IPL 2025: গতকাল আইপিএলে দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে (Rajasthan Royals vs Chennai Super Kings) হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে। গুয়াহাটির বর্ষাপড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে একাধিক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রিয়ান পরাগ (Riyan Parag) ৬ রানে জয় নিশ্চিত করে দলের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনেন। এটা ছিল এই বছর আইপিএলে রাজস্থানের প্রথম সাফল্য। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে এবার ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছেন ক্রিকেট ভক্তরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra) আগে থেকেই জানতেন ম্যাচের ফলাফল কি হতে চলেছে। এমনই অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
Read More: IPL 2025: এই ক্রিকেটার MI’এর জন্য বোঝা হয়ে উঠেছেন, ক্রমাগত ব্যর্থ হওয়ার পরেও ছাড়ছেন না নিজের জায়গা!!
RR vs CSK ম্যাচে ফিক্সিংয়ের ছায়া-

রবিবার গুয়াহাটিতে প্রথমে টসে জিতে চেন্নাই সুপার কিংস (CSK) বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে রাজস্থান রয়্যালস (RR) প্রথম ইনিংসে ১৮২ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চেন্নাই ব্যাটিং অর্ডার চাপের মুখে পড়ে যায়। ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) বল হাতে জ্বলে উঠেছিলেন। এইরকম পরিস্থিতিতে ব্যাট হাতে মরিয়া লড়াই চালাচ্ছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। গুরুত্বপূর্ণ সময় ১৬ তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা যখন ৫ নম্বর বল করতে এগিয়ে যাচ্ছিলেন তখন ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “এখন একটি উইকেট পড়তে চলেছে।” ঠিক সেই বলেই রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। সঙ্গে সঙ্গে কমেন্ট্রি প্যানেলে উপস্থিত হরভজন সিং (Harbhajan Singh) মজা করে বলেন, “আকাশের মুখাটাই খারাপ। যা কিছু বলে তা সত্যি হয়ে যায়।” ফলে অনেকেই মনে করছেন রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের স্ত্রিপ্ট আকাশ চোপড়া আগে থেকেই জানতেন। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে।
এক নজরে RR vs CSK ম্যাচ-

রাজস্থান রয়্যালস প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করে চেন্নাই সুপার কিংসকে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা দেয়। ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন তারকা নীতিশ রানা (Nitish Rana) ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়াও অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) ব্যাট থেকে এসেছিল ২৮ বলে ৩৭ রান। অন্যদিকে ১৮৩ রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ৪৪ বলে ৬৩ রান করে মরিয়া লড়াই চালিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) রাজস্থানের হয়ে একের পর এক উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে থাকেন। রুতুরাজকে ৬৩ রানে এই অভিজ্ঞ স্পিনার মাঠের বাইরে পাঠিয়ে দেন। ম্যাচে হাসারাঙ্গা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নায়ক হয়ে ওঠেন। এর ফলে ৬ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এই বছর আইপিএলের প্রথম জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।