IPL 2025: আইপিএল (IPL) যে মুহূর্তে কোনো ক্রিকেটারের কেরিয়ারের গতিপথটাই বদলে দিতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ অসমের রিয়ান পরাগ (Riyan Parag)। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে নতুন নয় তিনি। প্রথম রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২০১৯ সালে। তাঁর প্রতিভা সম্পর্কে সন্দেহ ছিলো না কারও। কিন্তু তা মেলে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। সাথে তাঁর অতি আত্মবিশ্বাসী কিছু মন্তব্য নিয়েও চলছিলো সমালোচনা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর ব্যাট হাতেই দিলেন তিনি। ২০২৪-এর আইপিএলে জ্বলে ওঠেন তরুণ তুর্কি। হয়ে ওঠেন রাজস্থান মিডল অর্ডারের স্তম্ভ। বাটলার-জয়সওয়ালরা ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হলেন চারে নামা রিয়ান (Riyan Parag) করেন ১৬ ম্যাচে ৫৭৩ রান। এরপর ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে নি বিশেষ। দ্রুত ডাক আসে জাতীয় দল থেকে।
Read More: IPL 2025: লক্ষ্ণৌ’র নেতৃত্ব হারাচ্ছেন KL রাহুল, ‘রিটেনশন’ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার !!
টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন রিয়ান-
২০২৪-এর আইপিএলে (IPL) সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে কমলা টুপি জিতেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় স্থানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। দুই তারকার ঠিক পিছনেই জায়গা করে নিয়েছেন ২২ বর্ষীয় রিয়ান পরাগ (Riyan Parag)। ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন তিনি। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি গত জুলাইয়ের জিম্বাবুয়ে সফরের জন্য যে ভারতীয় দল ঘোষণা করেন, সেখানে জায়গা পেয়েছিলেন তিনি। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। কেবল অসম নয়, সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের পুরুষ দলের জার্সিতে মাঠে নামেন রিয়ান। শেভ্রনদের বিরুদ্ধে মোট তিনটি টি-২০ ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। উল্লেখযোগ্য সাফল্য পান নি। কিন্তু তাঁর উপর আস্থা রাখার সিদ্ধান্তে অনড় ছিলো বিসিসিআই।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০’র সাথে ওডিআই সিরিজেও জায়গা দেওয়া হয়েছিলো রিয়ান পরাগ’কে (Riyan Parag)। জিম্বাবুয়ে সফরের পারফর্ম্যান্সের পর নির্বাচন নিয়ে প্রশ্ন যে ওঠে নি তা নয়। কিন্তু আরও একবার মাঠেই জবাব দেওয়ার পন্থা বেছে নেন রিয়ান। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচেই তিনি বুঝিয়ে দেন কেন তাঁকে কেবল ব্যাটার নয় বরং একজন অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চাইছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। মাত্র ১ ওভার ১বল হাত ঘুরিয়ে পাঁচ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। সিরিজের প্রথম দুটি একদিনের ম্যাচে ডাক পান নি তিনি। তৃতীয় ম্যাচেও সুযোগ পেয়েই জাত চেনান। আরও একবার ৩ উইকেট তুলে নেন অফস্পিনের জাদুতে। রিয়ান (Riyan Parag) লম্বা রেসের ঘোড়া হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজস্তানের সহ-অধিনায়ক হচ্ছেন তরুণ তুর্কি-
ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরেই ভালো পারফর্ম্যান্স করে আসছেন রিয়ান পরাগ (Riyan Parag)। রঞ্জি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা সাতটি ম্যাচে অর্ধশতক করার কৃতিত্ব রয়েছে তাঁর। আইপিএল (IPL) ও আন্তর্জাতিক ক্রিকেটের মত বড় মঞ্চে জাত চেনানোর পর আগামীর সুপারস্টার তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন রিয়ান। আসন্ন আইপিএল মেগা অকশনের আগে তাঁকে কোনো মূল্যেই হাতছাড়া করতে রাজী নয় রাজস্থান রয়্যালস (RR)। সম্ভবত ছ’টি রিটেনশন স্লট পাচ্ছে তারা। তার মধ্যে একটি যে রিয়ানকে দেওয়া হবে তা একপ্রকার নিশ্চিত। ১৭ বছর বয়স থেকে ফ্র্যাঞ্চাইজির সাথে রয়েছেন তিনি। আগামীতেও গোলাপি জার্সিতে মাঠে নামবেন তিনি। একইসাথে ২০২৫ মরসুম থেকে বাড়তি দায়িত্ব’ও পেতে পারেন তিনি। অধিনায়ক সঞ্জু স্যামসনের ডেপুটি করা হতে পারে তাঁকে।