানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে ইনিংসের শুরুর দিকে পিচে বাউন্স চোখে পড়ে। নতুন বল কাজে লাগিয়ে সাফল্য পেতে পারেন পেসাররা। গুরুত্বপূর্ণ হতে পারে পাওয়ার-প্লে। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর ঘোরাফেরা করে ১৯২-এর কাছাকাছি। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৮৯। গুয়াহাটিতে এখনও অবধি ৪টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ২টিতে রান তাড়া করে জয় এসেছে। ১টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। আর একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। বুধবার টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্তই নিতে পারেন।
Guwahati Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

বুধবারের রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR) ম্যাচটির ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদ্’রা। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, মিলেছে পূর্বাভাস। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ শতাংশ হওয়ার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন বায়ুপবাহের গতিবেগ হতে পারে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা।
RR vs KKR হেড টু হেড পরিসংখ্যান-

আইপিএলের (IPL) পনেরো মরসুমে ৩০ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR)। সেয়ানে সেয়ানে টক্কর দেখা গিয়েছে দুই দলের মধ্যে। ১৪টি ম্যাচ জিতেছে রাজস্থান। কলকাতার জয়ের সংখ্যাও ১৪। বাকি দু’টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। শেষ পাঁচটি ম্যাচে পাল্লা ভারী রাজস্থানের। তারা জিতেছে ৩টি। একটি জয় পেয়েছে নাইট রাইডার্স। একটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি।
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে চোখ রাখলে দেখা যাবে আইপিএল ২০২৫-এর (IPL 2025) ম্যাচগুলি। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি সম্প্রচারিত হবে টুর্নামেন্টের ৭৪টি ম্যাচই।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- সঞ্জু স্যামসন*, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার- নীতিশ রাণা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল
ফিনিশার- শুভম দুবে, শিমরণ হেটমায়ার ✈️
বোলার- ওয়ানিন্দু হাসারাঙ্গা ✈️, জোফ্রা আর্চার ✈️, সন্দীপ শর্মা, তুষার দেশাপাণ্ডে, ফজলহক ফারুখি ✈️
উইকেটরক্ষক- ধ্রুব জুরেল
*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন।
এক নজরে RR-এর সম্ভাব্য একাদশ-
যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শুভম দুবে, শিমরণ হেটমায়ার ✈️, ওয়ানিন্দু হাসারাঙ্গা ✈️, জোফ্রা আর্চার ✈️, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুখি ✈️, সন্দীপ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- সঞ্জু স্যামসন, আকাশ মাধওয়াল, কোয়েনা মাপাখা ✈️, কুমার কার্তিকেয় সিং, কুণাল রাঠৌর।