IPL 2025: ২০০৮ সালে আইপিএলের (IPL) প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিলো রাজস্থান রয়্যালস (RR)। এরপর দেড় দশকের বেশী সময় কেটে গেলেও আর দ্বিতীয় ট্রফি জেতার সৌভাগ্য হয় নি তাদের। ২০২২ সালে খুব কাছাকাছি এসেছিলো রাজস্থান। পৌঁছেছিলো ফাইনালে। কিন্তু শেষরক্ষা হয় নি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে ভেঙেছিলো স্বপ্ন। এরপর ২০২৩-এ ভালো শুরু করেও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ফর্ম হারানোর ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেন নি সঞ্জু স্যামসন’রা। ২০২৪-এ যদি ফের শেষ চারে জায়গা করে নিতে পেরেছিলো রয়্যালস শিবির। এলিমিনেটর ম্যাচে জিতেওছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বাধা আর টপকানো যায় নি। ২০২৫-এ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। সেই লক্ষ্যেই শক্তিশালী স্কোয়াড গড়ার চেষ্টায় টিম ম্যানেজমেন্ট।
Read More: IPL 2025: বাদ আইয়ার-রানা, KKR-এর রিটেনশনে ঝুলছে রিঙ্কু-রাসেলের ভাগ্য !!
‘কোর’ গ্রুপ ধরে রাখতে চায় রাজস্থান-
২৯ সেপ্টেম্বর আইপিএলের (IPL) রিটেনশনের নিয়মবিধি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২২ সালে চারটি রিটেনশন স্লট দেওয়া হয়েছিলো। ২০২৫-এ ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলোচনার পর তা বাড়িয়ে করা হয়েছে পাঁচটি। সেই স্লটগুলির মূল্যও নির্ধারণ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রথম তিনটি স্লটের জন্য দাম ধার্য্য করা হয়েছে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। পরবর্তী দুটি স্লটের জন্য খরচ করতে হবে ১৮ ও ১৪ কোটি। তবে এই দাম আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকাদের ক্ষেত্রে। আনক্যাপড ক্রিকেটারদের ‘রিটেন’ করতে গেলে লাগবে চার কোটি টাকা। হাতে গোণা যে কয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পাঁচটি রিটেনশন স্লটই ব্যবহার করতে পারে তাদের মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস (RR)। ১২০ কোটি টাকার অকশন পার্সের অনেকটাই প্লেয়ার রিটেনশনেই খরচ করার সাহস দেখাতে পারে তাদের টিম ম্যানেজমেন্ট।
অধিনায়ক হিসেবে রাজস্থান জার্সিতে মোটের উপর সফল সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে অবশ্যই রিটেন করবে ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় স্লটটি পেতে পারেন জস বাটলার (Jos Buttler)। ইংল্যান্ড তারকা রয়্যালস ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ। ২০২২ সালে জিতেছিলেন কমলা টুপি। তাঁকেও হাতছাড়া করা হবে না। বাটলার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জন্যও থাকছে একটি রিটেনশন স্লট। আগামীর মহাতারকা হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর মধ্যে। বাম হাতি ব্যাটারের উপর বিনিয়োগ করতে তাই দ্বিধা নেই রাজস্থান ফ্র্যাঞ্চাইজির। সদ্য জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে অসমের রিয়ান পরাগের (Riyan Parag)। তরুণ অলরাউন্ডার ছয় বছর রয়েছেন রয়্যালস দলে। বিচ্ছেদ হচ্ছে না এবারও। যদি আনক্যাপড কাউকে ধরে রাখতে চায় রাজস্থান, তাহলে শিকে ছিঁড়তে পারে সন্দীপ শর্মা’র কপালে।
চাহালের জন্য ব্যবহৃত হবে RTM-
এবারের আইপিএল (IPL) মেগা নিলামে ফেরানো হয়েছে রাইট টু ম্যাচ বা আরটিএম ব্যবহারের সুযোগ। এই পদ্ধতিতে কোনো রিলিজ করে দেওয়া ক্রিকেটারকে তাঁর নিলামে পাওয়া সর্বোচ্চ অর্থের সমান মূল্য প্রদান করে দলে ফেরানো যায়। একটি আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। সূত্রের খবর যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য ব্যবহার করা হতে পারে তা। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক চাহাল ২০২২ সালে যোগ দিয়েছিলেন রাজস্থান রয়্যালসে (RR)। একবার পার্পল ক্যাপ’ও জিতেছেন তিনি। গত তিন মরসুমে তাঁর উইকেট সংখ্যা ৬৬। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, যে কোনো পরিস্থিতিতে বোলিং করতে সিদ্ধহস্ত তিনি। নিয়মিত উইকেট তুলে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। সেই কারণেই যে কোনো মূল্যে হরিয়ানার লেগ স্পিনার’কে ফেরাতে রাজী রাজস্থান শিবির।