ipl-2025-riyan-parag-hit-on-the-wrist

IPL 2025: চলছে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (RR vs CSK) ম্যাচ। আপাতত আইপিএলে (IPL) দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে রাজস্থান। চেন্নাইয়ের অবস্থা অপেক্ষাকৃত সুবিধাজনক। তারা দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে, হারতে হয়েছে একটিতে। আজ জয় প্রয়োজন দুই শিবিরেরই। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। নীতিশ রাণা’র ধুন্ধুমার ইনিংসের সৌজন্য নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তুলতে পেরেছে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে আপাতত লড়াই চালিয়ে যাচ্ছে চেন্নাই (CSK)। কোন পথে গড়াবে খেলার ফলাফল তা বলা মুশকিল এখনই। আজকের ম্যাচে এক অদ্ভুত সমাপতনের সাক্ষী হয়েছে ক্রিকেটদুনিয়া। দুই দলের অধিনায়কই কার্যত একই ভাবে আহত হয়েছেন গুয়াহাটির মাঠে।

Read More: “উচিৎ হয় নি আমার…” ক্ষমা চাইলেন হরভজন, শ্রীশন্থকে চড় মেরে অনুতপ্ত টার্বুনেটর !!

চোট পেয়েছেন রিয়ান পরাগ-

Riyan Parag | IPL | Image: Getty Images
Riyan Parag | IPL | Image: Getty Images

১৮ তম ওভারে বোলিং করছিলেন শ্রীলঙ্কার মাথিশা পথিরাণা (Matheesha Pathirana)। ‘বেবি মালিঙ্গা’র ওভারের চতুর্থ ডেলিভারিটিতে পুল শট মারতে চেয়েছিলেন রাজস্থান রয়্যালসের (RR) কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। কিন্তু বলটি আচমকা লফিয়ে ওঠায় ব্যাটের সাথে সঠিক সংযোগ ঘটাতে পারেন নি তিনি। রিয়ানের ডান হাতের কবজিতে সরাসরি আছড়ে পড়ে সাদা কুকাবুরাটি। আঘাতের তীব্রতায় হাতের ব্যাট ফেলে দেন অসমের ক্রিকেটার। বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরতেও দেখা যায় তাঁকে।এরপর ক্রিজ ছেড়ে পাশের পিচে গিয়ে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসতে হয় ফিজিও’কে বেশ কিছুক্ষণ ধরে চলে শুশ্রুষা।

রিয়ানকে ঘিরে ভীড় জমাতে দেখা যায় রাজস্থানের সাপোর্ট স্টাফদের। এগিয়ে এসে শারীরিক অবস্থার খোঁজ নেন আম্পায়াররাও। শেষমেশ উঠে দাঁড়িয়ে ফের ব্যাট হাতে তুলে নেন তিনি। পাথিরাণা’র বলে আঘাত পাওয়ার পর রিয়ান ফের স্টান্স নিলেও বেশ নড়বড়েই লাগছিলো তাঁকে। ঠিক পরের ডেলিভারিটিতেই দুরন্ত ইয়র্কারে রাজস্থান অধিনায়কের স্টাম্প উড়িয়ে দেন শ্রীলঙ্কার তরুণ পেসার। ২৮ বল খেলে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ করে থামতে হয় তাঁকে। দ্বিতীয় ইনিংস ফিল্ডিং করতে নেমেছেন রিয়ান। দিচ্ছেন নেতৃত্ব’ও। তবে ম্যাচ শেষে নিঃসন্দেহে তাঁর কবজি’র অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। তখনই জানা যাবে ঠিক কতটা গুরুতর তাঁর চোট।

‘আহত’ পরাগ, দেখুন ভিডিও-

একই ঘটনা ঘটলো ঋতুরাজের সাথে-

Ruturaj Gaikwad | IPL | Image: Twitter
Ruturaj Gaikwad | IPL | Image: Twitter

রাজস্থান অধিনায়কের মতই ব্যাটিং-এর সময় কনুইতে আঘাত পেলেন চেন্নাই সুপার কিংস ‘ক্যাপ্টেন’ ঋতুরাজ গায়কোয়াড়’ও (Ruturaj Gaikwad)। জোফ্রা আর্চারের শিকার হয়ে রচিন রবীন্দ্র সাজঘরে ফেরার পর মাঠে নেমেছিলেন মহারাষ্ট্রের তারকা। খাতা খোলার আগেই চোট পেলেন তিনি। তুষার দেশপাণ্ডের লাফিয়ে ওঠে বলে পুল মারতে গিয়েছিলেন ঋতুরাজ। কিন্তু বাউন্স আন্দাজ করতে পারেন নি। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে বাম হাতের কনুইতে। যন্ত্রণায় ব্যাট ছুঁড়ে বসে পড়েন তিনি। ফিজিওকে ছুটে আসতে হয় ঋতুরাজের জন্যও। খানিক চিকিৎসার পর অবশ্য ব্যাট ধরতে সমস্যা হয় নি তাঁর। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও প্রতিবেদন লেখার সময় অবধি চেন্নাই অধিনায়ক কার্যত একা কুম্ভ হয়ে লড়াঈ চালিয়ে যাচ্ছেন।

Also Read: IPL 2025: চেন্নাইয়ের বিপক্ষে ঝলসে উঠলো নীতিশ রাণা’র ব্যাট, ১৮২ রানে থামলো রাজস্থান রয়্যালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *