রিয়ান পরাগের জন্য শুভ প্রমান হলো সারা আলী খান, CSK কে ৬ রানে হারিয়ে জিতলো ম্যাচ !! 1

এক দুরন্ত ম্যাচের পরিসমাপ্তি ঘটলো গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড। আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শুরুতেই উইকেট হারানোর কারণে ব্যাটিংয়ে আসেন নীতিশ রানা (Nitish Rana)। পাওয়ার প্লের ভিতরে দুরন্ত ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছেন প্রাক্তন কেকেরিয়ান।

প্রথমে ব্যাটিং করে ১৮২ রান বানায় রাজস্থান

ipl 2025
RR vs CSK | Image: Getty Images

পাওয়ার প্লের ভিতরে ব্যাট হাতে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রানার ব্যাটিংয়ে দল ৭৯ রান বানিয়ে ফেলে। পাওয়ার প্লেতে রাজস্থানের দুর্দান্ত ব্যাটিং চেন্নাইয়ের থেকে ম্যাচ আরও দূরে নিয়ে চলে যেতে থাকে। পাওয়ার প্লে কেটে গেলে বোলিংয়ে আসেন নূর আহমেদ এবং সঞ্জু স্যামসনকে ১৬ বলে ২০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান।

Read More: IPL 2025: “ফ্লাওয়ার নয়, ফায়ার…” নীতিশ রাণা’র ব্যাটে রানের বৃষ্টি, হইচই সোশ্যাল মিডিয়ায় !!

দলের হয়ে দুরন্ত ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরেন। ৩৬ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ৮১ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন রিয়ান পরাগ (Riyan Parag) ২৮ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন। শেষের দিকে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে এসেছিল ১৯ রান যার দৌলতে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান বানাতে সক্ষম হয়েছিল সুপার কিংস। গত চার বছরে চেন্নাই সুপার কিংস এর পক্ষ থেকে ১৭৫ রানের বেশি স্কোর দ্বিতীয় ইনিংসে দেখা যায়নি আজকের ম্যাচেও ঠিক তার প্রমাণ পাওয়া গিয়েছে।

মৌসুমের প্রথম জয় পেল রাজস্থান

Ipl 2025
Rajasthan Royals | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে, শুরুতেই অর্থাৎ প্রথম ওভারে ই মাত্র চার বলে খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন রাচিন রবীন্দ্র পাওয়ারপ্লের ভিতরে সুপার কিংস মাত্র ৪২ রান বানাতে সক্ষম হয়েছিল। ওপেনিং করতে এসে ১৯ বলে ২৩ রান বানিয়ে আউট হন রাহুল ত্রিপাঠি। এই মৌসুমে ব্যাট হাতে বারবার ব্যার্থ হচ্ছেন তিনি। এবছর চেন্নাইয়ের মিডিল অর্ডার ব্যাটিং বড় প্রশ্ন তুলেছে। শিবম দুবেকেও (Shivam Dube) সেভাবে ছন্দে দেখতে পাওয়া যায়নি। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

দলের হয়ে সর্বাধিক ৬৩ রানের ইনিংস খেলেন ঋতুরাজ গাইকোয়ার্ড। ৪৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এসেছিল এই ইনিংস। তাছাড়া রবীন্দ্র জাদেজার ২২ বলে ৩২, এমএস ধোনির ১১ বলে ১৬ ও জিমি ওভারটনের ৪ বলে ১১ রানের ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান বানাতেই সক্ষম হয়েছিল চেন্নাই। ৬ রানে ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে সর্বাধিক ৪ উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং একটি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার ও সন্দীপ শর্মা।

Read Also: IPL 2025: ‘নিজেদের পায়ে কুড়ুল মারলো…’ রাজস্থানের বিরুদ্ধে হেরে ট্রলিং-এর শিকার চেন্নাই, তোপের মুখে ধোনি’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *