IPL 2025: গত কয়েক মরসুমে তীরে এসে বারবার তরী ডুবেছে রাজস্থান রয়্যালসের (RR)। কখনও ফাইনাল থেকে ফিরতে হয়েছে খালি হাতে। কখনও আবার ছিটকে যেতে হয়েছে এলিমিনেটর বা কোয়ালিফায়ারে। এবার শেষ বাধাটুকু অতিক্রম করে দ্বিতীয় বারের জন্য আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হতে মরিয়া তারা। বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় পায়ে গুরুতর চোট পেয়েছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। পায়ে প্লাস্টার বেঁধেই অনুশীলন শিবিরে হাজির তিনি। ইলেকট্রিক হুইলচেয়ারে বসে শুধরে দিচ্ছেন ক্রিকেটারদের ভুলত্রুটি। এসে পৌঁছেছেন বিদেশী তারকারাও। জোরকদমে চলছে প্রস্তুতি। ২৩ তারিখ দুপুরে হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করছে রাজস্থান (RR)। তার আগে চমকে দেওয়ার মত খবর মিললো ফ্র্যাঞ্চাইজি সূত্রে। জানা গেলো যে আচমকাই অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা। সঞ্জু স্যামসন (Sanju Samson) নয়, দায়িত্ব সামলাবেন রিয়ান পরাগ।
Read More: IPL 2025: বাদ হার্দিক পান্ডিয়া, চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন অধিনায়ক ঘোষণা করলো মুম্বই ইন্ডিয়ান্স !!
‘আনফিট’ সঞ্জু’র বদলে নেতা রিয়ান-

হায়দ্রাবাদ, কলকাতা ও চেন্নাইয়ের বিরুদ্ধে মরসুমের প্রথম তিনটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস (RR)। এই তিন ম্যাচে মাঠে নামবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু অধিনায়কত্ব করতে দেখা যাবে না তাঁকে। তাঁর বদলে দল সামলানোর দায়িত্ব পালন করবেন অসমের তরুণ রিয়ান পরাগ, এমন ‘আজব’ সিদ্ধান্তের কথাই বৃহস্পতিবার ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ চলাকালীন আঙুল ভেঙেছিলো সঞ্জুর (Sanju Samson)। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। ব্যাটিং অনুশীলন শুরু করলেও এখনও পর্যন্ত তাঁকে উইকেটকিপিং বা ফিল্ডিং-এর ছাড়পত্র দেন নি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা। ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ব্যবহার শুধুমাত্র ব্যাটার হিসেবে যাতে মাঠে নামানো যায় তা নিশ্চিত করতেই প্রথম তিন ম্যাচে অধিনায়ক বদল করছে রাজস্থান শিবির, মত ক্রিকেটবোদ্ধাদের।
“আগামী তিনটি ম্যাচের জন্য আমি সম্পূর্ণ ফিট নই। আমাদের দলে অনেক নেতা রয়েছে। গত কয়েক বছরে তাঁরা দলের অন্দরমহলের পরিবেশের দারুণ খেয়াল রেখেছেন। আগামী তিনটি ম্যাচে রিয়ান দলকে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই সক্ষমতা রয়েছে। আশা করছি সবাই ওর পাশে থাকবেন সব সময়,” বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। বয়স মাত্র ২৩ হলেও অধিনায়কত্ব নতুন নয় রিয়ান পরাগের (Riyan Parag) কাছে। ঘরোয়া ক্রিকেটে এর আগে অসমের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ২০২৩ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) সেমিফাইনালও খেলেছিলো অসম। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি। আইপিএলের (IPL) ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম নেতা হিসেবে রবিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবেন রিয়ান (Riyan Parag)।
দেখুন রাজস্থানের ঘোষণা’টি-
💪 Update: Sanju will be playing our first three games as a batter, with Riyan stepping up to lead the boys in these matches! 💗 pic.twitter.com/FyHTmBp1F5
— Rajasthan Royals (@rajasthanroyals) March 20, 2025
আগেও ঘটেছে এমন ঘটনা-

কোনো দলের ঘোষিত অধিনায়ক মাঠে নামা সত্ত্বেও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন অন্য কেউ-এমন ঘটনা আগেও ঘটতে দেখা গিয়েছে আইপিএলে (IPL)। ২০২৩ মরসুমে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র তৎকালীন ‘ক্যাপ্টেন’ ফাফ দু প্লেসি (Faf du Plessis)। পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলেছিলেন তিনি। ঐ তিনটি ম্যাচে অধিনায়কত্বের ভার সামলাতে দেখা গিয়েছিলো বিরাট কোহলিকে (Virat Kohli)। এর মধ্যে দু’টি ম্যাচে জিতেছিলো আরসিবি। হারতে হয়েছিলো একটিতে। ২০২৩ মরসুমে একই ঘটনা ঘটেছিলো মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও। ১৬ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটিতে তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেবল ব্যাটিং করেছিলেন। ম্যাচে নেতার ভূমিকায় দেখা গিয়েছিলো সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।