IPL 2025: রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স, দুই দলই আইপিএল (IPL) অভিযান শুরু করেছে পরাজয় দিয়ে। হায়দ্রাবাদের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের ঝড়ের মুখে উড়ে গিয়েছেন সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা। আর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স মুখ থুবড়ে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আজ গুয়াহাটির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই দুই শিবিরের জন্যই। রাজস্থানের (RR) জার্সিতে তুরুপের তাস হয়ে উঠতে পারেন সঞ্জু স্যামসন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন তিনি। এছাড়াও নজর থাকবে শুভম দুবে, শিমরণ হেটমায়ার, ধ্রুব জুরেলদের উপর। মর্যাদার লড়াইতে আরও একবার নাইট রাইডার্সকে (KKR) সামনে থেকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। বেঙ্গালুরুর বিরুদ্ধে সফল হন নি ভেঙ্কটেশ আইয়ার। পৌনে চব্বিশ কোটির তারকার উপর আজ ভালো পারফর্ম করার চাপ থাকবে। সাফল্যের কারিগর হতে পারেন রাসেন, নারাইনরাও।
Read More: IPL 2025: বোলিং মাস্টারক্লাসে মনোযোগী ছাত্র বরুণ চক্রবর্তী, রাজস্থান ম্যাচের আগে ভুল শুধরে নিতে মরিয়া স্পিন তারকা !!
IPL 2025 ম্যাচের ক্রীড়াসূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ০৬
তারিখ- ২৬/০৩/২০২৫
ভেন্যু- ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট
Dr. Bhupen Hazarika Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

গুয়াহাটির ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের দ্বিতীয় ‘হোমগ্রাউন্ড’-এ সাধারণত ব্যাটিং সহায়ক বাইশ গজ’ই চোখে পড়ে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯২। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৮৯। আজও বড় রানই প্রত্যাশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ইনিংসের শুরুতে গুয়াহাটির পিচে বাউন্স থাকে। যা কাজে লাগানোর চেষ্টা করতে পারেন পেসাররা। এখনও অসমের এই মাঠে ৪টি মাত্র আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে একটি ক্ষেত্রে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। দুইটি ম্যাচে রান তাড়া করে এসেছে সাফল্য। আর একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। বুধবার টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
Guwahati Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

বুধবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই গুয়াহাটিতে, খবর মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ শতাংশ হওয়ার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন বায়ুর গতিবেগ হতে পারে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা।
KKR vs RR হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩০
- রাজস্থানের জয়- ১৪
- কলকাতার জয়- ১৪
- অমীমাংসিত- ০২
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ’টি সরাসরি টিভির পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে আইপিএলের (IPL) খেলাগুলি।
দুই দলের সম্ভাব্য একাদশ-

রাজস্থান রয়্যালস-
যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শুভম দুবে, শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুখি, সন্দীপ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- সঞ্জু স্যামসন, আকাশ মাধওয়াল, কোয়েনা মাপাখা, কুমার কার্তিকেয় সিং।
কলকাতা নাইট রাইডার্স-
ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা।
ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব আরোরা, মায়াঙ্ক মারকণ্ডে, লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে।
RR vs KKR Dream 11 Prediction-
ব্যাটার- অজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন, শুভম দুবে, শিমরণ হেটমায়ার
অলরাউন্ডার- ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন
উইকেটরক্ষক- ধ্রুব জুরেল
বোলার- তুষার দেশপাণ্ডে, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন
অধিনায়ক- সঞ্জু স্যামসন
সহ-অধিনায়ক- অজিঙ্কা রাহানে
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।