IPL 2025: আইপিএলের প্রথম মরসুমে ট্রফি জিতেছিলো রাজস্থান রয়্যালস (RR)। এরপর আর খেতাব জয়ের সৌভাগ্য হয় নি তাদের। ২০২২-এ ফাইনালে পৌঁছেও ফিরতে হয়েছিলো খালি হাতে। গত দুই বছর শুরুটা বেশ ভালো করলেও টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এসে মুখ থুবড়ে পড়েছে রয়্যালস শিবির। ২০২৩-এ প্লে-অফের টিকিট’ই অর্জন করতে পারে নি তারা। ২০২৪-এও দীর্ঘ সময় লীগ টেবলেও শীর্ষস্থানে এসে শেষ মুহূর্তে তিন নম্বরে নেমে গিয়েছিলো রাজস্থান (RR)। কোনোক্রমে শেষ চারে পৌঁছলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়। সেই দুর্বলতা মুছে ফেলতে এবার মরিয়া সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়াররা। গত নভেম্বরের মেগা নিলাম থেকে একঝাঁক নতুন তারকাকে স্কোয়াডে সামিল করেছে তারা। মাঠে নামার জন্য ক্রিকেটাররা প্রস্তুত হলেও চিন্তা বাড়িয়েছেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। আহত হয়েছেন তিনি।
Read More: স্টেডিয়ামে প্রকাশ্যে বান্ধবীকে চুম্বন চাহালের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
‘আহত’ দ্রাবিড়কে নিয়ে চিন্তায় রাজস্থান-

ক্রিকেটারদের চোট-আঘাতের খবর শোনা যায় অহরহ। নানা সময় বহু টুর্নামেন্ট থেকে ছিটকেও যান তাঁরা। কিন্ত তা বলে চোটের তালিকায় কিনা খোদ কোচের নাম? এমন অবাক কাণ্ডই এবার ঘটেছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম শুরুর আগে। বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে বাম পায়ে আঘাত পেয়েছেন রাজস্থান রয়্যালস প্রশিক্ষক রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সম্পূর্ণ সুস্থ না হলেও আজই তিনি যোগ দিয়েছেন রাজস্থানের অনুশীলন শিবিরে। কিন্তু এই অবস্থায় তাঁর পক্ষে অনুশীলনে ক্রিকেট তারকাদের ভুলভ্রান্তি দূর করে তাঁদের মাঠে নামার জন্য প্রস্তুত করে তোলা কতদূর সম্ভব হবে তা নিয়ে বেশ চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। রাহুলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজি। সেখানে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে রয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল।’ হাসিমুখে ‘থাম্বস আপ’ও দেখাচ্ছেন তিনি। কিন্তু নজর এড়াবে না পায়ের অর্থোপেডিক বুট’টি।
২০১৪ সালে প্রথমবার রাজস্থানের ‘প্লেয়ার কাম মেন্টর’ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। দুই বছর সামলেছেন দায়িত্ব। এরপর ২০১৬তে মেন্টর হিসেবে যোগ দেন দিল্লী ডেয়ারডেভিলসে (ক্যাপিটালস)। একইসাথে ভারত-এ দলেরও দায়িত্ব নিয়েছিলেন। ২০১৭ মরসুমের পর দিল্লী (DC) ছেড়ে ভারত-এ দলের উপরেই ফোকাস করেন তিনি। দ্রাবিড়ের অধীনে ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ’ও জেতে ‘বয়েজ ইন ব্লু।’ এরপর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের ভূমিকায় বেশ কিছুদিন দেখা গিয়েছে তাঁকে। কোচিং-এ ফেরেন ২০২১-এ। তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে ভারতীয় দলের হাল ধরেন। টিম ইন্ডিয়ার সাথে থেকেছেন ২০২৪-এর জুন অবধি। টি-২০ বিশ্বকাপ জিতিয়ে বিদায় জানান রোহিত-কোহলিদের ড্রেসিংরুমকে। প্রায় এক দশক পর রাজস্থানের হয়েই আইপিএলে (IPL) তিনি শুরু করছেন দ্বিতীয় ইনিংস।
দেখুন সেই ছবিটি-
Head Coach Rahul Dravid, who picked up an injury while playing Cricket in Bangalore, is recovering well and will join us today in Jaipur 💗 pic.twitter.com/TW37tV5Isj
— Rajasthan Royals (@rajasthanroyals) March 12, 2025
রাজস্থানের চমক বৈভব সূর্যবংশী-

এবার আইপিএলের (IPL) অন্যতম চর্চিত দল রাজস্থান রয়্যালস। নেপথ্যে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বছর ১৩’র কিশোর’কে জেড্ডার মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এর আগে বাংলার প্রয়াস রায় বর্মণ ১৬ বছর বয়সে আইপিএল (IPL) খেলে নজির গড়েছিলেন। এবার বিহারের বৈভব যদি মাঠে নামার সুযোগ পান তাহলে তিনিই হবেন টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার। ইতিমধ্যে বয়সভিত্তিক ক্রিকেটে নজর কেড়েছেন ১৩ বর্ষীয় কিশোর। খেলেছেন এমার্জিং এশিয়া কাপ’ও। দ্রাবিড়ের তত্ত্বাবধানে কোন পথে এগোয় তাঁর আইপিএল (IPL) কেরিয়ার, নজর থাকবে সেইদিকে। বৈভব ছাড়াও আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে নাইট রাইডার্স প্রাক্তনী নীতিশ রাণা’কে। গোলাপি জার্সিতে ফিরছেন জোফ্রা আর্চার। রয়েছেন তরুণ প্রোটিয়া পেসার কোয়েনা মাপাখা’ও।