IPL 2025: সোমবার চলতি আইপিএলের আরও একটি মহারণে রাজস্থান রয়্যালস ঘরের মাঠে গুজরাট টাইটান্সের (Rajasthan Royals vs Gujarat Titans) বিপক্ষে মাঠে নামতে চলেছে। শুভমান গিলের (Shubman Gill) দল এই বছর রাজস্থানের মুখোমুখি হয়ে ৫৮ রানে পরাজিত করেছিল। ফলে আজ রিয়ান পরাগ (Riyan Parag) জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে। এখনও পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রাজস্থান। অন্যদিকে গুজরাট ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে।
Read More: অধিনায়কত্ব হারাচ্ছেন ঋষভ পন্থ, এই মারকুটে তারকা মনে ধরেছে LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কার !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম গুজরাট টাইটান্স (GT)
ম্যাচ নং- ৪৭
তারিখ- ২৮/০৪/২০২৫
ভেন্যু- সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
সয়াই মানসিং স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

সয়াই মানসিং স্টেডিয়ামের পিচে ব্যাটসম্যান ও বোলার উভয়েই সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে স্পিনাররা এই স্টেডিয়ামে নিজেদের দাপট দেখানোর সুযোগ পান। আইপিএলের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস জয়পুরের এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮০ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস মাত্র ২ রানে পরাজিত হয়। এখনও পর্যন্ত আইপিএলে সয়াই মানসিং স্টেডিয়ামে ৫৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ২১ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৩৮ টি ম্যাচে জয়লাভ করেছে। এই মাঠে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান ১৬২।
জয়পুরের আবহাওয়ার পূর্বাভাস-

সোমবার জয়পুরের আকাশ সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল থাকবে। সন্ধ্যার দিকেও আকাশে মেঘের দেখা পাওয়া যাবে না। ফলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। সকলের দিকে জয়পুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। তবে সন্ধ্যার দিকে ম্যাচ চলাকালীন তাপমাত্রা অনেকটাই নেমে এসে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ১৫ শতাংশ। এই সময় বাতাস বইবে ঘন্টায় ৮ কিমি বেগে।
RR vs GT হেড টু হেড-

বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স ৭ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১ টি ম্যাচে রাজস্থান এবং ৬ টি ম্যাচে গুজরাট জয়লাভ করেছে।
মোট ম্যাচ | রাজস্থান রয়্যালস জিতেছে | গুজরাট টাইটান্স জিতেছে |
০৭ | ০১ | ০৬ |
RR vs GT ম্যাচের লাইভ স্ট্রিমিং-
চলতি আইপিএলে সোমবার রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। অন্যদিকে সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ৪৭ তম ম্যাচটি অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পাওয়া যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-

রাজস্থান রয়্যালস
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তুষার দেশপান্ডে, ফজলহক ফারুকী
ইম্প্যাক্ট প্লেয়ার- সন্দীপ শর্মা/কুমার কার্তিকেয়
গুজরাট টাইটান্স
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, শেরফান রাদারফোর্ড, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ,
ইম্প্যাক্ট প্লেয়ার- ইশান্ত শর্মা/আরশাদ খান
Read Also: KL রাহুলকে যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি, সবার সামনেই করলেন এই কাজ !!