IPL 2025 RR vs CSK: বাদ পড়ছেন জোফ্রা আর্চার, চেন্নাইয়ের বিরুদ্ধে স্পিন অস্ত্রে শান দিচ্ছে রাজস্থান রয়্যালস !! 1

IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারে নি তারা। হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। গুয়াহাটিতে আজ মরসুমের শেষ ম্যাচ তাদের। জয় ছিনিয়ে নিয়েই জয়পুরে ফিরতে চাইবেন রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনরা। এখনও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে উইকেটকিপিং-এর ছাড়পত্র পান নি সঞ্জু (Sanju Samson)। ফলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই কেবল নামবেন তিনি। তাঁর সাথে ওপেন করতে চলেছেন যশস্বী জয়সওয়াল। হায়দ্রাবাদ ও কলকাতার বিরুদ্ধে তিন নম্বরে দেখা গিয়েছে রিয়ান পরাগকে (Riyan Parag)। রান পান নি তিনি। কিন্তু কার্যনির্বাহী অধিনায়কের উপর তিনি যে আস্থা রাখছেন, তা স্পষ্ট করে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তাই চেন্নাইয়ের বিপক্ষেও সম্ভবত তিনে দেখা যাবে তাঁকে।

চার নম্বরে খেলতে চলেছেন নীতিশ রাণা। পরপর দুই ম্যাচে হতাশ করেছেন তিনি। দিল্লীর বাম হাতির সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। পাঁচ নম্বরে দেখা যাবে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel)। ভালো ফর্মে আছেন তিনি। ধারাবাহিকতা বজায় রাখাই এখন চ্যালেঞ্জ। দুই ‘ফিনিশার’ হিসেবে একাদশে রাখা হতে পারে শুভম দুবে ও শিমরণ হেটমায়ারকে। গত দুই ম্যাচে অকাতরে রান বিলিয়েছেন জোফ্রা আর্চার। ১২.৫০ কোটির পেসারকে তাই বাদই দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কোচ দ্রাবিড়। বদলে পেস বিভাগের মুখ হয়ে ওঠার সম্ভাবনা আফগানিস্তানের ফজলহক ফারুখি’র। তাঁর সঙ্গে থাকছেন সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডেরা। গুয়াহাটির ঘূর্ণি পিচের কথা মাথায় রেখে দুই লঙ্কান স্পিনার মাহিশ তীক্ষণা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হতে পারে একাদশে। বোলিং-এর সময় নামতে পারেন মধ্যপ্রদেশের কুমার কার্তিকেয় সিং-ও।

Read More: IPL 2025, RR vs CSK DREAM 11 PREDICTION: চেন্নাইয়ের বিরুদ্ধে মৌসুমের প্রথম জয় পেতে মোরিয়া রাজস্থান রয়্যালস, কেমন ভাবে সাজাবেন ফ্যান্টাসি দল ? জানুন এক ক্লিকেই !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ১১

তারিখ- ৩০/০৩/২০২৫

ভেন্যু- ডক্টর ভূপেন হাজারিকা স্টেডিয়াম, গুয়াহাটি

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Dr. Bhupen Hazarika Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dr. Bhupen Hazarika Cricket Stadium, Guwahati | Image: Getty Images
Dr. Bhupen Hazarika Cricket Stadium, Guwahati | Image: Getty Images

দ্বিতীয় হোমগ্রাউন্ড গুয়াহাটিতে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। সাধারণত এখানে ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়। কিন্তু এই আইপিএলে খানিক বদল দেখা গিয়েছে বাইশ গজের চরিত্রে। গত ২৬ তারিখের রাজস্থান বনাম কলকাতা ম্যাচে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন স্পিনাররা। মন্থর পিচে বল পড়ার সময় বাড়তি সময় লাগছে তা ব্যাটে আসতে। ফলে বড় শট খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিলো ব্যাটারদের পক্ষে। আজও যদি একই পিচে খেলা হয় তাহলে ১৬০-১৭০ রানেই আটকে থাকতে পারে স্কোরবোর্ড। ইতিপূর্বে আয়োজিত ৫টি আইপিএল ম্যাচের মধ্যে ১টিতে প্রথম ব্যাটিং করে ও ৩টিতে রান তাড়া করে এসেছে জয়। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। সন্ধ্যেবেলায় খেলা। তাই শিশির সমস্যার সম্মুখীন হতে পারে দুই দল। টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-ই করে নিতে চাইবেন।

RR vs CSK হেড টু হেড পরিসংখ্যান-

RR vs CSK | Image: Getty Images
RR vs CSK | Image: Getty Images
  • মোট ম্যাচ- ২৯
  • রাজস্থানের জয়- ১৩
  • চেন্নাইয়ের জয়- ১৬
  • শেষ সাক্ষাতে ফলাফল- চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী

Key Players (সম্ভাব্য তারকা)-

সঞ্জু স্যামসন-

চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের সম্ভাব্য তারকা হতে পারেন সঞ্জু স্যামসন। উইকেটকিপিং-এর ছাড়পত্র এখনও পান নি তিনি। ফলে শুধুমাত্র ব্যাটিং করছেন কেরলের ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে ধুন্ধুমার অর্ধশতক করেছেন সঞ্জু। নাইট রাইডার্সের বিরুদ্ধে রান না পেলেও আজ তিনি ফিরতে পারেন ফর্মে। গুয়াহাটির বাইশ গজ খানিক মন্থর, স্পিন সহায়ক। সঞ্জুর স্পিন খেলার দক্ষতা তাঁকে সাফল্য এনে দিতে পারে আজ।

ধ্রুব জুরেল-

চলতি আইপিএলে এখনও অবধি রাজস্থান রয়্যালসের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ধ্রুব জুরেল। সানরাইজার্সের বিপক্ষে অর্ধশতক করেছিলেন উত্তরপ্রদেশের তরুণ। রান পেয়েছেন নাইটদের বিরুদ্ধেও। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও ফর্ম ধরে রাখাই লক্ষ্য হবে তাঁর জন্য।

ওয়ানিন্দু হাসারাঙ্গা-

আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গুয়াহাটির স্পিন সমৃদ্ধ মন্থর পিচ তাঁর বোলিং-কে করে তুলতে পারে আরও ঘাতক।

সম্ভাব্য একাদশ-

Rajasthan Royals | IPL | Image: Getty Images
Rajasthan Royals | IPL | Image: Getty Images

ওপেনার- সঞ্জু স্যামসন*, যশস্বী জয়সওয়াল

মিডল অর্ডার- নীতিশ রাণা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল

ফিনিশার- শুভম দুবে, শিমরণ হেটমায়ার

বোলার- ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তীক্ষণা, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুখি, কুমার কার্তিকেয় সিং*

উইকেটরক্ষক- ধ্রুব জুরেল

*- ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

এক নজরে RR-এর সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শুভম দুবে, শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তীক্ষণা, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুখি।

প্রথমে বোলিং-এর ক্ষেত্রে-

যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শুভম দুবে, শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তীক্ষণা, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুখি, কুমার কার্তিকেয় সিং।

ইমপ্যাক্ট প্লেয়ার- সঞ্জু স্যামসন/কুমার কার্তিকেয় সিং, আকাশ মাধওয়াল, কোয়েনা মাপাখা, কুণাল রাঠৌর।

Also Read: IPL 2025: লাগাতার হারে কোনঠাসা রাজস্থান, গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছেন এই খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *