ipl-2025-riyan-argued-with-umpire

IPL 2025: গুজরাতের বিরুদ্ধে আরও একবার মুখ থুবড়ে পড়লো রাজস্থান রয়্যালস (GT vs RR)। এই নিয়ে আইপিএলে (IPL) সাত বারের সাক্ষাতে ছয় বার হারলো তারা। আজ আহমেদাবাদের মাঠে টস বিপক্ষে গিয়েছিলো শুভমান গিলদের। প্রথমে ব্যাটিং করতে হয় তাঁদের। শুভমান নিজে রান না পেলেও জ্বলে ওঠেন সাই সুদর্শন। ৮২ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। নিজের পুরনো দলের বিরুদ্ধে ভালো খেললেন জস বাটলার। করেন ৩৬। ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়ারাও। ২০ ওভারে ২১৭তে পৌঁছায় গুজরাত টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের সম্মুখীন হয় রাজস্থান রয়্যালস (RR)। শুরুতেই ফেরেন যশস্বী জয়সওয়াল। আজ ৬-এর বেশী এগোতে পারেন নি তিনি। রান পান নি নীতিশ রাণা’ও। সঞ্জু স্যামসনের সাথে প্রতিরোধ গড়ার চেষ্টা করেচিলেন রিয়ান পরাগ। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলেন তিনি।

Read More: IPL 2025 GT vs RR Stats Review: রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে দিলো গুজরাত, জমজমাট ম্যাচে তৈরি হলো ৫ নয়া রেকর্ড !!

রাজস্থান ইনিংসের সপ্তম ওভারে বোলিং করছিলেন কুলবন্ত খেজরোলিয়া। প্রাক্তন নাইট রাইডার্স পেসারের চতুর্থ ডেলিভারিটিতে কট বিহাইন্ড হন রিয়ান পরাগ (Riyan Parag)। বোলার ও উইকেটরক্ষকের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলেও বল তাঁর ব্যাট ছুঁয়ে গিয়েছিলো কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলেন না রিয়ান। তিনি ডিআরএস-এর শরণাপন্ন হন। রিপ্লেতেও পরিষ্কার হয় নি বিষয়টি। শেষমেশ সাহায্য নেওয়া হয় স্নিকো’র। বল ব্যাটের ঠিক পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোতে স্পাইক ধরা পড়ে ঠিকই, কিন্তু তা ব্যাটের সাথে বলের সংস্পর্শের কারণে নাকি ব্যাট মাটিতে লাগার কারণে তা নিয়েও তৈরি হয়েছিলো ধন্দ। শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষেই রায় দেন তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। মাঠ ছাড়ার সময়েও আম্পায়ারকে নিজের অসন্তোষের কথা জানিয়ে যান অসমের তরুণ অলরাউন্ডার।

রিয়ান (Riyan Parag) ১৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই আউট হন ধ্রুব জুরেল। মাত্র ৫ করেন উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ৪১ করে ফেরেন অধিনায়ক সঞ্জু স্যামসন’ও। তখনই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিলো ম্যাচের ভাগ্য। তবে এরপরও মরিয়া লড়াই চালান শিমরণ হেটমায়ার (Shimron Hetmyer)। মাত্র ৩২ বলে ৫২ রান করেন ক্যারিবিয়ান ‘ফিনিশার।’ তবে দাম পেলো না তাঁর ধুন্ধুমার ইনিংসটি। লোয়ার অর্ডারে জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা বা তুষার দেশপাণ্ডেরা তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ। ১০-এর গণ্ডীও পেরোন নি তাঁদের কেউই। শেষমেশ ১৯.২ ওভারে ১৫৯ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। ৫৮ রানের ব্যবধানে হারতে হয় তাদের। বল হাতে আজ নজর কেড়েছেন গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণা। ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট তাঁর। ২টি সাফল্য সাই কিশোর ও রশিদ খানের।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2025: ছুটছে গুজরাতের অশ্বমেধের ঘোড়া, রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে লীগ শীর্ষে শুভমানের দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *