ipl-2025-rr-vs-kkr-match-report

IPL 2025: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হার দিয়ে আইপিএল (IPL) মরসুম শুরু করেছিলো গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। আঙুল উঠেছিলো তাদের ব্যাটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই যাবতীয় সমালোচনার উত্তর দিলো বেগুনি-সোনালী বাহিনী। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলো তারা। টসে জিতে প্রথম প্রতিপক্ষকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন অজিঙ্কা রাহানে। নিয়ন্ত্রিত বোলিং-এ প্রতিপক্ষকে মাত্র ১৫১তে বেঁধে রাখে কলকাতা। তাদের হয়ে সুনীল নারাইনের অনুপস্থিতিতে আজ ওপেন করতে নেমেছিলেন মঈন আলি। রান পান নি তিনি। হতাশ করেন অধিনায়ক রাহানেও। তাঁরা দ্রুত সাজঘরে ফিরলেও অবশ্য জয় আটকায় নি নাইটদের। ৯৭* রানের ধুন্ধুমার ইনিংস খেলেন ক্যুইন্টন ডি কক। যোগ্য সঙ্গত অঙ্গকৃষ রঘুবংশীর।

Read More: IPL 2025: হর্ষিতের সেলিব্রেশনে অসন্তুষ্ট যশস্বী, গুয়াহাটিতে চড়লো উত্তেজনার পারদ !!

নড়বড়ে ব্যাটিং রাজস্থানের-

RR vs KKR | IPL | Image: Getty Images
RR vs KKR | IPL | Image: Getty Images

 

 

গত রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪২ অবধি পৌঁছে গিয়েছিলো রাজস্থান রয়্যালস (RR)। দুর্দান্ত খেলেছিলেন সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেলরা। কিন্তু আজ গুয়াহাটির ঈষৎ মন্থর পিচে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁদের। ইনিংসের একদম গোড়াতেই সাজঘরে ফিরেছিলেন সঞ্জু। ১৩ করে বৈভব আরোরার শিকার হন তিনি। অতি আক্রমণাত্মক হতে গিয়ে এরপর যথাক্রমে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও মঈন আলিকে উইকেট উপহার দিয়ে আসেন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল। পুরনো দলের বিপক্ষে চূড়ান্ত ব্যর্থ নীতিশ রাণা’ও। মঈনের ঘূর্ণির কোনো জবাব ছিলো না তাঁর কাছে। লোয়ার অর্ডারে নেমে ২৮ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস খেলেন ধ্রুব জুরেল। ৭ বলে ১৬ করেন জোফ্রা আর্চারও। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই ১৫০’র মাইলস্টোন পেরোতে পেরেছিলো রাজস্থান।

অনবদ্য ডি কক, জিতলো নাইটরা-

Quinton de Kock | IPL | Image: Getty Images
Quinton de Kock | IPL | Image: Getty Images

নাইট রাইডার্সের সামনে লক্ষ্য ছলো ১৫২ রানের। ইনিংসের শুরুতেই মাত্র ৫ করে রান-আউট হন মঈন আলি। গুয়াহাটির মাঠে এমনিতে পরিসংখ্যান বেশ ভালো অজিঙ্কা রাহানের। কিন্তু আজ সাফল্য পান নি কলকাতার অধিনায়ক। ১৫ বলে ১৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন তিনি। জোড়া উইকেটের পতনের পরেও অবশ্য এক মুহূর্তের জন্য সমস্যায় পড়তে হয় নি কলকাতাকে। নেপথ্যে ক্যুইন্টন ডি কক। আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে জশ হ্যাজেলউডের স্যুইং-এ বিভ্রান্ত হয়েছিলেন তিনি। থামতে হয়েছিলো ৪ রান করেই। কিন্তু আজ অনবদ্য ব্যাটিং করলেন তিনি। কার্যত একাই এগিয়ে নিয়ে গেলেন নাইট রাইডার্সের স্কোরবোর্ড। ৬১ বলে খেলে ৯৭ রান করে অপরাজিত রইলেন ডি কক। মেরেছেন ৮টি চার ও ৬টি ছক্কা। অষ্টাদশতম ওভারে জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিনি। ১৮ বলে ২২* রান করেন অঙ্গকৃষ রঘুবংশীও।

নারাইনকে ছাড়াই জয় কলকাতার-

Sunil Narine | IPL | Image: Getty Images
Sunil Narine | IPL | Image: Getty Images

অসুস্থতার জন্য আজ মাঠে নামতে পারেন নি কলকাতার ক্যারিবিয়ান ম্যাচ উইনার সুনীল নারাইন (Sunil Narine)। ২০২১-এর পর এই প্রথম আইপিএলে (IPL) বেগুনি-সোনালী জার্সি গায়ে কোনো ম্যাচে নামতে পারলেন না তিনি। যদিও তাঁর অনুপস্থিতি অনুভূত হয় নি আজ। তাঁর বিকল্প হিসেবে প্রথম একাদশে জায়গা করে নেওয়া মঈন আলি ব্যাট হাতে সফল না হলেও বল হাতে নিয়েছেন দুই উইকেট। আজকের  জয়ের পর পয়েন্ট তালিকায় নবম স্থান থেকে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে আসতে পেরেছে তারা। সাফল্যের দিনেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে স্পিনের বিরুদ্ধে অধিনায়ক অজিঙ্কা রাহানের ফর্ম। ২০২৩-এর আইপিএল থেকে পেস বোলারদের বিপক্ষে যেখানে তাঁর গড় ৩৪-এর বেশী, স্ট্রাইক রেট ১৭২। সেখানে স্পিনের বিপক্ষে গড় কমে দাঁড়ায় ২০তে। স্ট্রাইক রেট ১২৪। জিঙ্কস-এর এই দুর্বলতা মরসুম জুড়ে ভোগাতে পারে দলকে, আশঙ্কা অনেকের।

Also Read: IPL 2025: “বাতিল করে ঠিকই করেছে…” ব্যর্থ নীতিশ রাণা, প্রাক্তন নাইটকে কটাক্ষ সোশ্যাল মিডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *