IPL 2025: রবিবার আইপিএলের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার (Rajasthan Royals vs Chennai Super Kings) কিংসের বিপক্ষে মাঠে নামবে। টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) এবং কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে দুই ম্যাচে হারের সম্মুখীন হয়েছে রাজস্থান। নতুন অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে দলকে দিশা দেখাতে পারেননি। অন্যদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুরন্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে চেপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের সম্মুখীন হয়েছে।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ১১
তারিখ- ৩০/০৩/২০২৫
ভেন্যু- বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, গুয়াহাটি
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

গুয়াহাটির বর্ষাপড়া ক্রিকেট স্টেডিয়ামও ভারতের ব্যাটিং বান্ধব স্টেডিয়ামের তালিকায় রয়েছে। তবে এই মাঠে প্রথম দিকে পেসাররা বল হাতে বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচে আইপিএলে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে রাজস্থান ১৫১ রান সংগ্রহ করে। তবে এই মাঠের গড় স্কোর ১৮০। এখনও পর্যন্ত আইপিএলে এই স্টেডিয়ামে মোট ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল যথাক্রমে ২ বার করে জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
গুয়াহাটির আবহাওয়ার পূর্বাভাস-

রবিবার গুয়াহাটির আকাশ দিনের বেলায় সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তবে ম্যাচ চলাকালীন আকাশে আংশিক মেঘ দেখা যাবে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় গুয়াহাটির তাপমাত্রা ৩৩ ডিগ্ৰি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তবে সন্ধ্যার দিকে তাপমাত্রা গড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬০ শতাংশ। ঘন্টায় ১১ কিমি বেগে বাতাস বইবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
RR vs CSK হেড টু হেড-

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ২৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে তার মধ্যে ১৬ ম্যাচে চেন্নাই এবং ১৩ ম্যাচে রাজস্থান জয়লাভ করেছে।
মোট ম্যাচ | রাজস্থান রয়্যালস জিতেছে | চেন্নাই সুপার কিংস জিতেছে |
২৯ | ১৬ | ১৩ |
RR vs CSK লাইভ স্ট্রিমিং-
রবিবার দিনের দ্বিতীয় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের হাইভোল্টেজ ম্যাচটি দেখার জন্য টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলেগুলিতে চোখ রাখতে হবে। এছাড়াও এই বছর আইপিএলের সমস্ত ম্যাচ অনলাইনে জিওহটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি দেখা যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-

রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা
ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে/ আকাশ মাধওয়াল
চেন্নাই সুপার কিংস
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), মাথিশা পাথিরানা, নূর আহমেদ, খলিল আহমেদ
ইমপ্যাক্ট প্লেয়ার: শিবম দুবে/কমলেশ নাগরকোটি